শনিবার, ৩১ মে, ২০২৫

 বিশেষ সম্মাননায় ভূষিত ইবনুল সাঈদ রানা

বিশেষ সম্মাননায় ভূষিত ইবনুল সাঈদ রানা

 

 বিশেষ সম্মাননায় ভূষিত ইবনুল সাঈদ রানা (Ibnul Syed) নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং প্রাণ-প্রকৃতি-প্রতিবেশ-পরিবেশ রক্ষা জাতীয় কমিটির মুখপাত্র ইবনুল সাঈদ রানা (Ibnul Syed) 

সম্প্রতি  Bio Diversity & Climate Conference 2025 এর আয়োজনে , পরিবেশ ও সমাজ উন্নয়নে বিশেষ অবদানের জন্য এক বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন। তার নেতৃত্বে নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে পরিবেশ সংরক্ষণ, জনসচেতনতা সৃষ্টি এবং টেকসই উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।

 একইসঙ্গে, প্রাণ ও প্রকৃতির সুরক্ষায় তার বলিষ্ঠ ভূমিকা জাতীয় পর্যায়েও প্রশংসিত হয়েছে। এই সম্মাননা তার দায়িত্ববোধ, নিষ্ঠা ও দেশের প্রতি অঙ্গীকারেরই একটি স্বীকৃতি।


 

Bio Diversity & Climate Conference 2025  শীর্ষক সেমিনার

Bio Diversity & Climate Conference 2025 শীর্ষক সেমিনার

 

 Bio Diversity & Climate Conference 2025  শীর্ষক সেমিনার

২৯ মে ২০২৫

প্রাণ প্রকৃতি প্রতিবেশ পরিবেশ রক্ষা জাতীয় কমিটি, বাংলাদেশ ইনন্টিটিউট অব প্লানারস BIP, CAPS, NDF, ASDF, প্রাণ প্রকৃতি পরিবেশ প্রতিবেশ রক্ষা জাতীয় কমিটি এবং IPD যৌথ আয়োজনে পরিবেশ রক্ষা ও জীব বৈচিত্র্য রক্ষার প্রয়োজনীয়তা শীর্ষক একটি সেমিনার " Biodiversity & climate conference 2025 এর আয়োজন করা হয়।
 
অনুষ্টানে ৪টি সেশনে উদ্বোধনি অনুষ্ঠানে প্রাণ প্রকৃতি পরিবেশ প্রতিবেশ রক্ষা জাতীয় কমিটির চেয়ারম্যান এড. শফিকুর রহমান এর সভাপতিত্বে মুল প্রবন্ধ উপস্থাপনা করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লানার্স এর সভাপতি প্রফেসর ড. আদিল মোহাম্মদ খান, প্রধান অতিথি ছিলেন সিনিয়র সচিব মোহাম্মদ ওয়াহিদ হোসাইন ndc. বিশেষ অতিথি হিসাবে ছিলেন যুগ্নসচিব মো: হায়দার আলী-জয়েন চিফ, পরিকল্পনা কমিশন। প্রফেসর ডা. এ কে এম আমিনুল হক, আনোয়ার খান মেডিকেল কলেজ। সাবেক পরিচালক পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং মৎস ও পশু সম্পদ বিভাগের পরিচালক হাসান আহাম্মদ চৌধুরী, UNDP র প্রতিনিধি সরদার আছাদুজ্জামান। প্রফেসর হোসাইন এম আজম।
উক্ত সেমিনারে দেশের প্রাণ প্রকৃতি ও জীব বৈচিত্র্য স্ব স্ব বিষয়ে বিশিষ্ট জনেরা নিজ নিজ আঙ্গিকে বক্তব্য প্রবন্ধ উপস্থাপন করেন। 
 

অনুষ্টানে স্বাগত বক্তব্য প্রদান করেন কনফারেন্স কনভেনর জনাব আবু সাঈদ মো. সোহেল। ধন্যবাদ জ্ঞাপন করেন ASDF এর নির্বাহী পরিচালক জনাব মাহবুব হোসেন। 
 
২য় সেশনে ক্যাপস CAPS এর নির্বাহী প্রফেসর কামরুজ্জামান মুজুমদার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে ছিলেন সিনিয়র সচিব বীর মুক্তিযোদ্ধা কেএমএইচ নজরুল ইসলাম, উপদেষ্টা জাতিসংঘ।
 
বিশেষ অতিথি সাবেক এম্বাসেডর মাজেদা রফিকুন নেসা ndc.
 
সেশন চেয়ার হিসাবে দায়িত্ব পালন করেন বাংলাদেম ইন্সটিটিউট অব প্লানারস এর সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ মেহেদি আহসান।
 
 বায়োডাইভারসিটি বিশেষজ্ঞ প্রাণ প্রকৃতি পরিবেশ প্রতিবেশ রক্ষা জাতীয় কমিটির নির্বাহী সদস্য ড. আব্দুল ওহাব,
 
 ERDA এর নির্বাহী পরিচালক জনাব মুনির হোসেন চৌধুরী, 
 
সহকারী অধ্যাপক (মেরিন ফিসারিজ) মীর মোহাম্মদ আলী, 
 
UNDP র মো. মাসুদ চৌধরী, প্রফেসর ড.খায়রুল চৌধুরী।
 
 OAB ফাউন্ডেশন এর নির্বাহী আসাদুজ্জামান তুহিন।
 
 ASDF এর যুব প্রতিনিধি আয়শা আক্তার।
 
সমাপনি সেশনে ধন্যবাদ জ্ঞাপন করেন আয়োজক সংগঠন প্রাণ প্রকৃতি পরিবেশ প্রতিবেশ রক্ষা জাতীয় কমিটির মূখপাত্র এবং NDF এর চেয়ারম্যান জনাব ইবনুল সাঈদ রানা।
 
উক্ত কনফারেন্সটি চারটি সেশনে পরিচালিত হয়। বিকাল ৩ টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৭.৩০টা পর্যন্ত চলে। উক্ত কনফারেন্স এ বর্ষনমুখর দিনে সারা দেশ থেকে এবং পরিবেশ ও সামাজিক সংগঠনের পরিবেশ সচেতন প্রায় ১২০জন উদ্যোগতা সুশিল নাগরিক, প্রবীণ তারুণ্য বাংলাদেশ এর সদস্যবৃন্দের সমন্বিত সমাবেশ ঘটে এবং নীতি নির্ধারণী আলোচনা হয়।

বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

স্বদেশ মৃত্তিকার ২০ বছর পূর্তি উপলক্ষে সম্মাননা পেলেন গীতিকবি কাজী ফারুক বাবুল

স্বদেশ মৃত্তিকার ২০ বছর পূর্তি উপলক্ষে সম্মাননা পেলেন গীতিকবি কাজী ফারুক বাবুল

গীতিকবি কাজী ফারুক বাবুলকে সম্মাননা হাতে তুলে দেন স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা ও স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ আকবর হোসেন।



সোমবার, ১২ মে, ২০২৫

   শিক্ষায় অনন্য অবদানের জন্য সম্মাননা পেলেন তানিয়া শেখ

শিক্ষায় অনন্য অবদানের জন্য সম্মাননা পেলেন তানিয়া শেখ

 শিক্ষায় অনন্য অবদানের জন্য সম্মাননা পেলেন তানিয়া শেখ
স্বদেশ মৃত্তিকার ২০ বছর পূর্তি উদযাপনে গৌরবময় সম্মাননা

ঢাকা, ১২ মে ২০২৫:
শিক্ষাক্ষেত্রে দীর্ঘ দুই দশকের অবিচল ও নিষ্ঠাবান অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা পেলেন স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক তানিয়া শেখ। প্রতিষ্ঠানটির ২০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁকে এই বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

তানিয়া শেখ স্বদেশ মৃত্তিকার শুরু থেকেই জড়িত। প্রতিষ্ঠার প্রথম দিন থেকেই তিনি শিশুদের মানসম্মত ও মানবিক শিক্ষা প্রদানে নিজেকে নিবেদিত করেছেন। বিশেষ করে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করতে তাঁর ভূমিকা প্রশংসনীয়। তাঁর নেতৃত্বে স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতন শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বরং হয়ে উঠেছে একটি সামাজিক আন্দোলনের অংশ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজকর্মী, সাবেক শিক্ষার্থীরা এবং বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, “তানিয়া শেখ শুধু একজন শিক্ষক নন, তিনি শিক্ষার মাধ্যমে একটি প্রজন্মকে বদলে দেওয়ার সংগ্রামী প্রতীক।”

সম্মাননা গ্রহণের সময় আবেগাপ্লুত তানিয়া শেখ বলেন,

“এই সম্মান শুধু আমার একার নয়। এটি আমাদের স্কুলের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং যারা নীরবে-নিভৃতে এই পথচলায় পাশে ছিলেন, তাঁদের সকলের। শিক্ষাই পারে সমাজে প্রকৃত পরিবর্তন আনতে—এই বিশ্বাস থেকেই আমি কাজ করে যাচ্ছি।”

উল্লেখ্য, স্বদেশ মৃত্তিকা গত দুই দশক ধরে সমাজের নিম্নআয়ের পরিবারের শিশুদের জন্য মানসম্মত ও মানবিক শিক্ষার সুযোগ নিশ্চিত করে আসছে। তাদের ব্যতিক্রমী পাঠদর্শন, জীবনমুখী শিক্ষা এবং মূল্যবোধনির্ভর শিক্ষাক্রম ইতোমধ্যেই বহু শিক্ষার্থীকে এগিয়ে যাওয়ার সাহস জুগিয়েছে।

এই সম্মাননা শুধুমাত্র একজন শিক্ষকের প্রাপ্তি নয়, এটি সমাজে পরিবর্তনের জন্য নিরলসভাবে কাজ করে যাওয়া হাজারো নির্ভীক মানুষের স্বীকৃতির প্রতীক।

স্বদেশ মৃত্তিকার ২০ বছর পূর্তি উপলক্ষে সমাজসেবায় সম্মাননা পেলেন পরিবেশবিদ ইবনুল সাঈদ রানা

স্বদেশ মৃত্তিকার ২০ বছর পূর্তি উপলক্ষে সমাজসেবায় সম্মাননা পেলেন পরিবেশবিদ ইবনুল সাঈদ রানা

 স্বদেশ মৃত্তিকার ২০ বছর পূর্তি উপলক্ষে সমাজসেবায় সম্মাননা পেলেন পরিবেশবিদ ইবনুল সাঈদ রানা

 

সমাজসেবায় সম্মাননা পেলেন পরিবেশবিদ ইবনুল সাঈদ রানা

ঢাকা, স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার ২০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে সমাজসেবায় বিশেষ অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয় সংস্থার উপদেষ্টা ও খ্যাতনামা পরিবেশবিদ ইবনুল সাঈদ রানা-কে।

শিক্ষা, পরিবেশ ও সমাজ উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে তাঁর নিরলস ভূমিকা ও মানবিক নেতৃত্বের স্বীকৃতি স্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়। বিশেষ করে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য পরিবেশবান্ধব শিক্ষা বিস্তারে তাঁর প্রচেষ্টা এবং নীতিগত সহায়তা স্বদেশ মৃত্তিকার কার্যক্রমকে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা রেখেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথিসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ তাঁর অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং সমাজে টেকসই পরিবর্তনের জন্য এমন উদ্যোগকে উদাহরণ হিসেবে তুলে ধরেন।

ইবনুল সাঈদ রানা বলেন, “এই সম্মাননা আমাকে আরও দায়িত্বশীলভাবে মানুষের পাশে দাঁড়াতে ও পরিবেশ, শিক্ষা ও মানবিক উন্নয়নের জন্য কাজ করে যেতে অনুপ্রাণিত করবে।”

স্বদেশ মৃত্তিকা দুই দশক ধরে দেশের বিভিন্ন প্রান্তে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও মানবিক বিকাশে কাজ করে চলেছে, যা দেশের সামাজিক উন্নয়নের পথে এক উল্লেখযোগ্য পদক্ষেপ।

স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা ভিজিট করতে: www.swadeshmrittika.org

বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

স্বদেশ মৃত্তিকার ২০ বছর পূর্তি উপলক্ষে  সমাজসেবায় সম্মাননা পেলেন ড. তারিক উজ জামান

স্বদেশ মৃত্তিকার ২০ বছর পূর্তি উপলক্ষে সমাজসেবায় সম্মাননা পেলেন ড. তারিক উজ জামান

 সমাজসেবায় সম্মাননা পেলেন ড. তারিক উজ জামান

স্বদেশ মৃত্তিকার ২০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে সমাজসেবায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করা হয় স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার উপদেষ্টা ও বিশিষ্ট লেখক ড. তারিক উজ জামানকে।

দীর্ঘদিন ধরে তিনি শিক্ষা ও সমাজ উন্নয়নে নিষ্ঠাভরে কাজ করে যাচ্ছেন। তাঁর প্রজ্ঞা, দৃষ্টিভঙ্গি ও মানবিক নেতৃত্ব স্বদেশ মৃত্তিকার কর্মকাণ্ডে নতুন মাত্রা যুক্ত করেছে। স্বদেশ মৃত্তিকার মতো একটি মানবিক উদ্যোগের সঙ্গে তাঁর সক্রিয় সম্পৃক্ততা এবং দিকনির্দেশনা অনুপ্রেরণা যুগিয়েছে শত শত সুবিধাবঞ্চিত শিশুকে, যারা শিক্ষার আলোয় আলোকিত হওয়ার সুযোগ পেয়েছে।

এই সম্মাননা শুধু তাঁর ব্যক্তিগত কৃতিত্বের স্বীকৃতি নয়, বরং এটি একটি আদর্শের সম্মান—যা তিনি জীবনের প্রতিটি পরতে বহন করে চলেছেন।

ড. তারিক উজ জামানকে অভিনন্দন ও শুভকামনা।

বুধবার, ৭ মে, ২০২৫

 স্বদেশ মৃত্তিকা  ২০ বছর পূর্তিতে  শ্রেষ্ঠ উপস্থাপক হিসেবে ‘স্বদেশ মৃত্তিকা চ্যারিটি অ্যাওয়ার্ড’ গ্রহণ করেন জনপ্রিয় উপস্থাপক শেখ নজরুল ইসলাম।

স্বদেশ মৃত্তিকা ২০ বছর পূর্তিতে শ্রেষ্ঠ উপস্থাপক হিসেবে ‘স্বদেশ মৃত্তিকা চ্যারিটি অ্যাওয়ার্ড’ গ্রহণ করেন জনপ্রিয় উপস্থাপক শেখ নজরুল ইসলাম।

 স্বদেশ মৃত্তিকা  ২০ বছর পূর্তিতে শ্রেষ্ঠ উপস্থাপক হিসেবে ‘স্বদেশ মৃত্তিকা চ্যারিটি অ্যাওয়ার্ড’ গ্রহণ করেন জনপ্রিয় উপস্থাপক শেখ নজরুল ইসলাম

ঢাকা, ৭ মে ২০২৫:
২০ বছর পূর্তিতে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা উদযাপন করলো তাদের প্রতিষ্ঠাবার্ষিকী। দীর্ঘ দুই দশক ধরে শিক্ষা, সমাজসেবা ও মানবিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে আসা এই সংস্থাটি রাজধানীর একটি মিলনায়তনে এই উৎসবের আয়োজন করে।

অনুষ্ঠানে  শ্রেষ্ঠ উপস্থাপক হিসেবে ‘স্বদেশ মৃত্তিকা চ্যারিটি অ্যাওয়ার্ড’ গ্রহণ করেন জনপ্রিয় উপস্থাপক শেখ নজরুল ইসলাম

শেখ নজরুল ইসলাম, যিনি বহু বছর ধরে বাংলাদেশ বেতারে  দক্ষতার সঙ্গে উপস্থাপনার মাধ্যমে প্রাণবন্ত করে তুলেছেন,

 শেখ নজরুল ইসলাম বলেন, "এই সম্মান আমার জন্য অনেক গর্বের। আমি বিশ্বাস করি, একজন উপস্থাপক শুধু কথা বলেন না, তিনি অনুভব তৈরি করেন, মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করেন। স্বদেশ মৃত্তিকার মতো একটি মানবিক সংস্থার অংশ হতে পেরে আমি কৃতজ্ঞ।”

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার চেয়ারম্যান ও সিইও  মো. আকবর হোসেন, তিনি বলেন,
"আজকের এই দিনটি শুধু আমাদের অর্জনের উৎসব নয়—এটি তাদের সম্মান জানানোর দিন, যারা সমাজ পরিবর্তনে নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছেন। শেখ নজরুল ইসলাম তার সৃজনশীলতা ও কণ্ঠশক্তি দিয়ে আমাদের প্রতিটি আয়োজনকে আরও অর্থবহ করে তুলেছেন।”

অনুষ্ঠানে আরও ছিল সংস্থার  শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং আগত অতিথিদের উন্মুক্ত মতবিনিময়।

 এই আয়োজনে অতিথিরা বলেন, স্বদেশ মৃত্তিকার এই উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তনের অন্যতম দৃষ্টান্ত হয়ে থাকবে।

স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন   নারী উদ্যোক্তা হিসেবে রূপা আহমেদ বিশেষ সম্মাননায় ভূষিত

স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নারী উদ্যোক্তা হিসেবে রূপা আহমেদ বিশেষ সম্মাননায় ভূষিত

স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

 নারী উদ্যোক্তা হিসেবে রূপা আহমেদ বিশেষ সম্মাননায় ভূষিত

ঢাকা, ৭ মে ২০২৫:
দীর্ঘ দুই দশক ধরে শিক্ষা ও মানব উন্নয়নে নিরলসভাবে কাজ করে আসা স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা উদযাপন করলো তাদের গৌরবময় ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী। রাজধানীর এক জমকালো অনুষ্ঠানে সংস্থার বর্তমান ও সাবেক সদস্য, শিক্ষার্থী, সমাজকর্মী ও বিশিষ্টজনদের উপস্থিতিতে এই দিনটি উদযাপিত হয়।

অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল সমাজ ও উন্নয়নে অবদান রাখা ব্যক্তিদের বিশেষ সম্মাননা প্রদান।
এ বছর  নারী উদ্যোক্তা হিসেবে বিশেষ সম্মাননা লাভ করেন রূপা আহমেদ, যিনি দীর্ঘদিন ধরে নারী ক্ষমতায়ন, ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন ও স্বনির্ভরতা নিয়ে কাজ করছেন।

রূপা আহমেদ বলেন,
"একজন নারী হিসেবে উদ্যোক্তা হওয়া সহজ ছিল না। তবে আমি বিশ্বাস করি—উদ্যম, আত্মবিশ্বাস এবং সঠিক দিকনির্দেশনা থাকলে কোনো কিছুই অসম্ভব নয়। আজকের এই সম্মাননার জন্য আমি কৃতজ্ঞ এবং আরও বেশি নারীদের উদ্যোক্তা হয়ে উঠার আহ্বান জানাই।"

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বদেশ মৃত্তিকার চেয়ারম্যান ও সিইও মো. অোকবর হোসেন  যিনি বলেন,
"আমরা বিশ্বাস করি—শিক্ষা, সমাজসেবা ও নারী উন্নয়নের মধ্য দিয়েই একটি টেকসই সমাজ গঠন সম্ভব। আজ যারা সম্মাননা পেয়েছেন, তারা আমাদের প্রেরণার বাতিঘর।"

অনুষ্ঠানে আরও ছিল শিশুদের সাংস্কৃতিক পরিবেশনা, 

অনুষ্ঠান শেষে আগামী ৫ বছরে দেশের ২০টি নতুন উপজেলায় কার্যক্রম বিস্তারের ঘোষণা দেওয়া হয়।



মঙ্গলবার, ৬ মে, ২০২৫

স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ”সমাজসেবায় বিশেষ সম্মাননায় ভূষিত হলেন এহসানুল হক সেতু”

স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ”সমাজসেবায় বিশেষ সম্মাননায় ভূষিত হলেন এহসানুল হক সেতু”

              স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

                    সমাজসেবায় বিশেষ সম্মাননায় ভূষিত হলেন এহসানুল হক সেতু

ঢাকা, ৬ মে ২০২৫:
‘মানবতার জন্য শিক্ষা’ এই মূলমন্ত্রকে ধারণ করে ২০ বছর পূর্তি উদযাপন করলো স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা। রাজধানীর একটি স্থানীয় মিলনায়তনে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের অতিথিদের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশে পালিত হয় এই গৌরবময় দিনটি।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল শিক্ষা ও সমাজসেবায় অবদানের জন্য গুণীজন সম্মাননা প্রদান। এ বছর এই সম্মাননা অর্জন করেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী এহসানুল হক সেতু। তাকে "সমাজ পরিবর্তনের অগ্রদূত" হিসেবে আখ্যায়িত করে সংস্থার পক্ষ থেকে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সিইও মো. আকবর হোসেন ক্রেস্ট  তুলে দেন।

এহসানুল হক সেতু তার বক্তব্যে বলেন,
“এই সম্মাননা শুধু আমার নয়—যারা সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে চায়, তাদের সকলের প্রেরণা। আমি স্বদেশ মৃত্তিকার সঙ্গে পথচলা এখন থেকে শুরু করলাম শিশুদের মুখে হাসি ফোটানোর আশায়, আজ এই দীর্ঘ যাত্রায় সমাজের অনেক রূপান্তরের অংশ হতে পেরে গর্বিত।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সিইও মো. আকবর হোসেন, যিনি বলেন,
“২০ বছর আগে ছোট পরিসরে যাত্রা শুরু করলেও আজ স্বদেশ মৃত্তিকা দেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষার আলো ছড়াচ্ছে। সমাজসেবায় জনাব এহসানুল হক সেতুর ভূমিকা আমাদের সকলের জন্য অনুকরণীয়।”

এছাড়া অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, কৃতি শিক্ষকদের সম্মাননা এবং সংস্থার ২০ বছরের কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানের সমাপ্তিতে আগামী দিনের কর্মপরিকল্পনা ও আরও বৃহৎ পরিসরে সমাজসেবার অঙ্গীকার ঘোষণা করা হয়।

সোমবার, ৫ মে, ২০২৫

স্বদেশ মৃত্তিকা’র ‘চ্যারিটি অ্যাওয়ার্ড ২০২৫’ নারী উদ্যোক্তা সম্মাননা পেলেন ড. জেসমিন রহমান

স্বদেশ মৃত্তিকা’র ‘চ্যারিটি অ্যাওয়ার্ড ২০২৫’ নারী উদ্যোক্তা সম্মাননা পেলেন ড. জেসমিন রহমান

 

স্বদেশ মৃত্তিকা’র ‘চ্যারিটি অ্যাওয়ার্ড ২০২৫’ নারী উদ্যোক্তা সম্মাননা পেলেন ড. জেসমিন রহমান

ঢাকা, ৫ মে ২০২৫ – আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন  নারী উদ্যোক্তা ড. জেসমিন রহমানকে স্বদেশ মৃত্তিকা কর্তৃক ‘স্বদেশ মৃত্তিকা চ্যারিটি অ্যাওয়ার্ড ২০২৫’ নারী উদ্যোক্তা ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়েছে। তিনি বর্তমানে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)-এর কান্ট্রি ডিরেক্টর হিসেবে ওয়াশিংটন ডিসিতে কর্মরত।

ড. জেসমিন রহমান বাংলাদেশের নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও দারিদ্র্য বিমোচনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। তাঁর উদ্যোগ ও নেতৃত্বে পরিচালিত বিভিন্ন প্রকল্প দেশের পিছিয়ে পড়া নারীদের জীবনে আশার আলো এনেছে। নারী উদ্যোক্তা হিসেবে তাঁর অগ্রণী ভূমিকার স্বীকৃতিস্বরূপই তাঁকে এই সম্মাননায় ভূষিত করা হয়।

পুরস্কার গ্রহণের সময় ড. জেসমিন বলেন, “এই সম্মাননা শুধু আমার ব্যক্তিগত প্রাপ্তি নয়, বরং এটি বাংলাদেশের সব নারী উদ্যোক্তার জন্য একটি প্রেরণা। আমি স্বপ্ন দেখি এমন একটি সমাজ, যেখানে প্রতিটি নারী স্বনির্ভর ও মর্যাদাপূর্ণ জীবন যাপন করবে।”

তিনি আরও বলেন, “আমি স্বদেশ মৃত্তিকা পরিচালিত ‘স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতন’-এর সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার পাশে আছি এবং সব সময় থাকবো। এই শিশুদের ভবিষ্যৎ গড়ার পথে যে কোনো প্রয়োজনে আমি আমার সামর্থ্য অনুযায়ী পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।”

স্বদেশ মৃত্তিকা প্রতি বছর সমাজ উন্নয়ন, মানবিকতা ও উদ্যোক্তা কর্মকাণ্ডে অসাধারণ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে এই পুরস্কার প্রদান করে থাকে। ২০২৫ সালের আয়োজনে ড. জেসমিনের পাশাপাশি আরও কয়েকজন খ্যাতনামা সমাজসেবক ও শিক্ষাবিদকে সম্মানিত করা হয়।

 

 

Md. Shirajul Islam Honored with "Swadeshmrittika Charity Award 2025" for Outstanding Contribution in ICT

Md. Shirajul Islam Honored with "Swadeshmrittika Charity Award 2025" for Outstanding Contribution in ICT

Md. Shirajul Islam Honored with "Swadeshmrittika Charity Award 2025" for Outstanding Contribution in ICT

 
Dhaka, Bangladesh — In a grand celebration marking the 20th anniversary of the Swadeshmrittika Human Development Organization, Md. Shirajul Islam was honored with the prestigious "Swadeshmrittika Charity Award 2025" for his exceptional contributions in the field of Information and Communication Technology (ICT). The event was held on May 3, 2025, at the Archives Auditorium in Agargaon, Dhaka, with great enthusiasm and the presence of distinguished guests, dignitaries, and social leaders.

Md. Sirajul Islam is a prominent figure in Bangladesh’s media and ICT landscape. He currently serves as an editor at Bangladesh Betar, Dhaka Centre, where he plays a vital role in shaping public broadcasting content. In addition to his work in national media, he also holds the position of ICT Secretary at the Swadeshmrittika Human Development Organization, a reputed socio-cultural and educational platform committed to humanitarian causes.

Beyond his professional and organizational engagements, Md. Shirajul Islam is also a digital media pioneer. He is the director of the widely followed Facebook page Apon tv.Press and the YouTube channel Apon TV Official, both of which are known for producing meaningful and informative content that resonates with a diverse audience.

The award ceremony, part of Swadeshmrittika’s two-decade milestone, paid tribute to individuals who have made significant impacts in their respective fields. Md. Shirajul Islam was recognized for leveraging technology and digital platforms to promote education, culture, and public awareness—earning him accolades from peers and the wider community alike.

As he received the award on stage, the room echoed with applause, celebrating a man whose commitment to public service and digital innovation continues to inspire many.

This recognition not only highlights Md. Shirajul Islam’s individual achievements but also underscores the growing importance of ICT in national development and community empowerment.

রবিবার, ৪ মে, ২০২৫

স্বদেশ মৃত্তিকা’র ‘চ্যারিটি অ্যাওয়ার্ড ২০২৫’ নারী উদ্যোক্তা হিসেবে সম্মাননা পেলেন শাহিনুর হক ছবি

স্বদেশ মৃত্তিকা’র ‘চ্যারিটি অ্যাওয়ার্ড ২০২৫’ নারী উদ্যোক্তা হিসেবে সম্মাননা পেলেন শাহিনুর হক ছবি

 

ঢাকা, ৪ মে ২০২৫:
সমাজসেবামূলক শিক্ষা প্রতিষ্ঠান স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্তা এর ২০ বছর পূর্তি উপলক্ষে এক আলোচনা সভা ও ‘ চ্যারিটি অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে রাজধানীর  আগারগাঁও এর জাতীয় আর্কাইভ অডিটোরিয়ামে

অনুষ্ঠানে দীর্ঘদিন ধরে সমাজ উন্নয়ন ও নারী ক্ষমতায়নে বিশেষ অবদান রাখার জন্য শাহিনুর হক ছবি-কে নারী উদ্যোক্তা ক্যাটাগরিতে স্বদেশ মৃত্তিকা চ্যারিটি অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদান করা হয়। তিনি সমাজে পিছিয়ে পড়া নারীদের দক্ষতা উন্নয়ন ও ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে নানা কার্যক্রম পরিচালনা করে আসছেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, “স্বদেশ মৃত্তিকা বিগত দুই দশক ধরে শিক্ষা ও সমাজ উন্নয়নের ক্ষেত্রে যে ভূমিকা রেখেছে, তা দেশের জন্য একটি অনন্য উদাহরণ।” অনুষ্ঠানে শিক্ষাবিদ, সমাজকর্মী ও বিভিন্ন স্তরের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

শাহিনুর হক ছবি পুরস্কার গ্রহণ করে বলেন, “এই সম্মাননা আমার নয়, এটি সেই সকল সংগ্রামী নারীদের জন্য যারা সমাজে নিজেদের অবস্থান তৈরি করতে লড়াই করছেন। আমি তাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব।”

অনুষ্ঠানে স্বদেশ মৃত্তিকার পক্ষ থেকে ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে শিক্ষাবিস্তারের পরিকল্পনার কথাও জানানো

স্বদেশ মৃত্তিকা’র ২০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও চ্যারিটি অ্যাওয়ার্ড ২০২৫ অনুষ্ঠিত

স্বদেশ মৃত্তিকা’র ২০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও চ্যারিটি অ্যাওয়ার্ড ২০২৫ অনুষ্ঠিত

 

 
সামাজিক, শিক্ষা, সাংস্কৃতিক ও দাতব্য প্রতিষ্ঠান  স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  ৩রা মে শনিবার বিকাল ৩ টায় আগারগাঁও এর জাতীয় আর্কাইভ অডিটোরিয়ামে স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার  প্রতিষ্ঠা বার্ষিকী  ও স্বদেশ মৃত্তিকা চ্যারিটিবল অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান অনুষ্ঠিত হয়  এবং সুবিধাবঞ্চিত শিশুদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনাসহ  এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা অনুরাগী ও সমাজসেবক এহসানুল হক সেতু। 
 
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি  লায়ন শাহ সুজা মিল্লাত (সিআইপি)। 
 
অনুষ্ঠানটি উদ্বোধন করেন লায়ন ফিরোজ আহমেদ। 
 
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন জনাব আখতারুজ্জামান বাবুল।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশবিদ ও নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ইবনুল সাঈদ রানা।
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. তারিক উজ জামান চৌধুরী, ড. জাহিদ আহমেদ চৌধুরী, শিক্ষাবিদ অধ্যক্ষ বর্ণালী হোসেন, প্রবীন তারুণ্য বাংলাদেশ এর সভাপতি শাহিদা ইসলাম এবং সমাজসেবক আনোয়ার হোসেন শিপলু।
 
 অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ডা. এস. এম. হাবিবুর রহমান,উপদেষ্টা, স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা ,
 
শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার মহাসচিব তানিয়া শেখ ও "বন্ধন" এর মহাসচিব শেখ নজরুল ইসলাম । 
 
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা ও স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতনের চেয়ারম্যান মোঃ আকবর হোসেন। 
 
অনুষ্ঠানে সমাজসেবা, নারীর উদ্যোক্তা, চিকিৎসা সেবা,উপস্থাপনার, সংগীত চলচ্চিত্র অভিনয়, নিত্য, সংস্কৃতি, তথ্য - প্রযুক্তি ফটোসাংবাদিক, ইভেন্ট অর্গানাইজিং,প্রকাশনা ও শিক্ষার সহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে “স্বদেশ মৃত্তিকা চ্যারিটি অ্যাওয়ার্ড ২০২৫” প্রদান করা হয়। 
 
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জনপ্রিয় বেতার উপস্থাপক জান্নাতুন নাঈম ইরা। 
 
স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সমাজসেবামূলক প্রতিষ্ঠান, যার মূল লক্ষ্য হলো সমাজের পিছিয়ে পড়া, দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন। এই সংস্থা বিভিন্ন ক্ষেত্রে কাজ করে, যেমন: শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, স্বাস্থ্যসেবা ও জনসচেতনতা, নারীর ক্ষমতায়ন, পরিবেশ রক্ষা, শিশু অধিকার ও সুরক্ষা, সংস্থাটি জনসম্পৃক্ততা ও স্থানীয় সম্পদ ব্যবহারের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করার চেষ্টা করে।
 স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতন, প্রতিষ্ঠাতা মোঃ আকবর হোসেন ও স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার একটি শিক্ষা প্রকল্প, যা মূলত দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য মানসম্মত শিক্ষা প্রদানের লক্ষ্যে প্রতিষ্ঠিত। বিদ্যালয়টি নিম্নবিত্ত ও শ্রমজীবী পরিবারের সন্তানদের শিক্ষার আলোয় আলোকিত করতে নিরলস কাজ করে। এর ৩ টি শাখা রয়েছে শাখা-১, ঢাকা আগারগাঁও, শাখা-২, নরশিংদীর রায়পুরা, বালুয়াকান্দী গ্রামে এর পাশাপাশি মল্লিকা বেগম হেফজুল কোরআন আরবি শিক্ষা কেন্দ্র পরিচালিত হচ্ছে।
 
২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী স্বদেশ মৃত্তিকা চ্যারিটি অ্যাওয়ার্ড ২০২৫- এর যারা সম্মাননা পেয়েছেন.  
সমাজসেবাঃসমাজ সেবায়. জেসমিন রহমান , Country Director,  imf,  washinton dc, usa, রোকেয়া সুলতানা কেয়া  প্রেসিডেন্সট জিয়া কালচারাল অরগানাইজেশন  , সমাজসেবক,সেলীনা সাথী, নারী উদ্যোক্তা সমাজ সেবী।,গোলাম রহমানচেয়ারম্যন স্টুডেন্ট এডুকেশনাল এসোশয়েয়ন, কে এম জামী, বিশিষ্ট সমাজসেবক। নির্বাহী পরিচালক জাগরণ উন্নয়ন সংস্থা ,আমজাদ আলী মেমোরিয়াল ফাউন্ডেশন, সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য  শৈলকুপয়া স্বপ্নবাজ ফাউন্ডেশন , সামাজিক মানবিক কাজে বিশেষ অবদানের জন্য ,প্রবীন তারুণ্য বাংলাদেশ সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য নাইমা জামান নাইমা। সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য

নারী উদ্যোক্তাঃ শাহিনুর হক ছবি , নারী উদ্যোক্তা সংস্কৃতিসেবী।নাজনিন আক্তার , বিশিষ্ট নারী উদ্যোক্তা নিলুফার আলম পপি ।নারী উদ্যোক্তা, রুপা আহমেদ , নারি উদ্যোক্তা বাংলাদেশ (WEB ) ফাইন্ডেশন 

চিকিৎসাক্ষেত্রেঃ ডা: তাসমিয়া ইসলাম তৃষা- চিকিৎসাক্ষেত্রে, ডা: মেহেরুন নেসা- চিকিৎসাক্ষেত্রে.

শ্রেষ্ট লেখিকা প্রকাশকনন্দিনী লুইজা, লেখক প্রকাশক

শ্রেষ্ঠ উপস্থাপক:  কনুজ শিকদারউপস্থাপক বাংলাদেশ বেতার, সংবাদ পাঠকবিজয় টিভি, শেখ নজরুল ইসলাম - উপস্থাপক বাংলাদেশ বেতার মহাসচিব , বন্ধন কালচারাল ফোরাম , তানিয়া আফরিন - ব্রডকাস্ট জার্নালিস্ট , অনুষ্ঠান উপস্থাপিকা বিটিভি, জান্নাতুন নাঈম ইরা- উপস্থাপক বাংলাদেশ বেতার

শ্রেষ্ঠ চলচিত্র অভিনেত্রীসালমা আক্তার শারমিন, চলচ্চিত্র অভিনেত্রী

2.     রুমানা ইসলাম মুক্তি, চলচ্চিত্র অভিনেত্রী,   শিউলী আক্তার (শিউলি)  শিল-  চলচ্চিত্র অভিনেত্রী

শ্রেষ্ঠ কবিজুবায়ের আল মাহমুদ কবি বেতার উপস্থাপক কাব্যিক লেখায় বিশেষ অবদানের জন্য

 সংগীতে- রবিন আহমেদ সি , আরিয়ান ইভেন্ট এজেন্ট

নৃত্যে . ফারহানা চোধুরি বেবি সাংস্কৃতিক ব্যাক্তিত্ত্ব নৃত্য পরিচালক

        . কায়নাত ইসলাম নামিরা। নৃত্য শিল্পী।

শ্রেষ্ঠ সাংস্কৃতিক ব্যাক্তিত্ত্বনাসরিন হক লিজা সংস্কৃতি অংগনে বিশেষ অবদানের জন্য

শ্রেষ্ঠ লেখক প্রকাশকনন্দিনী লুইজা। প্রকাশনায় বিশেষ অবদানের জন্য

শ্রেষ্ঠ ইভেন্ট  অর্গানাইজার আবুল বাশার আজাদ শাহীন আন্তর্জাতিক ইভেন্ট অর্গানাইজার

 শ্রেষ্ঠ ফটো সাংবাদিক মোস্তাফিজুর রহমান মিন্ট। ফটো সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য

তথ্য প্রযুক্তি -মোঃ সিরাজুল ইসলাম তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক। স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা

সফল সংগঠকনাজমুল খান পরিচালক, কালারস মাল্টিমিডিয়া।

সংগঠক সমাজকর্মী - মাইদুল ইসলাম মামুন।

শিক্ষায়

শিক্ষাক্ষেত্রে অবদানের জন্যতানিয়া শেখ,শিক্ষাক্ষেত্রে অবদানের জন্যরাশিদা আক্তার

শিক্ষাক্ষেত্রে অবদানের জন্যসোহাগী আক্তার , শিক্ষাক্ষেত্রে অবদানের জন্যজাবেদ হোসেন

 শিক্ষাক্ষেত্রে অবদানের জন্যশাহানাজ আক্তার

এর বিশেষ বৈশিষ্ট্য:

১. বিনামূল্যে পাঠদান ও শিক্ষাসামগ্রী

২. শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখতে আনন্দভিত্তিক পাঠদান

৩. নৈতিক শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধ শেখানো

৪. স্কুল ছাড়ার ঝুঁকিতে থাকা শিশুদের পুনঃভর্তির সুযোগ

৫. বিদ্যালয়টি শিক্ষার মাধ্যমে একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও আলোকিত সমাজ গঠনের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে ।