স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নারী উদ্যোক্তা হিসেবে রূপা আহমেদ বিশেষ সম্মাননায় ভূষিত
ঢাকা, ৭ মে ২০২৫:
দীর্ঘ দুই দশক ধরে শিক্ষা ও মানব উন্নয়নে নিরলসভাবে কাজ করে আসা স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা উদযাপন করলো তাদের গৌরবময় ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী। রাজধানীর এক জমকালো অনুষ্ঠানে সংস্থার বর্তমান ও সাবেক সদস্য, শিক্ষার্থী, সমাজকর্মী ও বিশিষ্টজনদের উপস্থিতিতে এই দিনটি উদযাপিত হয়।
অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল সমাজ ও উন্নয়নে অবদান রাখা ব্যক্তিদের বিশেষ সম্মাননা প্রদান।
এ বছর নারী উদ্যোক্তা হিসেবে বিশেষ সম্মাননা লাভ করেন রূপা আহমেদ, যিনি দীর্ঘদিন ধরে নারী ক্ষমতায়ন, ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন ও স্বনির্ভরতা নিয়ে কাজ করছেন।
রূপা আহমেদ বলেন,
"একজন নারী হিসেবে উদ্যোক্তা হওয়া সহজ ছিল না। তবে আমি বিশ্বাস করি—উদ্যম, আত্মবিশ্বাস এবং সঠিক দিকনির্দেশনা থাকলে কোনো কিছুই অসম্ভব নয়। আজকের এই সম্মাননার জন্য আমি কৃতজ্ঞ এবং আরও বেশি নারীদের উদ্যোক্তা হয়ে উঠার আহ্বান জানাই।"
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বদেশ মৃত্তিকার চেয়ারম্যান ও সিইও মো. অোকবর হোসেন যিনি বলেন,
"আমরা বিশ্বাস করি—শিক্ষা, সমাজসেবা ও নারী উন্নয়নের মধ্য দিয়েই একটি টেকসই সমাজ গঠন সম্ভব। আজ যারা সম্মাননা পেয়েছেন, তারা আমাদের প্রেরণার বাতিঘর।"
অনুষ্ঠানে আরও ছিল শিশুদের সাংস্কৃতিক পরিবেশনা,
অনুষ্ঠান শেষে আগামী ৫ বছরে দেশের ২০টি নতুন উপজেলায় কার্যক্রম বিস্তারের ঘোষণা দেওয়া হয়।
0 coment rios: