ঢাকা, স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার ২০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হয় বিশিষ্ট গীতিকার, সুরকার, সংগীত পরিচালক ও শিল্পী কাজী ফারুক বাবুল-কে।
বাংলা সংগীতাঙ্গনে তাঁর দীর্ঘদিনের অবদান, সৃষ্টিশীলতা এবং সাংস্কৃতিক মূল্যবোধের ধারক ও বাহক হিসেবে তাঁর ভূমিকা অনস্বীকার্য। সংগীতের মাধ্যমে তিনি সমাজে যে মানবিক চেতনা ও শুদ্ধ রুচির বিকাশ ঘটিয়েছেন, তা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অনন্য অনুপ্রেরণা।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ কাজী ফারুক বাবুলের অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং সমাজ, সংস্কৃতি ও মানবিক উন্নয়নে এ ধরনের সাংস্কৃতিক ব্যক্তিত্বদের অব্যাহত ভূমিকার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা গত দুই দশক ধরে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষা, নৈতিক উন্নয়ন এবং টেকসই সমাজ গঠনের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
গীতিকবি কাজী ফারুক বাবুলকে সম্মাননা হাতে তুলে দেন স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা ও স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ আকবর হোসেন।
0 coment rios: