স্বদেশ মৃত্তিকা’র ‘চ্যারিটি অ্যাওয়ার্ড ২০২৫’ নারী উদ্যোক্তা সম্মাননা পেলেন ড. জেসমিন রহমান
ঢাকা, ৫ মে ২০২৫ – আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নারী উদ্যোক্তা ড. জেসমিন রহমানকে স্বদেশ মৃত্তিকা কর্তৃক ‘স্বদেশ মৃত্তিকা চ্যারিটি অ্যাওয়ার্ড ২০২৫’ নারী উদ্যোক্তা ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়েছে। তিনি বর্তমানে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)-এর কান্ট্রি ডিরেক্টর হিসেবে ওয়াশিংটন ডিসিতে কর্মরত।
ড. জেসমিন রহমান বাংলাদেশের নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও দারিদ্র্য বিমোচনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। তাঁর উদ্যোগ ও নেতৃত্বে পরিচালিত বিভিন্ন প্রকল্প দেশের পিছিয়ে পড়া নারীদের জীবনে আশার আলো এনেছে। নারী উদ্যোক্তা হিসেবে তাঁর অগ্রণী ভূমিকার স্বীকৃতিস্বরূপই তাঁকে এই সম্মাননায় ভূষিত করা হয়।
পুরস্কার গ্রহণের সময় ড. জেসমিন বলেন, “এই সম্মাননা শুধু আমার ব্যক্তিগত প্রাপ্তি নয়, বরং এটি বাংলাদেশের সব নারী উদ্যোক্তার জন্য একটি প্রেরণা। আমি স্বপ্ন দেখি এমন একটি সমাজ, যেখানে প্রতিটি নারী স্বনির্ভর ও মর্যাদাপূর্ণ জীবন যাপন করবে।”
তিনি আরও বলেন, “আমি স্বদেশ মৃত্তিকা পরিচালিত ‘স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতন’-এর সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার পাশে আছি এবং সব সময় থাকবো। এই শিশুদের ভবিষ্যৎ গড়ার পথে যে কোনো প্রয়োজনে আমি আমার সামর্থ্য অনুযায়ী পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।”
স্বদেশ মৃত্তিকা প্রতি বছর সমাজ উন্নয়ন, মানবিকতা ও উদ্যোক্তা কর্মকাণ্ডে অসাধারণ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে এই পুরস্কার প্রদান করে থাকে। ২০২৫ সালের আয়োজনে ড. জেসমিনের পাশাপাশি আরও কয়েকজন খ্যাতনামা সমাজসেবক ও শিক্ষাবিদকে সম্মানিত করা হয়।
0 coment rios: