রবিবার, ৪ মে, ২০২৫

স্বদেশ মৃত্তিকা’র ২০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও চ্যারিটি অ্যাওয়ার্ড ২০২৫ অনুষ্ঠিত

 

 
সামাজিক, শিক্ষা, সাংস্কৃতিক ও দাতব্য প্রতিষ্ঠান  স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  ৩রা মে শনিবার বিকাল ৩ টায় আগারগাঁও এর জাতীয় আর্কাইভ অডিটোরিয়ামে স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার  প্রতিষ্ঠা বার্ষিকী  ও স্বদেশ মৃত্তিকা চ্যারিটিবল অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান অনুষ্ঠিত হয়  এবং সুবিধাবঞ্চিত শিশুদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনাসহ  এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা অনুরাগী ও সমাজসেবক এহসানুল হক সেতু। 
 
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি  লায়ন শাহ সুজা মিল্লাত (সিআইপি)। 
 
অনুষ্ঠানটি উদ্বোধন করেন লায়ন ফিরোজ আহমেদ। 
 
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন জনাব আখতারুজ্জামান বাবুল।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশবিদ ও নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ইবনুল সাঈদ রানা।
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. তারিক উজ জামান চৌধুরী, ড. জাহিদ আহমেদ চৌধুরী, শিক্ষাবিদ অধ্যক্ষ বর্ণালী হোসেন, প্রবীন তারুণ্য বাংলাদেশ এর সভাপতি শাহিদা ইসলাম এবং সমাজসেবক আনোয়ার হোসেন শিপলু।
 
 অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ডা. এস. এম. হাবিবুর রহমান,উপদেষ্টা, স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা ,
 
শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার মহাসচিব তানিয়া শেখ ও "বন্ধন" এর মহাসচিব শেখ নজরুল ইসলাম । 
 
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা ও স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতনের চেয়ারম্যান মোঃ আকবর হোসেন। 
 
অনুষ্ঠানে সমাজসেবা, নারীর উদ্যোক্তা, চিকিৎসা সেবা,উপস্থাপনার, সংগীত চলচ্চিত্র অভিনয়, নিত্য, সংস্কৃতি, তথ্য - প্রযুক্তি ফটোসাংবাদিক, ইভেন্ট অর্গানাইজিং,প্রকাশনা ও শিক্ষার সহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে “স্বদেশ মৃত্তিকা চ্যারিটি অ্যাওয়ার্ড ২০২৫” প্রদান করা হয়। 
 
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জনপ্রিয় বেতার উপস্থাপক জান্নাতুন নাঈম ইরা। 
 
স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সমাজসেবামূলক প্রতিষ্ঠান, যার মূল লক্ষ্য হলো সমাজের পিছিয়ে পড়া, দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন। এই সংস্থা বিভিন্ন ক্ষেত্রে কাজ করে, যেমন: শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, স্বাস্থ্যসেবা ও জনসচেতনতা, নারীর ক্ষমতায়ন, পরিবেশ রক্ষা, শিশু অধিকার ও সুরক্ষা, সংস্থাটি জনসম্পৃক্ততা ও স্থানীয় সম্পদ ব্যবহারের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করার চেষ্টা করে।
 স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতন, প্রতিষ্ঠাতা মোঃ আকবর হোসেন ও স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার একটি শিক্ষা প্রকল্প, যা মূলত দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য মানসম্মত শিক্ষা প্রদানের লক্ষ্যে প্রতিষ্ঠিত। বিদ্যালয়টি নিম্নবিত্ত ও শ্রমজীবী পরিবারের সন্তানদের শিক্ষার আলোয় আলোকিত করতে নিরলস কাজ করে। এর ৩ টি শাখা রয়েছে শাখা-১, ঢাকা আগারগাঁও, শাখা-২, নরশিংদীর রায়পুরা, বালুয়াকান্দী গ্রামে এর পাশাপাশি মল্লিকা বেগম হেফজুল কোরআন আরবি শিক্ষা কেন্দ্র পরিচালিত হচ্ছে।
 
২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী স্বদেশ মৃত্তিকা চ্যারিটি অ্যাওয়ার্ড ২০২৫- এর যারা সম্মাননা পেয়েছেন.  
সমাজসেবাঃসমাজ সেবায়. জেসমিন রহমান , Country Director,  imf,  washinton dc, usa, রোকেয়া সুলতানা কেয়া  প্রেসিডেন্সট জিয়া কালচারাল অরগানাইজেশন  , সমাজসেবক,সেলীনা সাথী, নারী উদ্যোক্তা সমাজ সেবী।,গোলাম রহমানচেয়ারম্যন স্টুডেন্ট এডুকেশনাল এসোশয়েয়ন, কে এম জামী, বিশিষ্ট সমাজসেবক। নির্বাহী পরিচালক জাগরণ উন্নয়ন সংস্থা ,আমজাদ আলী মেমোরিয়াল ফাউন্ডেশন, সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য  শৈলকুপয়া স্বপ্নবাজ ফাউন্ডেশন , সামাজিক মানবিক কাজে বিশেষ অবদানের জন্য ,প্রবীন তারুণ্য বাংলাদেশ সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য নাইমা জামান নাইমা। সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য

নারী উদ্যোক্তাঃ শাহিনুর হক ছবি , নারী উদ্যোক্তা সংস্কৃতিসেবী।নাজনিন আক্তার , বিশিষ্ট নারী উদ্যোক্তা নিলুফার আলম পপি ।নারী উদ্যোক্তা, রুপা আহমেদ , নারি উদ্যোক্তা বাংলাদেশ (WEB ) ফাইন্ডেশন 

চিকিৎসাক্ষেত্রেঃ ডা: তাসমিয়া ইসলাম তৃষা- চিকিৎসাক্ষেত্রে, ডা: মেহেরুন নেসা- চিকিৎসাক্ষেত্রে.

শ্রেষ্ট লেখিকা প্রকাশকনন্দিনী লুইজা, লেখক প্রকাশক

শ্রেষ্ঠ উপস্থাপক:  কনুজ শিকদারউপস্থাপক বাংলাদেশ বেতার, সংবাদ পাঠকবিজয় টিভি, শেখ নজরুল ইসলাম - উপস্থাপক বাংলাদেশ বেতার মহাসচিব , বন্ধন কালচারাল ফোরাম , তানিয়া আফরিন - ব্রডকাস্ট জার্নালিস্ট , অনুষ্ঠান উপস্থাপিকা বিটিভি, জান্নাতুন নাঈম ইরা- উপস্থাপক বাংলাদেশ বেতার

শ্রেষ্ঠ চলচিত্র অভিনেত্রীসালমা আক্তার শারমিন, চলচ্চিত্র অভিনেত্রী

2.     রুমানা ইসলাম মুক্তি, চলচ্চিত্র অভিনেত্রী,   শিউলী আক্তার (শিউলি)  শিল-  চলচ্চিত্র অভিনেত্রী

শ্রেষ্ঠ কবিজুবায়ের আল মাহমুদ কবি বেতার উপস্থাপক কাব্যিক লেখায় বিশেষ অবদানের জন্য

 সংগীতে- রবিন আহমেদ সি , আরিয়ান ইভেন্ট এজেন্ট

নৃত্যে . ফারহানা চোধুরি বেবি সাংস্কৃতিক ব্যাক্তিত্ত্ব নৃত্য পরিচালক

        . কায়নাত ইসলাম নামিরা। নৃত্য শিল্পী।

শ্রেষ্ঠ সাংস্কৃতিক ব্যাক্তিত্ত্বনাসরিন হক লিজা সংস্কৃতি অংগনে বিশেষ অবদানের জন্য

শ্রেষ্ঠ লেখক প্রকাশকনন্দিনী লুইজা। প্রকাশনায় বিশেষ অবদানের জন্য

শ্রেষ্ঠ ইভেন্ট  অর্গানাইজার আবুল বাশার আজাদ শাহীন আন্তর্জাতিক ইভেন্ট অর্গানাইজার

 শ্রেষ্ঠ ফটো সাংবাদিক মোস্তাফিজুর রহমান মিন্ট। ফটো সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য

তথ্য প্রযুক্তি -মোঃ সিরাজুল ইসলাম তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক। স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা

সফল সংগঠকনাজমুল খান পরিচালক, কালারস মাল্টিমিডিয়া।

সংগঠক সমাজকর্মী - মাইদুল ইসলাম মামুন।

শিক্ষায়

শিক্ষাক্ষেত্রে অবদানের জন্যতানিয়া শেখ,শিক্ষাক্ষেত্রে অবদানের জন্যরাশিদা আক্তার

শিক্ষাক্ষেত্রে অবদানের জন্যসোহাগী আক্তার , শিক্ষাক্ষেত্রে অবদানের জন্যজাবেদ হোসেন

 শিক্ষাক্ষেত্রে অবদানের জন্যশাহানাজ আক্তার

এর বিশেষ বৈশিষ্ট্য:

১. বিনামূল্যে পাঠদান ও শিক্ষাসামগ্রী

২. শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখতে আনন্দভিত্তিক পাঠদান

৩. নৈতিক শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধ শেখানো

৪. স্কুল ছাড়ার ঝুঁকিতে থাকা শিশুদের পুনঃভর্তির সুযোগ

৫. বিদ্যালয়টি শিক্ষার মাধ্যমে একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও আলোকিত সমাজ গঠনের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে ।

 


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: