জাতীয় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
জাতীয় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ২০ জুলাই, ২০২৫

সুমন-সোলাইমান-রনির নেতৃত্বে কদমতলী থানা সাংবাদিক ক্লাবের নতুন কমিটি ঘোষণা

সুমন-সোলাইমান-রনির নেতৃত্বে কদমতলী থানা সাংবাদিক ক্লাবের নতুন কমিটি ঘোষণা

স্বদেশ সময় প্রতিবেদক 

কদমতলী থানা সাংবাদিক ক্লাবের এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ১ বছরের জন্য ২৩ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন উদ্যমী সাংবাদিক ও সুসংগঠক সুমন চৌধুরী (নতুন সময়), সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন পেশাদার সাংবাদিক মোঃ সোলাইমান (মানবকণ্ঠ), আর সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন কর্মঠ ও পরিচিত মুখ রনি মজুমদার (ভোরের পাতা)।

শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা ৭টায় কদমতলী থানার রায়েরবাগে ক্লাব কার্যালয়ে আয়োজিত সাধারণ সভায় এ কমিটি গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। ক্লাবের সিনিয়র সদস্য ও বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

এই কমিটির গঠনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল গত ২৭ জুন অনুষ্ঠিত বার্ষিক ফল উৎসবের। উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই তুহিন এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক জাকির মাঝি। সেদিনই উপস্থিত সাংবাদিকদের সম্মতিক্রমে সুমন চৌধুরী ও মোঃ সোলেমানকে যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়, যার সফল বাস্তবায়ন আজ সম্পন্ন হলো।

নবনির্বাচিত ২৩ সদস্যের কমিটি:

সভাপতি: সুমন চৌধুরী (নতুন সময়), সিনিয়র সহ-সভাপতি: হাসান কবির জনি (বিজনেস জার্নাল), সহ-সভাপতি: রুবেল গাজী (CIN টিভি), সাধারণ সম্পাদক: মোঃ সোলেমান (মানবকণ্ঠ), সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক: আশরাফ উদ্দিন (আজকের টাইমস), যুগ্ম-সাধারণ সম্পাদক: ইবনে ফরহাদ তুরাগ (বাংলাদেশের আলো), সাংগঠনিক সম্পাদক: রনি মজুমদার (ভোরের পাতা), সহ-সাংগঠনিক সম্পাদক: নুরুন্নবী শরীফ অর্নব (আলোর জগত), সহ-সাংগঠনিক সম্পাদক: মোস্তাফিজুর রহমান মিলন (CNN বাংলা টিভি), দপ্তর সম্পাদক: রাকিব হোসেন মিলন (আজকের টাইমস), সাহিত্য, প্রকাশনা ও অর্থ সম্পাদক: বাবলু শেখ (স্বাধীন সংবাদ), আইন সম্পাদক: অ্যাডভোকেট ওয়াহিদুন্নবী বিপ্লব (সকালের সময়),  তথ্য ও গবেষনা সম্পাদক: নাসির উদ্দীন মোল্লা ( ডেইলি প্রেজেন্ট টাইমস), সংস্কৃতি বিষয়ক সম্পাদক: এম এ এইচ মাসুদ (বার্তা বিচিত্রা), সমাজ কল্যাণ সম্পাদক: শাহজালাল ফারুক (সময়ের কাগজ), সহ-দপ্তর ও আইসিটি সম্পাদক: নয়ন সমাদ্দর রুদ্র (দুর্নীতি সমাচার), প্রচার সম্পাদক: লিটন গাজী (সাহারা টিভি), পাঠাগার সম্পাদক: এস ইসলাম জয় (আমাদের সময় ডটকম), ক্রীড়া সম্পাদক: দীপু ভুঁইয়া (আওয়ার বাংলাদেশ), কার্যনির্বাহী সদস্য: জেসমিন জুঁই (ডেইলি ট্রাইবুনাল), কার্যনির্বাহী সদস্য: মিজানুর রহমান সুমন (আমাদের কণ্ঠ), কার্যনির্বাহী সদস্য: ফারদিন আহমেদ ইমন (নয়াদিগন্ত), কার্যনির্বাহী সদস্য: মোঃ আক্তারুজ্জামান (দৈনিক নিরপেক্ষ)।  

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, অধিকার সুরক্ষা এবং সামাজিক দায়বদ্ধতা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সভাপতি সুমন চৌধুরী বলেন, "এই সংগঠন হবে ঢাকা-৪ ও ঢাকা -৫ অঞ্চলের সাংবাদিকদের শক্তিশালী কণ্ঠস্বর।" সাধারণ সম্পাদক মোঃ সোলাইমান জানান, "সবাইকে নিয়ে একটি সক্রিয় ও স্বচ্ছ নেতৃত্ব দিতে আমরা প্রস্তুত।"

সাংগঠনিক সম্পাদক রনি মজুমদার বলেন, "আমরা মাঠে, মানুষের পাশে, সাংবাদিকের পাশে—এই মূলমন্ত্রে কাজ করব।"

কমিটির পক্ষ থেকে জানানো হয়, তারা নিয়মিত কর্মসূচি, পেশাগত প্রশিক্ষণ আয়োজন, মানবিক সহায়তা এবং সাংবাদিক নির্যাতন মোকাবেলায় আইনি সহায়তা প্রদানের মতো কার্যক্রম বাস্তবায়নে সক্রিয় থাকবেন।

 

বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

🌍 “জলবায়ু নয়, বদল হোক আমাদের মনোভাব!” ✍️ মো. আকবর হোসেন

🌍 “জলবায়ু নয়, বদল হোক আমাদের মনোভাব!” ✍️ মো. আকবর হোসেন


🌍 জলবায়ু পরিবর্তনের আমাদের করণীয়,  ✍️ মো. আকবর হোসেন

জলবায়ু পরিবর্তন আজ বৈশ্বিক সংকট। উষ্ণতা বৃদ্ধি, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়া, অনিয়মিত বৃষ্টি, খরা, ঘূর্ণিঝড়—এসবই এর ভয়াবহতা প্রতিনিয়ত আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে যে, মানুষ হিসেবে আমাদের দায়িত্ব আজ শুধু সচেতনতা নয়, বাস্তব পদক্ষেপ গ্রহণও জরুরি।

বিশ্বের ধনী ও উন্নত দেশগুলো যতটা দায়ী শিল্পায়নের জন্য, ততটাই দায় আমাদেরও নিজেদের অব্যবস্থাপনা ও অবহেলার জন্য। এ পরিস্থিতি মোকাবেলায় আমাদের নিতে হবে কিছু তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি উদ্যোগ।
 

করণীয়:

১️. ব্যক্তিগত পর্যায়ে সচেতনতা গড়ে তোলা:

প্রতিদিনকার ছোট ছোট অভ্যাস—বিদ্যুৎ অপচয় না করা, পানির অপচয় রোধ, প্লাস্টিকের ব্যবহার কমানো ইত্যাদি—বড় পরিবর্তনের সূচনা করতে পারে।

২️. গাছ লাগানো ও সবুজায়ন:

প্রতিটি মানুষ বছরে অন্তত ২টি গাছ লাগালে দেশের বনায়ন বাড়বে, বায়ু থাকবে বিশুদ্ধ, জলবায়ুর ভারসাম্য কিছুটা হলেও ফিরে আসবে।
 

৩। নবায়নযোগ্য শক্তির দিকে অগ্রসর হওয়া:

সৌরশক্তি, বায়ুশক্তি, জলবিদ্যুৎ—এইসব পরিবেশবান্ধব শক্তির ব্যবহার বাড়াতে হবে।

৪️. প্রশাসনিক ও সামাজিক উদ্যোগ:

শিল্পকারখানার নির্গমন নিয়ন্ত্রণ, পরিবেশ সংরক্ষণ আইন বাস্তবায়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে জলবায়ু শিক্ষা বাধ্যতামূলক করতে হবে।

৫️. শিশু-কিশোরদের পরিবেশ চেতনায় উদ্বুদ্ধ করা:

পরবর্তী প্রজন্মকে এখন থেকেই পরিবেশ সচেতনতায় শিক্ষিত করলে ভবিষ্যতে এর সুফল পাওয়া যাবে। 

জলবায়ু পরিবর্তনের দায় শুধু বড় দেশগুলোর নয়। আমাদের প্রত্যেকের জীবনধারায় পরিবর্তন আনাই পারে এই পৃথিবীকে আরও বাসযোগ্য করে তুলতে। আমরা যদি এখনই না জাগি, তাহলে আগামী প্রজন্মের কাছে দায়ী থাকতে হবে আমাদেরই।


“জলবায়ু নয়, বদল হোক আমাদের মনোভাব!”


সোমবার, ১৬ জুন, ২০২৫

*বৃষ্টি আর সবুজের আহ্বান — বর্ষা বরণে পরিবেশপ্রেমীদের মিলনমেলা*

*বৃষ্টি আর সবুজের আহ্বান — বর্ষা বরণে পরিবেশপ্রেমীদের মিলনমেলা*

প্রাণ প্রকৃতি পরিবেশ প্রতিবেশ রক্ষা জাতীয় কমিটি আয়োজিত ,প্রবীণ তারুণ্য বাংলাদেশ চাই এর অংশগ্রহণে ১৫ জুন ১লা আষাঢ়  বর্ষা উৎসব উদযাপিত হয়। 

অনুষ্ঠানটি বিকাল ৫ টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলে।

 আবহমান বাংলার প্রাণ প্রকৃতি পরিবেশ প্রতিবেশ এর সাথে বর্ষার গুরুত্ব এবং বর্ষার অবদান নিয়ে আলোচনা, স্মৃতিচারণ, বর্ষার গান, বর-বধু বরণ কবিতা, কৌতুক, গল্প আড্ডায় মেতে উঠেন একদল প্রাণ প্রকৃতি প্রবীণ তারুণ্যময় পরিবেশ কর্মী। 

 

রাজধানীর বিজয় সরণী রেংগস টাওয়ার এর থাইচি রেস্টুরেন্ট এর খোলা বাড়ান্দায় বসে বর্ষা উপভোগ্য আড্ডা মেলায় সভাপতিত্ব করেন প্রাণ প্রকৃতি পরিবেশ প্রতিবেশ রক্ষা জাতীয় কমিটির সভাপতি এড. শফিকুর রহমান।

বর্ষা উৎসবে প্রধান অতিথি ছিলেন সিনিয়র সচিব, বীর মুক্তিযোদ্ধা কেএমএইচ নজরুল ইসলাম। 

বিশেষ অতিথি হিসাবে ছিলেন সাবেক এম্বাসেডর মাজেদা রফিকুন নেসা,  বিজিএমইএ ফ্যাশন টেকনোলজি বিশ্ববিদ্যালয় এর প্রফেসর, লেখক রাজা জলিল, জনপ্রীয় গীতিকবি ও লেখক শহীদুল্লাহ ফরায়েজি।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন প্রাণ প্রকৃতি পরিবেশ প্রতিবেশ রক্ষা জাতীয় কমিটির মুখপাত্র ইবনুল সাঈদ রানা এবং প্রবীণ তারুণ্য বাংলাদেশ চাই এর সভাপতি শাহিদা ইসলাম ।

 

অনুষ্ঠানে অতিথি হিসাবে যারা ছিলেন-

প্রবীণ তারুণ্য বাংলাদেশ চাই এর ভাইপ্রেসিডেন্ট, ফটোগ্রাফার ( সাবেক (রয়টার) রফিকুর রহমান।
নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর ভাইস প্রেসিডেন্ট লেখিকা নাসরিন আকতার।
প্রবীণ তারুণ্য বাংলাদেশ এবং প্রাণ প্রকৃতি পরিবেশ প্রতিবেশ রক্ষা কমিটির সিনিয়র সদস্য রাজিয়া সুলতানা।

 সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আরজুমান্দ আরা বকুল। নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর উপদেষ্টা
বিমান বাংলাদেশ এর সাবেক কর্মকর্তা দিলরুবা জেফু, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর সহ সভাপতি ইয়াকুব আলী ফকির, প্রবীণ তারুণ্য বাংলাদেশ চাই এর সিনিয়র সহসভাপতি লেখক নুরুল করিম খসরু।

রাষ্ট সংস্কার আন্দোলন এরং প্রাণ প্রকৃতি পরিবেশ প্রতিবেশ রক্ষা জাতীয় কমিটির সিনিয়র সদস্য জাকিয়া শিশির, সৈয়দা রত্না, সমন্বয়ক, কলাবাগান তেতুলতলা মাঠ রক্ষা আন্দোলন।

মোঃ আকবর হোসেন, চেয়ারম্যান, স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা, কে এম ওবায়েদুর রহমান, ডিরেক্টর, ওয়েস্ট নীট লিমিটেড। বহরম খান, সিনিয়র রিপোটার, ডেইলি স্টার,  আয়শা বেনজির, প্রবীণ তারুণ্য বাংলাদেশ।

 বাংলাদেশ কালচারাল সোসাইটির সাধারণ সম্পাদক বেগম রোকেয়া ইসলাম এবং নির্বাহী সদস্য
লেখিকা মাহি ফারহানা, মেজর বদরুল আলম, বিজিবি, এমএস সিভিল ইঞ্জিনিয়ার (অব)।
মহিউদ্দিন আহমেদ, আহবায়ক, বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজ।
মোস্তফা কামাল আকন্দ, পরিচালক, কোষ্ট ট্রাস্ট, জেসমিন আবেদিন, প্রধান শিক্ষক, সরকারী প্রাথমিক বিদ্যালয়, হাকীম মোহাম্মদ শামীম, মোখলেসুর রহমান, পর্যটন গবেষক।


সহকারী এটনি জেনারেল এড. সুলতান মাহমুদ বান্না, ব্যাংকার সাফিয়ার রহমান, নাগরিক আন্দোলনের নেতা রাষ্ট্র বিজ্ঞানী ডিউক হুদা। দুর্নীতি বিরোধী জোট এর জনাব হাবিবুর রহমান।ব্যারিস্টার জিয়াউর রহমান। প্রমুখ।

 

 

সোমবার, ১২ মে, ২০২৫

   শিক্ষায় অনন্য অবদানের জন্য সম্মাননা পেলেন তানিয়া শেখ

শিক্ষায় অনন্য অবদানের জন্য সম্মাননা পেলেন তানিয়া শেখ

 শিক্ষায় অনন্য অবদানের জন্য সম্মাননা পেলেন তানিয়া শেখ
স্বদেশ মৃত্তিকার ২০ বছর পূর্তি উদযাপনে গৌরবময় সম্মাননা

ঢাকা, ১২ মে ২০২৫:
শিক্ষাক্ষেত্রে দীর্ঘ দুই দশকের অবিচল ও নিষ্ঠাবান অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা পেলেন স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক তানিয়া শেখ। প্রতিষ্ঠানটির ২০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁকে এই বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

তানিয়া শেখ স্বদেশ মৃত্তিকার শুরু থেকেই জড়িত। প্রতিষ্ঠার প্রথম দিন থেকেই তিনি শিশুদের মানসম্মত ও মানবিক শিক্ষা প্রদানে নিজেকে নিবেদিত করেছেন। বিশেষ করে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করতে তাঁর ভূমিকা প্রশংসনীয়। তাঁর নেতৃত্বে স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতন শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বরং হয়ে উঠেছে একটি সামাজিক আন্দোলনের অংশ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজকর্মী, সাবেক শিক্ষার্থীরা এবং বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, “তানিয়া শেখ শুধু একজন শিক্ষক নন, তিনি শিক্ষার মাধ্যমে একটি প্রজন্মকে বদলে দেওয়ার সংগ্রামী প্রতীক।”

সম্মাননা গ্রহণের সময় আবেগাপ্লুত তানিয়া শেখ বলেন,

“এই সম্মান শুধু আমার একার নয়। এটি আমাদের স্কুলের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং যারা নীরবে-নিভৃতে এই পথচলায় পাশে ছিলেন, তাঁদের সকলের। শিক্ষাই পারে সমাজে প্রকৃত পরিবর্তন আনতে—এই বিশ্বাস থেকেই আমি কাজ করে যাচ্ছি।”

উল্লেখ্য, স্বদেশ মৃত্তিকা গত দুই দশক ধরে সমাজের নিম্নআয়ের পরিবারের শিশুদের জন্য মানসম্মত ও মানবিক শিক্ষার সুযোগ নিশ্চিত করে আসছে। তাদের ব্যতিক্রমী পাঠদর্শন, জীবনমুখী শিক্ষা এবং মূল্যবোধনির্ভর শিক্ষাক্রম ইতোমধ্যেই বহু শিক্ষার্থীকে এগিয়ে যাওয়ার সাহস জুগিয়েছে।

এই সম্মাননা শুধুমাত্র একজন শিক্ষকের প্রাপ্তি নয়, এটি সমাজে পরিবর্তনের জন্য নিরলসভাবে কাজ করে যাওয়া হাজারো নির্ভীক মানুষের স্বীকৃতির প্রতীক।

সোমবার, ৫ মে, ২০২৫

Md. Shirajul Islam Honored with "Swadeshmrittika Charity Award 2025" for Outstanding Contribution in ICT

Md. Shirajul Islam Honored with "Swadeshmrittika Charity Award 2025" for Outstanding Contribution in ICT

Md. Shirajul Islam Honored with "Swadeshmrittika Charity Award 2025" for Outstanding Contribution in ICT

 
Dhaka, Bangladesh — In a grand celebration marking the 20th anniversary of the Swadeshmrittika Human Development Organization, Md. Shirajul Islam was honored with the prestigious "Swadeshmrittika Charity Award 2025" for his exceptional contributions in the field of Information and Communication Technology (ICT). The event was held on May 3, 2025, at the Archives Auditorium in Agargaon, Dhaka, with great enthusiasm and the presence of distinguished guests, dignitaries, and social leaders.

Md. Sirajul Islam is a prominent figure in Bangladesh’s media and ICT landscape. He currently serves as an editor at Bangladesh Betar, Dhaka Centre, where he plays a vital role in shaping public broadcasting content. In addition to his work in national media, he also holds the position of ICT Secretary at the Swadeshmrittika Human Development Organization, a reputed socio-cultural and educational platform committed to humanitarian causes.

Beyond his professional and organizational engagements, Md. Shirajul Islam is also a digital media pioneer. He is the director of the widely followed Facebook page Apon tv.Press and the YouTube channel Apon TV Official, both of which are known for producing meaningful and informative content that resonates with a diverse audience.

The award ceremony, part of Swadeshmrittika’s two-decade milestone, paid tribute to individuals who have made significant impacts in their respective fields. Md. Shirajul Islam was recognized for leveraging technology and digital platforms to promote education, culture, and public awareness—earning him accolades from peers and the wider community alike.

As he received the award on stage, the room echoed with applause, celebrating a man whose commitment to public service and digital innovation continues to inspire many.

This recognition not only highlights Md. Shirajul Islam’s individual achievements but also underscores the growing importance of ICT in national development and community empowerment.

রবিবার, ৪ মে, ২০২৫

স্বদেশ মৃত্তিকা’র ‘চ্যারিটি অ্যাওয়ার্ড ২০২৫’ নারী উদ্যোক্তা হিসেবে সম্মাননা পেলেন শাহিনুর হক ছবি

স্বদেশ মৃত্তিকা’র ‘চ্যারিটি অ্যাওয়ার্ড ২০২৫’ নারী উদ্যোক্তা হিসেবে সম্মাননা পেলেন শাহিনুর হক ছবি

 

ঢাকা, ৪ মে ২০২৫:
সমাজসেবামূলক শিক্ষা প্রতিষ্ঠান স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্তা এর ২০ বছর পূর্তি উপলক্ষে এক আলোচনা সভা ও ‘ চ্যারিটি অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে রাজধানীর  আগারগাঁও এর জাতীয় আর্কাইভ অডিটোরিয়ামে

অনুষ্ঠানে দীর্ঘদিন ধরে সমাজ উন্নয়ন ও নারী ক্ষমতায়নে বিশেষ অবদান রাখার জন্য শাহিনুর হক ছবি-কে নারী উদ্যোক্তা ক্যাটাগরিতে স্বদেশ মৃত্তিকা চ্যারিটি অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদান করা হয়। তিনি সমাজে পিছিয়ে পড়া নারীদের দক্ষতা উন্নয়ন ও ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে নানা কার্যক্রম পরিচালনা করে আসছেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, “স্বদেশ মৃত্তিকা বিগত দুই দশক ধরে শিক্ষা ও সমাজ উন্নয়নের ক্ষেত্রে যে ভূমিকা রেখেছে, তা দেশের জন্য একটি অনন্য উদাহরণ।” অনুষ্ঠানে শিক্ষাবিদ, সমাজকর্মী ও বিভিন্ন স্তরের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

শাহিনুর হক ছবি পুরস্কার গ্রহণ করে বলেন, “এই সম্মাননা আমার নয়, এটি সেই সকল সংগ্রামী নারীদের জন্য যারা সমাজে নিজেদের অবস্থান তৈরি করতে লড়াই করছেন। আমি তাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব।”

অনুষ্ঠানে স্বদেশ মৃত্তিকার পক্ষ থেকে ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে শিক্ষাবিস্তারের পরিকল্পনার কথাও জানানো

বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

নারীদের সম্মানের জায়গায় ফিরিয়ে আনতে হবে---উপদেষ্টা শারমিন এস মুরশিদ

নারীদের সম্মানের জায়গায় ফিরিয়ে আনতে হবে---উপদেষ্টা শারমিন এস মুরশিদ

মোস্তাফিজুর রহমান মিন্টু , ফটো সাংবাদিক


মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, নারীদের সম্মানের জায়গায় ফিরিয়ে আনতে হবে। মূল্যবোধ, রাজনৈতিক আচার-আচরণে যে ঘাটতি রয়েছে তার পরিবর্তন করে একটা সুস্থ দেশ গড়ার স্বার্থে নতুন প্রজন্মদের সাথে নিয়ে সত্যের জায়গায় দাঁড়িয়ে সকলকে কাজ করার আহ্বান জানান।


তিনি আজ সকালে আগারগাঁও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং ইউএন  উইমেনের যৌথ আয়োজনে এই সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।
সেমিনারে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মোখলেছুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন ইউএন উইমেনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ গীতাঞ্জলি সিং, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বেগম মমতাজ আহমেদ । সেমিনারে National Revenue of Beijing+30 Report" শীর্ষক  মুলপ্রবন্ধ উপস্থাপন করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পলিসি লিডারশীপ এন্ড এডভোকেসি ইউনিট এর  যুগ্ম সচিব দিলারা বেগম। 


প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা বলেন, বাংলাদেশের বর্তমান গণজাগরণে নারীদের ভূমিকা অপরিসীম । বিগত ৫০ বছরে আমাদের সন্তানরা যা চেয়েছে তার ওপর গুরুত্ব না দেয়ার কারণেই জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে বলে মন্তব্য করেন। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে অগ্রভাগে ছেলেদের পাশাপাশি আমরা নারীদের আগমন দেখেছি। নারীদের সক্রিয়তা প্রশাসন, রাজনীতি, ব্যবসা, প্রযুক্তিসহ সমাজের বিভিন্ন স্তরে নতুন উদ্যম সৃষ্টি করেছে।  আমরা আশাবাদী জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়নকে প্রতিষ্ঠা করতে এবং বিপিএফএ (Beijing Platform for Action) এর কার্যকরী বাস্তবায়নে বাংলাদেশের বিভিন্ন সংস্থা  ও স্টেকহোল্ডার এবং বিভিন্ন ধর্মাবলম্বীদের সাথে নিয়ে কাঙ্খিত লক্ষ্য অর্জনে এগিয়ে যাবো।


সেমিনারে দেশের নারী অধিকার বাস্তবায়নে বিভিন্ন সংস্থা ও বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার প্রায় একশ নারী এতে অংশ নেন। 

শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী আর নেই

সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী আর নেই

 

সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উত্তরার মহিলা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিলো ৯৪ বছর।

শনিবার (৫ অক্টোবর) সকালে মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বদরুদ্দোজা চৌধুরীর ছেলে মাহী বি চৌধুরী। 

বদরুদ্দোজা চৌধুরী দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। ফুসফুসে সংক্রমণ হওয়ায় গত ২ অক্টোবর সকালে বি চৌধুরীকে উত্তরা মহিলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিলো।আগামীকাল রোববার সকাল ১০টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগরে বদরুদ্দোজা চৌধুরীর মরদেহ নেওয়া হবে। সেখানে জানাজা শেষে গ্রামের বাড়িতে আরেকটি জানাজার পর তাকে দাফন করা হবে। 

 

মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

 র‍্যাবকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

র‍্যাবকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

ঢাকা (১০ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি.):

র‍্যাবকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

উপদেষ্টা আজ বিকালে রাজধানীর উত্তরায় র‍্যাব সদর দপ্তরে র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ নির্দেশ দেন।

উপদেষ্টা বলেন, র‍্যাবকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। র‍্যাব গঠনের সময় বলা হয়েছিলো, বাহিনীটিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হবে না। কিন্তু পরবর্তীকালে তা মানা হয়নি। তিনি বলেন, সাধারণ মানুষের মনে বদ্ধমূল ধারণা এই যে যখন থেকে র‍্যাবকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা শুরু হয়, তখন থেকেই র‍্যাব গুম, খুন সহ বিভিন্ন বেআইনি ও অপকর্মের সঙ্গে জড়িত হতে শুরু করে।

লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, র‍্যাব গঠনের শুরুর দিকে এটি একটি সুশৃঙ্খল ও সুসংগঠিত বাহিনী হিসেবে মানুষের সম্মান, আস্থা ও বিশ্বাস অর্জন করে। পুলিশ ও সশস্ত্র বাহিনীর সেরা অফিসারদেরকে এখানে পদায়ন করা হতো। যখনই রাজনৈতিক বিবেচনায় এ বাহিনীতে নিয়োগ ও পদায়ন শুরু হয়, তখন থেকে এতে পচন ধরতে শুরু করে।

উপদেষ্টা আরো বলেন, ভালোবাসা, ব্যবহার ও পারফরম্যান্সের মাধ্যমে র‍্যাবের হারানো গৌরব ও সম্মান পুনরুদ্ধার সম্ভব। সেজন্য আইনের মধ্যে থেকে র‍্যাবকে কাজ করে যেতে হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বেআইনি আদেশ মানা যাবে না। অননুমোদিত ও বেআইনিভাবে কাউকে আটক রাখা যাবে না। ক্রসফায়ার, গুম, খুন থেকে র‍্যাবকে দূরে থাকতে হবে।

সভায় র‍্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান সহ বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে র‍্যাবের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করা হয়। মতবিনিময় সভা শেষে উপদেষ্টা র‍্যাবের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং কর্মকর্তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।

ফটো সাংবাদিক

মোস্তাফিজুর রহমান মিন্টু



সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪

 ঘুস, দুর্নীতি বন্ধের মাধ্যমে কারাগারের বেশিরভাগ সমস্যার সমাধান সম্ভব- স্বরাষ্ট্র উপদেষ্টা

ঘুস, দুর্নীতি বন্ধের মাধ্যমে কারাগারের বেশিরভাগ সমস্যার সমাধান সম্ভব- স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা (০৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি.):

ঘুস, দুর্নীতি বন্ধের মাধ্যমে কারাগারের বেশিরভাগ সমস্যার সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

উপদেষ্টা আজ সকালে রাজধানীর বকশিবাজারে কারা অধিদপ্তরে কারা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুধু কোটার জন্য হয়নি। এর পেছনে মূল কারণ হিসেবে কাজ করেছে ঘুস, দুর্নীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। তিনি বলেন, ঘুস খাওয়া চলবে না। যেভাবেই হোক ঘুস খাওয়া বন্ধ করতে হবে। এর কোনো বিকল্প নেই। 

গারকে সংশোধনাগার হিসেবে গড়ে তোলার আহবান জানিয়ে লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, কারারক্ষী ও কয়েদিদের খাবারের মান উন্নত করতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধি করতে হবে। তিনি এসময় কারা কর্মচারীদের ব্যক্তিগত ডোসিয়ার, শৃঙ্খলা এবং কল্যাণ নিশ্চিতকরণে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

কারা কর্মকর্তাদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, কারাগারের নিরাপত্তা বিধান করা আপনাদের মূল দায়িত্ব। তিনি বলেন, ঘুস না খেয়ে আপনাদের সম্মান পুনরুদ্ধার করুন। কেননা, ঘুস খলে ব্যক্তির পাশাপাশি প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ হয়। উপদেষ্টা এসময় কারা কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন দাবি-দাওয়া সম্পর্কে অবহিত হন।

কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোঃ মোতাহের হোসেন-সহ কারা অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।



সোমবার, ৫ আগস্ট, ২০২৪

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা

আওয়ামী লীগ সরকারের পতনের পর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।  

বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, সোমবার বিকেল পৌনে ৫টার পর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে। ফ্লাইট চালুর বিষয়ে এখনও কোনো নির্দেশনা পাইনি। পরবর্তী সময়ে নির্দেশনা পাওয়া গেলে জানানো হবে। 

উল্লেখ্য, সোমবার দুপুরে শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে দেশ ছেড়ে যাওয়ার পর দায়িত্ব গ্রহণ করে সেনাবাহিনী। সোমবার (৫ আগস্ট) বিকেল ৩টা ৫০ মিনিটে রাজধানীর ক্যান্টেনমেন্টে জরুরি সভা শেষে এ তথ্য জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে। আমি জনগণের জানমালের নিরাপত্তার দায়িত্ব নিয়েছি। আপনারা আশাহত হবেন না। আপনাদের সব দাবি পূরণ করা হবে।

সেনাপ্রধান বলেন, আপনারা আমাদের সহযোগিতা করেন। চলমান আন্দোলনকে কেন্দ্র করে যত হত্যাকাণ্ড হয়েছে, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। প্রতিটি অন্যায়ের বিচার হবে।

 

মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪

বুধবার থেকে সকাল ৭টা-রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল

বুধবার থেকে সকাল ৭টা-রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল

 

আগামী চারদিন অর্থাৎ বুধবার থেকে শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত অর্থাৎ ১৩ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে। এ চারদিন রাত ৮টা থেকে সকাল ৭টা পর্যন্ত চলমান কারফিউ বলবৎ থাকবে।

মঙ্গলবার (৩০ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার পর চলমান পরিস্থিতি নিয়ে বিশেষ বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ কথা বলেন।

কারফিউ শিথিলের এ সিদ্ধান্ত ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদী জেলায় কার্যকর হবে। অন্য জেলাগুলোতে স্থানীয় প্রশাসন এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করা হবে: আইনমন্ত্রী

জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করা হবে: আইনমন্ত্রী

মঙ্গলবার (৩০ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক জানান।  নির্বাহী আদেশে বুধবারের (৩১ জুলাই) মধ্যে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করা হবে।

আনিসুল হক বলেন, এই দলটাকে যদি নিষিদ্ধ করা হয়, তাহলে আইনশৃঙ্খলা এবং দেশের রাজনীতিরও অনেক উন্নতি হবে।

কোন প্রক্রিয়ায় জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করা হবে, জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বক্তব্যের মধ্যে এ প্রশ্নের জবাব রয়েছে। প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন, এটা ঠিক যে আগামীকালকের মধ্যে একটা ব্যবস্থা নেওয়ার। আমি কিছুক্ষণ পরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বসবো। সেখানে আমরা সিদ্ধান্ত নেবো কোন আইনি প্রক্রিয়ায় হবে। সেটা যখন আমরা সিদ্ধান্ত নেবো, তখন বলবো।’

মন্ত্রী ব‌লেন, ‘দেখেন এই যে নৃশংসতা, যেটি গত ১৬ জুলাই থেকে চালানো হয়েছে। কোটাবিরোধী আন্দোলনের নামে যে সহিংসতা চালানো হয়েছে, যারা কোটাবিরোধী আন্দোলন করছেন তারা কিন্তু জানিয়েছেন এ সহিংসতার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। সেক্ষেত্রে আমাদের কাছে তথ্য উপাত্ত আছে, জামায়াত-বিএনপি ও ইসলামী ছাত্রশিবির, ছাত্রদলের যারা জঙ্গি তারাই এটা করেছে।’

এক প্রশ্নের জবা‌বে মন্ত্রী বলেন, ‘যুদ্ধাপরাধের দায়ে বিচার করা এক কথা, আর জামায়াতকে নিষিদ্ধ করা আরেক কথা। যুদ্ধাপরাধের দায়ে জামায়াত নিষিদ্ধে আইন (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন) পরিবর্তন বা সংশোধনের যে কথা আমরা লিখেছি। ‌ সংশোধন হলেও সেটা হবে, সেটা হলে যেটা হবে, যুদ্ধাপরাধী হিসেবে জামায়াতের বিচার করা হবে।’

‘কোনো দলকে যদি নিষিদ্ধ করা হয়, তখন সেটি নির্বাহী আদেশেই হয়। সেটি কোনো বিচার বিভাগীয় আদেশে হয় না’, বলেও মন্তব‌্য ক‌রেন আনিসুল হক।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন‌ সংশোধনের বিষয়টি অনেক বছর ধরে ঝুলে আছে-এ বিষয়ে মন্ত্রী বলেন, এটা আপনারা দেখবেন পরে এর আগে শিক্ষার্থীদের কোটা আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের সভায় জামায়াত-শিবিরকে নিষিদ্ধের সিদ্ধান্ত হয়। ১৪ দলের বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি-জামায়াত নৈরাজ্যের মাধ্যমে দেশকে অকার্যকর করার ষড়যন্ত্রে লিপ্ত। জাতীয় স্বার্থে দেশবিরোধী অপশক্তি নির্মূল করার জন্য ১৪ দলের বৈঠকে সর্বসম্মতভাবে জামায়াত-শিবির নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে।

 

শনিবার, ৮ জুন, ২০২৪

স্বদেশ মৃত্তিকার সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ করেছে ‘হাত বাড়িয়ে দাও ফাউন্ডেশন’

স্বদেশ মৃত্তিকার সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ করেছে ‘হাত বাড়িয়ে দাও ফাউন্ডেশন’

রাজধানীতে সুবিধা বঞ্চিত পথশিশুদের মাঝে খাবার বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘হাত বাড়িয়ে দাও ফাউন্ডেশন’ পরিবার। প্রতিষ্ঠানটির প্রধান সমন্বয়ক সমাজসেবক আনোয়ার হোসেন শিবলু এর সার্বিক তত্ত্বাবধানে এ খাবার বিতরণ কর্মসূচি পালন করা হয়।

শনিবার (৮ জুন ২০২৪) দুপুরে স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতনের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে এ আয়োজন করে ‘হাত বাড়িয়ে দাও ফাউন্ডেশন’। এতে শতাধিক শিশুর মাঝে খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমজাদ সুমন, প্রতিষ্টাতা পরিচালক, ‘হাত বাড়িয়ে দাও ফাউন্ডেশন’মোঃ মনির হোসেন সোহেল, যুগ্ম-পরিচালক (প্রশাসন), ‘হাত বাড়িয়ে দাও ফাউন্ডেশন’,ডাঃ আশিকুর রহমান, যুগ্ম-পরিচালক (স্বাস্থ্য্‌)‘হাত বাড়িয়ে দাও ফাউন্ডেশন’। 

 খাবার বিতরণ কালে আরও উপস্থিত ছিলেন স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা ও স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতনের চেয়ারম্যান মো; আকবর হোসেন, ডাঃ এস এম হাবিবুর রহমান, উপদেষ্টা, স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা , সাদমান সাব্বির, প্রচার সম্পাদক, স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা , শাহাবাল আহমেদ জনি, নির্বাহী সম্পাদক, স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা , এডভোকেট ফারুক হোসেন মোল্লাহ, আইন বিষয়ক সম্পাদক, স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা, রাশিদা আক্তার সিনিয়র শিক্ষক, সোহাগী আক্তার,মুন্নি আক্তার ও তাসলিমা আক্তার, শিক্ষক, স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতন।

‘হাত বাড়িয়ে দাও ফাউন্ডেশন’ মানুষের কল্যাণের জন্য সবসময় চেষ্টা করে যাচ্ছে এবং সামাজিক ও মানবিক কাজের মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করছে এ প্রতিষ্ঠান,  একথা জানান ‘হাত বাড়িয়ে দাও ফাউন্ডেশন’প্রধান সমন্বয়ক সমাজসেবক আনোয়ার হোসেন শিবলু।

 

শুক্রবার, ৩১ মে, ২০২৪

৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস,উপলক্ষে স্বদেশ মৃত্তিকার র‍্যালী ও আলোচনা।

৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস,উপলক্ষে স্বদেশ মৃত্তিকার র‍্যালী ও আলোচনা।

"তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করুন, শিশুদের সুরক্ষা নিশ্চিত করুন" এই প্রতিপাদ্য নিয়ে সারাবিশ্বের ন্যায় স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতনের বিভিন্ন শাখায় বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৪ পালিত হয়েছে।

বর্তমানে প্রতি বছর বিশ্বব্যাপী প্রায় ৬০ লাখ মানুষের মৃত্যুর কারণ হিসেবে বিবেচিত হয় তামাক। তাই বিশ্বজুড়ে ২৪ ঘণ্টা সময়সীমা ধরে তামাক সেবনের সব প্রক্রিয়া থেকে বিরত থাকাতে উৎসাহিত করার জন্য দিবসটি পালন করে স্বদেশ মৃত্তিকা। এছাড়া দিবসটির আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো মানুষকে তামাক ব্যবহারে ব্যাপক নিরুৎসাহিতকরণ এবং স্বাস্থ্যের ওপর তামকের নেতিবাচক প্রভাবের প্রতি দৃষ্টি আকর্ষণ করানো।

র‍্যালী ও আলোচনা অনুষ্ঠান আয়োজন করে স্বদেশ মৃত্তিকা হিউম্যান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন।

এসময় উপস্থিত ছিলেন স্বদেশ মৃত্তিকা হিউম্যান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ও স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতনের চেয়ারম্যা  মো: আকবর হোসেন, উপদেষ্টা ড. সৈয়দ মো: তরিকুজ্জামান, মহাসিব, তানিয়া শেখ, দপ্তর সম্পাদক মো: মশিয়ুর রহমান, শিক্ষক, রাশিদা আক্তার, সোহাগী আক্তার ও মুন্নি আক্তার।

মঙ্গলবার, ২৮ মে, ২০২৪

 জাতীয় পর্যায়ে  জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয় জাদুঘরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান  আয়োজন

জাতীয় পর্যায়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয় জাদুঘরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন

জাতীয় পর্যায়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ‘অসাম্প্রদায়িক চেতনা এবং নজরুল’ শীর্ষক প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে আয়োজিত অনুষ্ঠানমালার আজকের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক
উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী। প্রধান অতিথির ভাষণে তিনি বলেন,নজরুল বিরল প্রতিভা নিয়ে জন্মগ্রহণ করেছিলেন। সাম্য, ভ্রাতৃত্ববোধ তাঁর সাহিত্য কর্মকে উজ্জ্বল করেছে। পাশাপাশি ধর্মীয় উগ্রবাদ, গোঁড়ামিকে প্রতিহত করার চেষ্টা করেছেন তাঁর লেখনীর মাধ্যমে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নজরুল-সঙ্গীতশিল্পী জনাব সাদিয়া আফরিন মল্লিক। স্মারক বক্তৃতা
প্রদান করেন কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক জনাব এ এফ এম হায়াতুল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব খলিল আহমদ। আলোচনা শেষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে সম্মেলক গান, একক সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন দেশের বিশিষ্ট শিল্পীবৃন্দ।
উল্লিখিত সংবাদ বিজ্ঞপ্তিটি আপনার বহুল প্রচারিত সংবাদ মাধ্যমে প্রচার/প্রকাশ করার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করা হলো।

রবিবার, ২৬ মে, ২০২৪

ঘূর্ণিঝড় রেমাল : সব মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল

ঘূর্ণিঝড় রেমাল : সব মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল

দুর্যোগ মোকাবিলা এবং দুর্গত মানুষের পাশে থাকার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়সহ সব মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান এই তথ্য জানিয়েছেন।

রোববার (২৬ মে) সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আন্তঃমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা শেষে এই তথ্য জানান তিনি।

ঘূর্ণিঝড়টি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে আজ (রোববার) সন্ধ্যা/মধ্যরাত নাগাদ মোংলার কাছ দিয়ে সাগর আইল্যান্ড (পশ্চিমবঙ্গ) খেপুপাড়া উপকেূল অতিক্রম করতে পারে। বাংলাদেশের উপকূলীয় এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি শুরু হয়েছে।

শনিবার, ২৫ মে, ২০২৪

দেশের সেরা মার্চেন্ট ব্যাংক হিসেবে “স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পুরস্কার ২০২৩” পেল প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট

দেশের সেরা মার্চেন্ট ব্যাংক হিসেবে “স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পুরস্কার ২০২৩” পেল প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট

 

ঢাকা, ২৫ মে, ২০২৪: প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড (পিবিআইএল) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃক স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পুরস্কারে ভূষিত হয়েছে।। ২০২৩ সালে পুঁজিবাজারে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি স্বরূপ কোম্পানিটি মার্চেন্ট ব্যাংক বিভাগে প্রথম পুরস্কার অর্জন করেছে।।

গত ২২ মে ২০২৪ তারিখে, পুরস্কার প্রদান অনুষ্ঠানে, অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি এর কাছ থেকে মার্চেন্ট ব্যাংক বিভাগের প্রথম পুরস্কার গ্রহণ করেন প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব সৈয়দ এম ওমর তৈয়ব। এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশেষ অতিথি মাননীয় অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপি, অনুষ্ঠানের সভাপতি বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এবং বিএসইসির কমিশনারগণ, কর্মকর্তাবৃন্দ ও পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন কোম্পানীর উচ্চপদস্থ কর্মকর্তাগণ।

পুরস্কার গ্রহণের পর জনাব ওমর তৈয়ব বলেন "এই সম্মানজনক পুরস্কার পেয়ে আমরা গর্বিত। এটি আমাদের গ্রাহকদের সর্বোচ্চ মানের ও উদ্ভাবনী সেবা প্রদানের প্রতি আমাদের অঙ্গীকারের প্রতিফলন এবংআমাদের কর্মদক্ষতার স্বীকৃতি। আমরা সর্বোত্তম কর্পোরেট গভার্ন্যান্স অনুসরণ করি এবং আমাদের কর্পোরেট সংস্কৃতি গ্রাহক কেন্দ্রীকতা, উদ্ভাবন ও টেকসই পারফরম্যান্সকে প্রাধান্য দেয়।" তিনি আরও বলেন, "আমাদের সম্মানিত পরিচালনা পর্ষদ, গ্রাহক, প্রাইম ব্যাংক ও প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট এর সংশ্লিষ্ট সকল কর্মকর্তা এবং অন্যান্য সকল অংশীদারদের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি, তাদের অবিচল সমর্থনের জন্য। এই পুরস্কারটি আমাদের সক্ষমতার প্রতি তাদের আস্থার প্রতিফলন।" প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড, প্রাইম ব্যাংকের সাবসিডিয়ারী কোম্পানী যা ২০১০ সাল থেকে সুনামের সাথে ব্যবসায় পরিচালনা করে আসছে। এই কোম্পানীটি একদিকে যেমন বিভিন্ন কোম্পানীকে ব্যবসায় সম্প্রসারের জন্য শেয়ার‍্ ও বন্ড ইস্যুর মাধ্যমে মূলধনের যোগান দিয়ে যাচ্ছে অপরদিকে নিত্য নতুন বিনিয়োগ সেবার মাধ্যমের দেশের সকল শ্রেণী ও পেশার ব্যক্তি এবং প্রতিষ্ঠানের জন্য বিনিয়োগের দ্বার
উন্মোচন করে যাচ্ছে।

মঙ্গলবার, ২১ মে, ২০২৪

৩০ শতাংশ ভোট উৎসাহব্যঞ্জক নয়: সিইসি

৩০ শতাংশ ভোট উৎসাহব্যঞ্জক নয়: সিইসি

মঙ্গলবার (২১ মে) দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের ভোট শেষে বিকেল ৫টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে তিনি  মন্তব্য করেন ৩০ শতাংশ ভোট উৎসাহব্যঞ্জক নয়।

সিইসি বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘট্বছে। নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। এই পর্যন্ত হার ৩০ শতাংশের বেশি। আগামীকাল পুরোটা জানা যাবে। তবে ৩০ শতাংশ ভোট উৎসাহব্যঞ্জক নয়।  

এ সময় তিনি আরও জানান, ভোটের সময় বিভিন্ন অপরাধে ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। জাল ভোটের অপরাধে ১০ জনকে তাৎক্ষণিক কারাদণ্ড দেয়া হয়েছে।
 
উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে সকাল ৮টা থেকে দেশের ১৫৬ উপজেলার ১৩ হাজার ১৬টি ভোটকেন্দ্রে দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ শুরু হয়। এর মধ্যে ২৪টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এবং বাকিগুলোতে ব্যালট পেপারে ভোট হয়। তবে তফসিল ঘোষণার পর বিভিন্ন কারণে পাঁচটি উপজেলার ভোট স্থগিত রয়েছে। বিকেল ৪টায় ভোট শেষে শুরু হয়েছে গণনা। 
দ্বিতীয় ধাপের নির্বাচনে তিনপদে এক হাজার ৮২৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্য চেয়ারম্যান পদে ৬০৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬৯৩ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৫৯৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেই সঙ্গে তিন পদে ২২ প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। দুই উপজেলায় তিনপদে সবাই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করেছেন। 

বুধবার, ৮ মে, ২০২৪

হজ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হজ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বুধবার (৮ মে) রাজধানীর আসকোনা হজ ক্যাম্পে আনুষ্ঠানিকভাবে হিজরি ১৪৪৫ সালের হজ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন তিনি।

আগামী বৃহস্পতিবার থেকে বাংলাদেশি হজযাত্রীদের নিয়ে হজ ফ্লাইট চালু হওয়ার কথা রয়েছে। ওইদিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম হজ ফ্লাইট বিজি-৩৩০১ বিমানটি ৪১৯ জন যাত্রী নিয়ে সকাল ৭টা ২০ মিনিটে সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করবে। একই দিন দুপুর ১টায় সৌদি আরবের ফ্লাইনাস এয়ারলাইন্সের একটি বিমান বাংলাদেশি হজযাত্রীদের নিয়ে জেদ্দার উদ্দেশ্যে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা রয়েছে। 

ঢাকা হজ অফিসের আইটি ইনচার্জ কাজী মো. মুরাদ ই আলম জানান, এ বছর মোট ৮৫ হাজার ২৫৭ বাংলাদেশি হজ পালন করতে পারবেন। তাদের মধ্যে ৪ হাজার ৫৬২ জন সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি ৮০ হাজার ৬৯৫ জন ব্যক্তিগত ব্যবস্থাপনায় হজ পালন করবেন।

তিনি আরও জানান, সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করতে ইতোমধ্যে ৪ হাজার ৩১৪ হজযাত্রী নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছেন এবং ব্যক্তিগত ব্যবস্থাপনায় হজ পালন করতে ৭৮ হাজার ৮৯৫ হজযাত্রী নিবন্ধিত হয়েছেন। 

আগামী ৯ মে থেকে ১০ জুন পর্যন্ত জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১১৭টি হজ পূর্ব ফ্লাইটে করে ৪৫ হাজার ৫২৫ জন এবং মে মাস থেকে ১২ জুনের মধ্যে সৌদি আরবে ফ্লাইনাস এয়ারলাইন্স ৪৩টি হজপূর্ব ফ্লাইটে করে বাকি হজযাত্রীদের হজ পালন করতে সৌদি আরবে নিয়ে যাবে।

বাংলাদেশ বিমান ২০ জুন সৌদি আরব থেকে বাংলাদেশি হজযাত্রীদের নিয়ে ফিরতি ফ্লাইট শুরু করবে এবং সৌদি আরবের বিমান সংস্থা ফ্লাইনাস ২১ জুন থেকে হজ ফিরতি ফ্লাইট চালু করবে।