জীবনযাপন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
জীবনযাপন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ২৪ মার্চ, ২০২৫

 বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) প্রতিযোগীদের নিয়ে "তেলাওয়াতে পাক কোরআন, সিয়াম সাধনায় ভরে প্রান" ধীমকে সামনে রেখে "কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা-২০২৫" এর "হ্যান্ড ফিন্যাল" অনুষ্ঠিত

বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) প্রতিযোগীদের নিয়ে "তেলাওয়াতে পাক কোরআন, সিয়াম সাধনায় ভরে প্রান" ধীমকে সামনে রেখে "কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা-২০২৫" এর "হ্যান্ড ফিন্যাল" অনুষ্ঠিত

 

 ২৩ মার্চ ২০২৫ তারিখ রোজ রবিবার দুপুর ২:০০ ঘটিকায় বনানী ক্লাব লিমিটেড, বনানী, ঢাকা-তে অবাক বাংলাদেশ ও কলক ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে দ্বিতীয়বারের মতো বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) প্রতিযোগীদের নিয়ে "তেলাওয়াতে পাক কোরআন, সিয়াম সাধনায় ভরে প্রান" ধীমকে সামনে রেখে "কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা-২০২৫" এর "গ্র্যান্ড ফিন্যাল" অনুষ্ঠিত হয়। 

সারা দেশ থেকে অনলাইনে ১২০ জন প্রতিবন্ধীরা রেজিষ্ট্রেশন করে। যেখান থেকে ২য় রাউন্ডের জন্য ৬০ জন প্রতিযোগিদের বাছাই করা হয়। বাছাইকৃত ৬০জন থেকে ৩০ জন প্রতিযোগীকে ফাইনাল রাউন্ডের জন্য চূড়ান্তভাবে বাছাই করে সরাসরি মঞ্চে প্রতিযোগীতা করে চ্যাম্পিয়ন, রানারআপ এবং অন্যান্য স্থান নির্ধারণ করা হয়। অনুষ্ঠান পরিচালনার করেন, অবাক বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক জনাব সোহেল রানা।

অনুষ্ঠানের শুরুতেই অবাক বাংলাদেশ ও ঝলক ফাউন্ডেশন এর চেয়ারম্যান ড. জাহিদ আহমেদ চৌধুরী বিপুল সকলকে স্বাগত জানান। সমাজের পিছিয়ে পড়া প্রতিবন্ধী জনগোষ্ঠীকে তাদের প্রতিভা বিকাশে সারা দেশে বিভিন্ন বিষয় নিয়ে প্রতিযোগিতার আয়োজন করবেন এবং তাদেও সমাজের মূলস্রোতধারায় সম্পৃক্ত করতে আরো জোড়ালোভাবে কাজ করবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলদেশ (টিআইবি)'র ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান জনাব মনসুর আহমেদ চৌধুরী।

 তিনি বক্তব্যে বলেন, সমাজের পিছিয়ে পড়া প্রতিবন্ধীদের প্রতিভা বিকাশে আয়োজিত "কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা-২০২৫" অনুষ্ঠানটির আয়োজকদের সাধুবাদ জানান। তিনি বলেন প্রতিবন্ধীদের প্রতিভা বিকাশের মাধ্যমে তাদেও সমাজের মূলস্রোতধারায় সম্পৃক্ত করতে সহায়ক ভূডমিকা রাখবে। পাশাপাশি প্রতিবন্ধী জনগোষ্ঠীদের মাঝে দুর্নীতি বিরুদ্ধে সচতনতা সৃষ্টি করতে হবে। দুর্নীতি বিরুদ্ধে সচতনতা সৃষ্টি করতে টিআইবি সব সময় পাশে থাকবে। পরিশেষে, কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য অনেক দোয়া, অভিনন্দন ও শুভেচ্ছা রইলো। বক্তব্য শেষে প্রধান অতিথি সকল বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব তাশিক আহমেদ, উপদেষ্টা, এটিএন বাংলা, 

জনাব মোঃ আরফাতুর রহমান আপেল, চেয়ারম্যান, ইম্পোরিয়াম প্রোপার্টিস দিয় ও প্রাক্তণ পরিচালক, বনানী ক্লাব লিমিটেড। 

ডাঃ শাহনেওয়াজ চৌধুরী, সভাপতি, সুইড বাংলাদেশ, সৈয়দা মাকসুদা মর্তুজা লাইজু, পরিচালক, গুলশান নর্থ ক্লাব লিমিটেড ও প্রকৌশলী আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক, ভাটারা সমিতি, ঢাকা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জনাব মোঃ আবুবকর সিদ্দিক, উপদেষ্টা, অবাক বাংলাদেশ। তিনি সভাপতির বক্তব্যে বলেন।

প্রতিবন্ধী জনগোষ্ঠী কখনো সমাজের বোঝা হতে পারে না। তারা সমাজের সম্পদ। তাদেরকে একটু ভালবাসা এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে একটু পরিচর্যা করলে তারাও বিভিন্ন ক্ষেত্রে সমাজ তথা রাষ্ট্রের উন্নয়নে অনেক ভূমিকা রাখবে।

তিনি বিজয়ীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

রবিবার, ২৩ মার্চ, ২০২৫

স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতনের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ইফতার মাহফিল ২০২৫ অনুষ্ঠিত

স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতনের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ইফতার মাহফিল ২০২৫ অনুষ্ঠিত


সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এক হৃদয়স্পর্শী ইফতার আয়োজন সম্পন্ন করেছে স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতন।
আজ ২১ রমজান ঢাকা গ্রীনভিল ক্যাফে এন্ড রেস্টুরেন্ট, কেরানিগঞ্জ ইফতার পাটি অনুষ্ঠিত হয়।

এই মহতী উদ্যোগে সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন, যা অনুষ্ঠানকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শুদ্ধতার অগ্রযাত্রা ফাউন্ডেশন-এর চেয়ারম্যান আক্তারুজ্জামান বাবুল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হাত বাড়িয়ে দাও ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন শিপলু।

উদ্বোধক হিসেবে দায়িত্ব পালন করেন স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা-এর উপদেষ্টা সৈয়দ তারিক উজ জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

শেখ নজরুল ইসলাম, মহাসচিব, বন্ধন ও উপস্থাপক, বাংলাদেশ বেতার।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা ও স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতন-এর চেয়ারম্যান মোঃ আকবর হোসেন।

পরিচালনার দায়িত্বে ছিলেন: গোলাম রহমান, চেয়ারম্যান, স্টুডেন্ট এডুকেশনাল অ্যাসোসিয়েশন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইমরান আহমেদ, মোঃ বাবুল হোসেন, সিরাজুল ইসলাম, জাবেদ হোসেন, রাশিদা আক্তার ও সোহাগি আক্তার।

আয়োজনে: স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা, হাত বাড়িয়ে দেও ফাউন্ডেশন ও শুদ্ধতার অগ্রযাত্রা ফাউন্ডেশন।

এই আয়োজন সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এক আনন্দময় ও হৃদয়গ্রাহী মুহূর্ত তৈরি করে, যা সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা ও সহমর্মিতার এক অনন্য দৃষ্টান্ত। 


সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫

সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের নিয়ে বার্ষিক বনভোজন সম্পন্ন।

সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের নিয়ে বার্ষিক বনভোজন সম্পন্ন।

 সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের নিয়ে বার্ষিক বনভোজন সম্পন্ন।

গাজীপুরের ফাল্গুন শুটিং স্পটে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আয়োজিত বার্ষিক বনভোজন সফলভাবে সম্পন্ন হয়েছে। 
 
গত ১৬ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে শতাধিক সুবিধাবঞ্চিত শিক্ষার্থী অংশগ্রহণ করে।
 
স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতনের শিক্ষার্থীদের নিয়ে এই আয়োজনের লক্ষ্য ছিল শিশুদের মাঝে আনন্দ ও শিক্ষা-বহির্ভূত অভিজ্ঞতা প্রদান। পুরো আয়োজনটিতে সহযোগিতা করেছেন ফিরোজ আহমেদ, জান্নাতুন নাঈম ইরা, হাত বাড়িয়ে দাও ফাউন্ডেশন, ফাল্গুন শুটিং স্পষ্ট এবং স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা।
 
দিনব্যাপী এই আয়োজনের মধ্যে ছিল প্রাকৃতিক পরিবেশে ঘুরে বেড়ানো, খেলাধুলা এবং শিক্ষার্থী ও অতিথিদের জন্য র্যাফেল ড্র। অংশগ্রহণকারীরা দিনটি অত্যন্ত আনন্দঘন পরিবেশে উপভোগ করে।
এই ধরনের উদ্যোগ সুবিধাবঞ্চিত শিশুদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তাদের জীবনে নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচন করে।
 
এ সময় উপস্থিত ছিলেন:
স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা ও স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতন এর চেয়ারম্যান মোঃ আকবর হোসেন,
মহাসচিব ও প্রধান শিক্ষক তানিয়া শেখ।
 

সংস্কৃতিক অনুষ্ঠান

স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা  উপদেষ্টা লায়ন ফিরোজ আহমেদ, স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা ভাইস চেয়ারম্যান জান্নাতুল নাইম ইরা, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক,সিরাজুল ইসলাম সাগর, অর্থ সম্পাদক, সাদমান সাব্বির, ও সাংগঠনিক সম্পাদক মশিয়ুর রহমান
 
হাত বাড়িয়ে দাও ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন শিবলু 
 
SEA ফাউন্ডেশন এর চেয়ারম্যান গোলাম রহমান, সমাজসেবক মোহাম্মদ মিঠু সাবাহ,
শিক্ষকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন
 
ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়

 

বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫

“JCI Dhaka young club” এর  সুবিধাবঞ্চিত শিশুদের জন্য স্বাস্থ্যসম্মত ফল উৎসব.

“JCI Dhaka young club” এর সুবিধাবঞ্চিত শিশুদের জন্য স্বাস্থ্যসম্মত ফল উৎসব.


সুবিধা বঞ্চিত শিশুদের জন্য বছরের ১ম দিন স্বাস্থ্যসম্মত ফল উৎসব’র আয়োজন

 JCI Dhaka young club ” এর উদ্যোগে স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতন,ঢাকা আগারগাঁও সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে বর্ণাঢ্য ফল উৎসব দিয়ে ইংরেজি নতুন বছর উদযাপিত হয়েছে।

আজ বুধবার (১ জানুয়ারি ২০২৫) বিকালে স্কুল প্রাঙ্গণে এ উৎসব অনুষ্ঠিত হয়।

এ সময় “JCI Dhaka young club” এর প্রেসিডেন্ট সৌরভ বড়ুয়া শিশুদের হাতে ফল তুলে দেন।

আলোচনায় অংশ নেন JCI Dhaka young club ”
এর সাধারণ সম্পাদক আশিকুর রহমান, ভাইস প্রেসিডেন্ট মো: ইউসুফ, সদস্য মো: নাসির উদ্দীন ও মো: নাঈম।


আরো উপস্থিত ছিলেন স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা ও স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো.আকবর হোসেন।
মহাসচিব তানিয়া শেখ, প্রোগ্রাম অফিসার ফারহানা কান্তা, একাউন্ট অফিসার সাদমান সাব্বির, সিনিয়র শিক্ষক রাশিদা আক্তার, শিক্ষক সোহাগি আক্তার ও জাবেদ হোসেন।
বিশেষ ভাবে ধন্যবাদ জানাই স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাঈম ইরা কে।
প্রেসিডেন্ট সৌরভ বড়ুয়া বলেন স্বদেশ মৃত্তিকার এই সুবিধা বঞ্চিত শিশুদের সাথে সারাবছর পাশে থাকবো। এই স্কুলটি এখন থেকে আমাদের মানি JCI এর একটি অংশ।



শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

ফিরে এলেন আগের খতিব, নামাজের আগে নাটকীয়তা বায়তুল মোকাররমে

ফিরে এলেন আগের খতিব, নামাজের আগে নাটকীয়তা বায়তুল মোকাররমে

খতিব জটিলতায় অনেকটা থমথমে পরিস্থিতিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আজ জুমার নামাজ আদায় করতে হয়েছে মুসল্লিদের। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর পলাতক থাকা বায়তুল মোকাররমের খতিব রুহুল আমিন ফিরে আসার ঘটনায় এমন পরিস্থিতি তৈরি হয়।

জুমার নামাজ শুরুর আগে বায়তুল মোকাররমের বর্তমান খতিব হাফেজ মাওলানা ড. মুফতি ওয়ালিয়ুর রহমান খান বয়ান করছিলেন। এমন সময় পলাতক খতিব মাওলানা মুফতি রুহুল আমীন অনুসারীদের নিয়ে বায়তুল মোকাররম মসজিদে এসে বর্তমানে খতিবের মাইক্রোফোনে হাত দেন। এ সময় বর্তমান খতিবের অনুসারীরা রুহুল আমিনের অনুসারীদের প্রতিরোধ করেন। তখন দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনায় বেশ কয়েকজন আহত হন। এতে করে মসজিদের সাধারণ মুসল্লিরা বিচলিত হয়ে পড়েন।

বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪

গরীব, দুস্থ জেলেদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন স্বদেশ মৃত্তিকা।

গরীব, দুস্থ জেলেদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন স্বদেশ মৃত্তিকা।

ঈদ আনন্দ ভাগাভাগি করতে পটুয়াখালী দুমকী উপজেলার গরীব, দুস্থ জেলেদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা। এই ঈদে তাদের ঘরে বাজার ছিলো না, ঈদের দিন ভালো কিছু খাবে এমন সামার্থ নাই এরকম কিছু পরিবার খুজে খুজে এই বিতরণ করা হয়।

স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার আয়োজনে ১৬ জুন ২০২৪ রবিবার সন্ধায় এই ঈদ সামগ্রী খাদ্য বিতরণ করা হয়।

এ সময় উপস্থিতি ছিলেন স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার প্রতিনিধি মো: মাইদুল ইসলাম মামুন।

স্বদেশ মৃত্তিক মানব উন্নয়ন সংস্থার চেয়ারম্যান মোঃ আকবর হোসেন জানান, স্বদেশ মৃত্তিকা নিজেদের বরাদ্দকৃত হতে সমন্বয় করে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে পটুয়াখালী দুমকী উপজেলায় এই খাদ্যসামগ্রীত বিতরণ করা হয়। প্রতি বছরই স্বদেশ মৃত্তিকা জনহিতকর কাজের অংশ হিসেবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে থাকেন।


শনিবার, ৮ জুন, ২০২৪

স্বদেশ মৃত্তিকার সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ করেছে ‘হাত বাড়িয়ে দাও ফাউন্ডেশন’

স্বদেশ মৃত্তিকার সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ করেছে ‘হাত বাড়িয়ে দাও ফাউন্ডেশন’

রাজধানীতে সুবিধা বঞ্চিত পথশিশুদের মাঝে খাবার বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘হাত বাড়িয়ে দাও ফাউন্ডেশন’ পরিবার। প্রতিষ্ঠানটির প্রধান সমন্বয়ক সমাজসেবক আনোয়ার হোসেন শিবলু এর সার্বিক তত্ত্বাবধানে এ খাবার বিতরণ কর্মসূচি পালন করা হয়।

শনিবার (৮ জুন ২০২৪) দুপুরে স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতনের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে এ আয়োজন করে ‘হাত বাড়িয়ে দাও ফাউন্ডেশন’। এতে শতাধিক শিশুর মাঝে খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমজাদ সুমন, প্রতিষ্টাতা পরিচালক, ‘হাত বাড়িয়ে দাও ফাউন্ডেশন’মোঃ মনির হোসেন সোহেল, যুগ্ম-পরিচালক (প্রশাসন), ‘হাত বাড়িয়ে দাও ফাউন্ডেশন’,ডাঃ আশিকুর রহমান, যুগ্ম-পরিচালক (স্বাস্থ্য্‌)‘হাত বাড়িয়ে দাও ফাউন্ডেশন’। 

 খাবার বিতরণ কালে আরও উপস্থিত ছিলেন স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা ও স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতনের চেয়ারম্যান মো; আকবর হোসেন, ডাঃ এস এম হাবিবুর রহমান, উপদেষ্টা, স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা , সাদমান সাব্বির, প্রচার সম্পাদক, স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা , শাহাবাল আহমেদ জনি, নির্বাহী সম্পাদক, স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা , এডভোকেট ফারুক হোসেন মোল্লাহ, আইন বিষয়ক সম্পাদক, স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা, রাশিদা আক্তার সিনিয়র শিক্ষক, সোহাগী আক্তার,মুন্নি আক্তার ও তাসলিমা আক্তার, শিক্ষক, স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতন।

‘হাত বাড়িয়ে দাও ফাউন্ডেশন’ মানুষের কল্যাণের জন্য সবসময় চেষ্টা করে যাচ্ছে এবং সামাজিক ও মানবিক কাজের মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করছে এ প্রতিষ্ঠান,  একথা জানান ‘হাত বাড়িয়ে দাও ফাউন্ডেশন’প্রধান সমন্বয়ক সমাজসেবক আনোয়ার হোসেন শিবলু।

 

বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪

 স্বদেশ মৃত্তিকার আয়োজনে বিভিন্ন স্থানে বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ উদযাপিত।

স্বদেশ মৃত্তিকার আয়োজনে বিভিন্ন স্থানে বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ উদযাপিত।

 

স্বদেশ মৃত্তিকা হিউম্যান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন সংগঠন কর্তৃক আয়োজিত বিশ্ব পরিবেশ দিবস সংক্রান্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বিভিন্ন ধরনের ঔষধি ও ফলের চারা রোপণ এবং উপহার দেয়ার মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস-২০২৪ পালিত হয়েছে।

বুধবার (০৫ জুন) সকাল ১০ টার দিকে আগারগাঁও, স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতন, কক্ষে এ কর্মসূচি পালন করা হয়।

 অনুষ্ঠানে স্বদেশ মৃত্তিকা হিউম্যান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান মো.আকবর হোসেনের সভাপতিত্বে অতিথি হিসেবে স্বদেশ মৃত্তিকা, উপদেষ্টা ডা. এস এম হাবিবুর রহমান, আব্দুর রহমান সুলতান, শাহাবাল আহমেদ জনি, রাশিদা আক্তার, সোহাগি আক্তার, মন্নি আক্তার, নাজমুল হুজুর ও প্রচার সম্পাদক সাদমান সাব্বির প্রমুখ র‍্যালী ও আলোচনা করেন।

এছাড়া, বিভিন্ন বিভাগের শিক্ষক,  সকল কমিটি মেম্বারসহ সর্বমোট অর্ধ শতাধিক স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতনের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। 

এসময় স্বদেশ মৃত্তিকা হিউম্যান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান মো.আকবর হোসেনে বলেন, স্মার্ট বাংলাদেশ গঠন করতে হলে দেশের মানুষদেরকেও স্মার্ট হতে হবে। যেহেতু ৮৫ শতাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল, এই কৃষকদেরকেও আমাদের স্মার্ট বাংলাদেশের অন্তর্ভুক্ত করতে হবে এবং তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য অবশ্যই আমাদের এই পরিবেশটাকে সংরক্ষণ ও উন্নয়নের চেষ্টা করতে হবে।

 এছাড়াও সকালে স্বদেশ মৃত্তিকার আয়োজনে নরসিংদী স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতনের শিক্ষক ও শতাধীক শিক্ষার্থী বৃক্ষ রোপণের মাধ্যদিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করে।

এসময় উপস্থিত ছিলেন নরসিংদী শাখার প্রধান কান্তা শেখ, শিক্ষক শান্তা শেখ, সানজিদা আক্তার সহ অন্যান্য ব্যাক্তিবর্গ।

 


 বিকাল ৫ টায় পরিবেশ দিবস ২০২৪ উপলক্ষে স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতন,কামরাংগীরচর স্কুল শাখায় গাছের চারা রোপন ও র্যালীর আয়োজন।

এ সময় উপস্থিত ছিলেন অত্র স্কুলের চেয়ারম্যান মো. আকবর হোসেন, স্টুডেন্ট এডুকেশনাল এসোসিয়েশন এর চেয়ারম্যান মো. গোলাম রহমান, প্রচার সম্পাদক সাদমান সাব্বির, শিক্ষক শাহনাজ পারভীন।
অত্র স্কুলে ১০টি দেশীয় ফলজ, ঔষধি ও ফুলেরচারা স্কুল প্রাঙ্গণে রোপন করা হয়।  পরিবেশ সচেতনতা বিষয়ক ক্যাম্পেইনের অংশ হিসেবে স্বদেশ মৃত্তিকা এ কর্মসূচী পালন করে।

 

 

 


মঙ্গলবার, ৪ জুন, ২০২৪

 প্যান্ডামার্টে ঈদের বাজারে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়

প্যান্ডামার্টে ঈদের বাজারে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়

[ঢাকা, জুন ০৪, ২০২৪] ঈদের বাজারকে আরো সহজ আর সাশ্রয়ী করে তুলতে দেশের শীর্ষস্থানীয়
অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা’র গ্রোসারি ডার্কস্টোর প্যান্ডামার্ট
নিয়ে এসেছে ‘ঈদ বাজার ক্যাম্পেইন!’ পহেলা জুন থেকে ঈদের দিন পর্যন্ত এই ক্যাম্পেইনের আওতায়
গ্রাহকরা নিত্যপ্রয়োজনীয় পণ্য ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে কিনতে পারবেন।
এছাড়াও দৈনন্দিন ব্যবহার্য বিভিন্ন উপকরণ, নানা ধরণের মসলা, ব্যক্তিগত প্রসাধনী ও রান্নার
সহায়ক পণ্যের ওপর ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। চাঁদ রাত উদযাপন আরো আনন্দময়
করতে প্যান্ডামার্টে কোমল পানীয়’র ওপর ৩০ টাকা পর্যন্ত ছাড় থাকছে। পাশাপাশি তাজা ফলমূল ও
সবজি, দুগ্ধজাত পণ্য, বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডের রন্ধন ও পরিচ্ছন্নতা সামগ্রীতে আকর্ষণীয়
মূল্য ছাড়, একটি কিনলে একটি ফ্রি ও অন্যান্য বান্ডেল অফার থাকছে এই ঈদ বাজার ক্যাম্পেইনে।
প্যান্ডামার্টে প্রথমবারের মতো পণ্য কিনছেন এমন ক্রেতাদের ক্ষেত্রে “TRYPANDA” প্রোমো
কোড ব্যবহারে ১০০ টাকার বিশেষ ছাড় থাকবে।
ফুডপ্যান্ডা বাংলাদেশের হেড অব মার্কেটিং নিয়ামুল মুকিত আহমেদ বলেন, “ গ্রাহকদের ঈদের
প্রয়োজনীয় পণ্য সাশ্রয়ী মূল্যে কিনতে আমরা বিশেষ ছাড়, ডিল ও বান্ডেল অফার নিয়ে এসেছি। আশা
করছি ক্যাম্পেইনটি গ্রাহকদের ঈদের কেনাকাটাকেও আরও দ্রুত, সহজ এবং সুবিধাজনক করে
তুলবে। ঈদ-উল-আযহার মত বিশেষ উৎসব-উপলক্ষগুলো আরও আনন্দময় এবং নির্ঝঞ্ঝাট করার
লক্ষ্যে আমরা গ্রাহকদের জন্য এ ধরণের ক্যাম্পেইন আয়োজন করে থাকি”।

শুক্রবার, ৩১ মে, ২০২৪

৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস,উপলক্ষে স্বদেশ মৃত্তিকার র‍্যালী ও আলোচনা।

৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস,উপলক্ষে স্বদেশ মৃত্তিকার র‍্যালী ও আলোচনা।

"তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করুন, শিশুদের সুরক্ষা নিশ্চিত করুন" এই প্রতিপাদ্য নিয়ে সারাবিশ্বের ন্যায় স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতনের বিভিন্ন শাখায় বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৪ পালিত হয়েছে।

বর্তমানে প্রতি বছর বিশ্বব্যাপী প্রায় ৬০ লাখ মানুষের মৃত্যুর কারণ হিসেবে বিবেচিত হয় তামাক। তাই বিশ্বজুড়ে ২৪ ঘণ্টা সময়সীমা ধরে তামাক সেবনের সব প্রক্রিয়া থেকে বিরত থাকাতে উৎসাহিত করার জন্য দিবসটি পালন করে স্বদেশ মৃত্তিকা। এছাড়া দিবসটির আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো মানুষকে তামাক ব্যবহারে ব্যাপক নিরুৎসাহিতকরণ এবং স্বাস্থ্যের ওপর তামকের নেতিবাচক প্রভাবের প্রতি দৃষ্টি আকর্ষণ করানো।

র‍্যালী ও আলোচনা অনুষ্ঠান আয়োজন করে স্বদেশ মৃত্তিকা হিউম্যান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন।

এসময় উপস্থিত ছিলেন স্বদেশ মৃত্তিকা হিউম্যান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ও স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতনের চেয়ারম্যা  মো: আকবর হোসেন, উপদেষ্টা ড. সৈয়দ মো: তরিকুজ্জামান, মহাসিব, তানিয়া শেখ, দপ্তর সম্পাদক মো: মশিয়ুর রহমান, শিক্ষক, রাশিদা আক্তার, সোহাগী আক্তার ও মুন্নি আক্তার।

বুধবার, ২৯ মে, ২০২৪

 ময়মনসিংহে অনুষ্ঠিত ফ্রিল্যান্স মিটআপে ফ্রিল্যান্সারদের সমস্যা ও সম্ভাবনা  নিয়ে আলোচনা স্বাচ্ছন্দ্য নিশ্চিতে পাশে আছে উপায়

ময়মনসিংহে অনুষ্ঠিত ফ্রিল্যান্স মিটআপে ফ্রিল্যান্সারদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা স্বাচ্ছন্দ্য নিশ্চিতে পাশে আছে উপায়

[ঢাকা, ২৯ মে, ২০২৪] দেশের জনপ্রিয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান উপায়
সম্প্রতি ময়মনসিংহে একটি ফ্রিল্যান্সার মিটআপের আয়োজন করে। ফ্রিল্যান্সাররা নিয়মিত মুখোমুখি
হচ্ছেন এমন নানান সমস্যা ও এর সমাধান নিয়ে আলোচনা করা হয়। আয়োজনে বিভিন্ন সমস্যা চিহ্নিত করার
প্রয়োজনের ওপর গুরুত্বারোপ করা হয় এবং উপায় ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি ফ্রিল্যান্সারদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে কীভাবে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে তা তুলে ধরা হয়।
ময়মনসিংহের ব্র্যাক লার্নিং সেন্টারে এই মিটআপটি আয়োজিত হয়। এই অঞ্চলের ৭৫ এরও বেশি
ফ্রিল্যান্সার এই আয়োজনে অংশ নেন এবং তাদের সমস্যা ও কার্যকর সমাধান নিয়ে আলোচনা করেন।

‘ফ্রিল্যান্সারস কন্ট্রিবিউশন টু বিল্ডিং স্মার্ট বাংলাদেশ অ্যান্ড এমএফএস অ্যাজ গ্রোথ ফ্যাসিলিটেটর’
প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠানে ব্যাংকিং চ্যানেলে পেমেন্ট-সংক্রান্ত সমস্যা ও কাজের স্বীকৃতির
অভাবের মতো ফ্রিল্যান্সিং সম্পর্কিত বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করা হয়। তিনজন ফ্রিল্যান্সার
তাদের এই সমস্যাগুলো তুলে ধরেন ও সমাধানের ওপর গুরুত্ব দেন। তারা স্মার্ট বাংলাদেশের লক্ষ্য
বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন এবং ফ্রিল্যান্সারদের সহায়তা করার ক্ষেত্রে ব্যাংক ও এমএফএস
সেবা প্রদানকারীদের ভূমিকা উল্লেখ করেন।

আয়োজনে ফ্রিল্যান্সিং খাতের সামগ্রিক অবস্থা, এর সম্ভাবনা ও বিকাশের ক্ষেত্র এবং কীভাবে বিভিন্ন
সেবার মাধ্যমে ফ্রিল্যান্সারদের এই প্রচেষ্টাকে এগিয়ে নিতে সহায়তা করছে ইউসিবি ও উপায়, তা নিয়ে
আলোচনা করা হয়। চতুর্থবারের মতো এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করলো উপায়। এর আগে ইউসিবি হেডঅফিস, কুষ্টিয়া ও কুমিল্লায় এই অনুষ্ঠান আয়োজিত হয়।

উল্লেখ্য, ফ্রিল্যান্সারদের পূর্ণাঙ্গ ব্যাংকিং সমাধান দেওয়ার লক্ষ্য নিয়ে ইউসিবি’র স্বাধীন অ্যাকাউন্টটি
চালু করা হয়েছে; নিরবচ্ছিন্নভাবে টাকা গ্রহণ করার ক্ষেত্রে এটি একদম সহজ একটি উপায়। পাশাপাশি,
ইউসিবি-উপায় কো-ব্র্যান্ডেড প্রিপেইড কার্ড নিয়ে এসেছে উপায়। ফ্রিল্যান্সাররা এই কার্ডের মাধ্যমে
বৈদেশিক মুদ্রা লেনদেনের ক্ষেত্রে ফান্ড ব্যবহার, মার্চেন্ট পেমেন্ট (অনলাইন ও অফলাইন) এবং দেশে-
বিদেশে এটিএম সুবিধা উপভোগ করার সুযোগ পাবেন। তারা পেওনিয়র থেকে পেমেন্ট গ্রহণ করতে পারবেন ও উপায় অ্যাকাউন্ট ব্যবহার করে সর্বনিম্ন ক্যাশআউট খরচে টাকা তুলতে পারবেন। এসমস্ত বিশেষ ফিচার ফ্রিল্যান্সারদের জীবনকে আরও স্বাচ্ছন্দ্যদায়ক ও সহজ করতে ভূমিকা রাখছে।

অতিথি ও অংশগ্রহণকারী ফ্রিল্যান্সারদের মাঝে ক্রেস্ট ও উপহার সামগ্রী বিতরণের মধ্য দিয়ে য়োজনটি
শেষ হয়।

মঙ্গলবার, ২৮ মে, ২০২৪

 গাজাবাসীর জন্য তহবিল সংগ্রহে বিশ্ব খাদ্য কর্মসূচি’র সাথে কাজ করছে ফুডপ্যান্ডা  ফুডপ্যান্ডা অ্যাপ থেকেই দেওয়া যাবে অনুদান

গাজাবাসীর জন্য তহবিল সংগ্রহে বিশ্ব খাদ্য কর্মসূচি’র সাথে কাজ করছে ফুডপ্যান্ডা ফুডপ্যান্ডা অ্যাপ থেকেই দেওয়া যাবে অনুদান

[ঢাকা, ২৭ মে, ২০২৪] গাজাবাসীর জন্য তহবিল সংগ্রহে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এর সাথে যৌথভাবে কাজ করছে শীর্ষস্থানীয় ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা বাংলাদেশ। এ অংশীদারিত্বের অংশ হিসেবে, ফুডপ্যান্ডা অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা অর্থ দিয়ে ডব্লিউএফপি এর
মাধ্যমে গাজায় বসবাসরতদের কাছে ত্রাণ সহায়তা পৌঁছে দিতে পারবেন।

ফুডপ্যান্ডা বাংলাদেশের সহপ্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক জুবায়ের বি এ সিদ্দিকী বলেন, যে কোনো
জনগোষ্ঠীর ঐক্য ও তাদের যৌথ দায়িত্ববোধে আমরা বিশ্বাস করি। পরিবর্তন আনার লক্ষ্যে বিশ্ব খাদ্য
কর্মসূচির সাথে আমাদের এই যৌথ উদ্যোগ একটি ক্ষুদ্র প্রচেষ্টা। ফুডপ্যান্ডা অ্যাপের মাধ্যমে গাজাবাসীর
পাশে দাঁড়াতে ডব্লিউএফপি’তে অনুদান দেয়ার জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি।

বিশ্ব খাদ্য কর্মসূচির কান্ট্রি ডিরেক্টর ডম স্কালপেল্লি বলেন, মানবিক সহায়তা কার্যক্রমে ফুডপ্যান্ডার
এই অঙ্গীকারকে আমরা সাধুবাদ জানাই। জরুরি পরিস্থিতি মোকাবিলায় ফুডপ্যান্ডার মতো বেসরকারি খাতের প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্ব খুবই গুরুত্বপূর্ণ। ফুডপ্যান্ডার মাধ্যমে প্রাপ্ত অনুদান গাজার
ক্ষতিগ্রস্তদের সহায়তা করবে।
ডব্লিউএফপি’র সাথে যৌথ এ উদ্যোগে অংশ নিয়ে অনুদান দেওয়ার জন্য ব্যবহারকারী, পার্টনার ও কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে ফুডপ্যান্ডা বাংলাদেশ।

ফুডপ্যান্ডা সম্পর্কে:
ফুডপ্যান্ডা এশিয়া প্যাসিফিকের অন্যতম শীর্ষস্থানীয় ডেলিভারি প্ল্যাটফর্ম। সুবিধামতো ও দ্রুততম সময়ে
গ্রাহকদের কাছে খাবার, গ্রোসারি এবং নিত্য প্রয়োজনীয় পণ্যসহ অন্যান্য জিনিস পৌঁছে দিতে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে ফুডপ্যান্ডা। অভিনব প্রযুক্তি ও সুদক্ষ পরিচালনার সমন্বয় এবং রিটেইল পার্টনারদের শক্তিশালী নেটওয়ার্কের মাধ্যমে এ অঞ্চলের কুইক-কমার্সে (কিউ-কমার্স) নেতৃত্ব দিচ্ছে ফুডপ্যান্ডা।

খাবার ডেলিভারি দেয়ার লক্ষাধিক অপশন ছাড়াও অন-ডিমান্ড পণ্য ডেলিভারি সুবিধা প্রদানে রয়েছে
প্যান্ডামার্ট ক্লাউড স্টোর। সিঙ্গাপুর, হংকং, থাইল্যান্ড, মালয়েশিয়া, পাকিস্তান, তাইওয়ান, ফিলিপাইন,
বাংলাদেশ, লাওস, কম্বোডিয়া এবং মায়ানমার- এশিয়া প্যাসিফিক অঞ্চলের ১১টি বাজারের চারশো শহরে
ফুডপ্যান্ডার কার্যক্রম পরিচালিত হচ্ছে। ফুড ডেলিভারি ইন্ডাস্ট্রিতে বিশ্বব্যাপী নেতৃত্ব প্রদানকারী
প্রতিষ্ঠান ডেলিভারি হিরো’র একটি অঙ্গপ্রতিষ্ঠান ফুডপ্যান্ডা।

বিস্তারিত জানতে: আফিফা সুলতানা, পাবলিক রিলেশনস লিড, ফুডপ্যান্ডা বাংলাদেশ
মোবাইল- +৮৮০১৭৯৯৯৮৭৫৩৬ ইমেইল- afifa.sultana@foodpanda.com.bd

বুধবার, ১ মে, ২০২৪

স্বদেশ মৃত্তিকায় মহান মে দিবস পালিত

স্বদেশ মৃত্তিকায় মহান মে দিবস পালিত

 ১ মে, ২০২৪:  মহান মে দিবস, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন’ আলোচনা সভার মধ্য দিয়ে আজ বুধবার স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতনে পালন করা হলো মহান মে দিবস।

 মহান মে দিবসের এবারের প্রতিপাদ্যের আলোকে শ্রমিক-মালিক সুসম্পর্কের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্বদেশ মৃত্তিকা হিউম্যান ডেভেলেপমেন্ট ফাউন্ডেশন ও স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতনের চেয়ারম্যান মোঃ আকবর হোসেন।

মহান মে দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন স্বদেশ মৃত্তিকা হিউম্যান ডেভেলেপমেন্ট ফাউন্ডেশন এর মহাসচিব ও স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক তানিয়া শেখ

আরো উপস্থিত ছিলেন শিক্ষক রাশিদা আক্তার, সোহাগী আক্তার ও মুন্নি আক্তার

১৩৮ বছর আগে ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকেরা কাজের সময় সীমা আট ঘণ্টা নির্ধারণ, কাজের উন্নত পরিবেশ, মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে ধর্মঘট আহ্বান করেন। দাবি আদায়ের জন্য বিক্ষুব্ধ শ্রমিকেরা সেদিন পথে নেমে এসেছিলেন।

অত্যন্ত বর্বর কায়দায় দমন করা হয়েছিল সেই শ্রমিক বিক্ষোভ। পুলিশের গুলিতে জীবন উৎসর্গ করেছিলেন শ্রমিকেরা। সারা বিশ্ব সোচ্চার হয়ে উঠেছিল সেই ঘটনায়। শিকাগোর শ্রমিকদের আত্মদানের মধ্য দিয়েই প্রতিষ্ঠিত হয়েছিল শ্রমজীবী মানুষের অধিকার।

শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

হিট স্ট্রোক - কি করতে হবে? প্রতিরোধমূলক টিপস

হিট স্ট্রোক - কি করতে হবে? প্রতিরোধমূলক টিপস


হিট স্ট্রোক কী?

হিটস্ট্রোক হল অতিরিক্ত উত্তাপের একটি অবস্থা, সাধারণত উচ্চ তাপমাত্রায় দীর্ঘায়িত এক্সপোজার বা শারীরিক পরিশ্রম এবং তাপ নিয়ন্ত্রণে শরীরের ব্যর্থ প্রচেষ্টার ফলে।

হিট স্ট্রোকের সময় কী ঘটে?

উচ্চ তাপমাত্রার অত্যধিক এক্সপোজার তাপ ক্লান্তির কারণ হতে পারে যা তাপ ক্র্যাম্প এবং হিট স্ট্রোকের দিকে অগ্রসর হয়। দীর্ঘায়িত তাপের সংস্পর্শে থাকার কারণে শরীরের তাপ নিয়ন্ত্রণ করার ক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় যা হাইপারথার্মিয়া (শরীরের স্বাভাবিক তাপমাত্রার উপরে) সৃষ্টি করে। হিট স্ট্রোক হল তাপের আঘাতের সবচেয়ে গুরুতর রূপ যেখানে শরীরের তাপমাত্রা 40.60C বা তার বেশি পৌঁছে যায়। 

পরিবর্তিত মানসিক আচরণের সাথে হাইপারথার্মিয়া, ঘাম, বমি বমি ভাব, এবং বমি, ফ্লাশ ত্বক, দ্রুত শ্বাস-প্রশ্বাস, হৃদস্পন্দন বৃদ্ধি বা মাথাব্যথা হিট স্ট্রোকের সূচক। আপনি যদি হিট স্ট্রোক সন্দেহ করেন, অবিলম্বে চিকিৎসা সাহায্যের জন্য কল করুন।

হিট স্ট্রোক একটি মেডিকেল ইমার্জেন্সি। চিকিত্সা না করা হিট স্ট্রোক গুরুত্বপূর্ণ অঙ্গ ব্যর্থতা, দুর্বল জৈব রাসায়নিক (এবং এনজাইম সম্পর্কিত) ফাংশন এবং গুরুতর ডিহাইড্রেশন হতে পারে। হিট স্ট্রোকের চরম ক্ষেত্রে, রোগীর খিঁচুনি এবং অজ্ঞান এবং মৃত্যু হতে পারে।

কাদের হিট স্ট্রোকের ঝুঁকি বেশি?

  • শিশু (শিশু এবং ছোট) এবং বয়স্ক ব্যক্তিরা (>65 বছর),
  • যারা বিস্তৃত কার্যকলাপে নিযুক্ত থাকে বা দীর্ঘ সময় ধরে সূর্যের সংস্পর্শে থাকে,
  • নির্দিষ্ট হার্ট বা ফুসফুসের রোগে আক্রান্ত রোগী, এবং
  • রোগীদের ওষুধ যেমন BP ওষুধ, অ্যান্টিডিপ্রেসেন্ট, ওভার-দ্য কাউন্টার কাশি এবং সর্দির ওষুধ।

হিট স্ট্রোক হলে আমি কিভাবে বুঝব?

হিট স্ট্রোক অনুভূত হতে পারে -

  • পেশী বাধা
  • ভারী ঘাম
  • চরম দুর্বলতা
  • বিশৃঙ্খলা
  • মাথা ব্যাথা
  • বমি
  • রেসিং হার্টবিট
  • গাঢ় রঙের প্রস্রাব
  • ফ্যাকাশে চামড়া

শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪

একজন সুস্থ ও স্বাভাবিক পুরুষের ১২টি লক্ষণ

একজন সুস্থ ও স্বাভাবিক পুরুষের ১২টি লক্ষণ

একটা সময় ছিল যখন পুরুষেরা নিজের ব্যাপারে বিশেষ মনযোগ দিতেন না। ভাবছেন, পুরুষ মানুষ এক রকম হলেই হলো! সেই দিন এখন বদলেছে। প্রত্যেক সচেতন পুরুষই এখন নিজের শরীর ও ব্যক্তিত্বের ব্যাপারে দারুণ মনযোগী। কিন্তু কীভাবে বুঝবেন আপনি সুস্থ আছেন? কীভাবে বুঝবেন আপনার শরীর ও মন স্বাভাবিকভাবে কাজ করছে, চমৎকার আছে আপনার জীবন?

একজন সুস্থ স্বাভাবিক পুরুষ মানুষ হিসেবে আপনার মধ্যে কিছু লক্ষণ থাকা খুবই জরুরি।

তাই আসুন আজ জেনে নেই সেই লক্ষণগুলোর কথা......

যারা স্বাস্থ্য সচেতন তারা স্বাস্থ্যসুরক্ষায় অনেক কিছুই করে থাকেন। সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম, শারীরিক পরিশ্রম এবং সঠিকভাবে জীবনযাপন। এছাড়াও নিয়মিত ডাক্তারের কাছে চেকআপ তো আছেই। এতোসব করার একটাই কারণ সুস্থ দেহের অধিকারী হওয়া।

কারণ আমরা সকলেই জানি স্বাস্থ্যই হলো সকল সুখের মূল। স্বাস্থ্য ঠিক থাকলে আমাদের সুখ শান্তি বজায় থাকে।

১. একজন সুস্থ স্বাভাবিক পুরুষ মানুষের সাধারণ অবস্থায় হার্টবিট রেট হয় ৭০ বা এর কাছাকাছি। সুস্থ আছেন কিনা জানতে চাইলে আজই পরীক্ষা করে দেখুন।

২. মানুষ মাত্রই যৌনতার প্রতি আগ্রহ থাকবে। আপনি যদি একজন সক্ষম পুরুষ হয়ে থাকেন এবং তারপরেও যৌনতার প্রতি আগ্রহ বোধ না করেন, তবে বুঝবেন আপনি কোনো মানসিক জটিলতায় ভুগছেন। অবিলম্বে চিকিৎসকের শরণাপন্ন হন। একজন সুস্থ পুরুষের যৌনতার প্রতি অতি অবশ্যই কৌতূহল থাকবে এবং তিনি প্রতিদিন যৌনমিলনে সক্ষম হবেন।

৩. এবার একবার আপনার হাতের নখের দিকে তাকান। আপনার নখ যদি বেশ শক্ত হয় এবং নখে হালকা গোলাপি আভা দেখতে পান তবে বুঝে নেবেন আপনি একজন সুস্থ দেহের অধিকারী পুরুষ।

৪. নিজের ইউরিন নিজে পরীক্ষা করে দেখুন। যদি আপনি সুস্থ দেহের অধিকারী হয়ে থাকেন তবে আপনার ইউরিন এর রঙ খড়ের রঙ এর মত হবে।

৫. একজন সুস্থ পুরুষ হিসেবে আপনার ২০টি পুশআপ করার ক্ষমতা থাকবে। আজই চেষ্টা করে দেখুন ২০টি পুশআপ করতে পারেন কিনা।

৬. আপনি সুস্থ দেহের অধিকারী হলে বিনা বাধায় ১৫ মিনিটের মধ্যে এক মাইল দৌঁড়াতে পারবেন ।

৭. সুস্থ স্বাভাবিক পুরুষ মানুষের প্রতিদিন প্রায় একই সময়ে বাথরুম হওয়ার সম্ভাবনা থাকে। অনিয়মিত এবং নির্ধারিত সময়ে বাথরুম না হওয়া অসুস্থতার লক্ষণ।

৮. ডাক্তার এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে একজন সুস্থ দেহের মানুষের এলার্ম এবং অন্য কারো সাহায্য ছাড়াই প্রতিদিন সকালে প্রায় একই সময়ে ঘুম ভাঙে।

৯. ভালো স্বাস্থ্যের অধিকারী মানুষের ওজন উচ্চতা অনুযায়ী আদর্শ ওজনের ৫ কেজি কম বেশি হতে পারে, কিন্তু এর বাইরে নয়।

১০. সুস্থ দেহের অধিকারী মানুষেরা ভারী কাজ বা ব্যায়াম বা দৌঁড়ানোর পর হার্টবিট রেট ৫ মিনিটের মধ্যে সাধারণে নেমে আসে।

১১. অতিরিক্ত শুচিবায়ুতা মানসিক বিকারের লক্ষণ। আবার অতিরিক্ত নোংরা ও আগোছালো থাকাও তাই। একজন সুস্থ পুরুষ নিজেকে গুছিয়ে রাখতে ভালবাসবেন।

১২. আপনি যা খাচ্ছেন, সেটা ঠিক মত হজম হচ্ছে তো? গ্যাস বা বুক জ্বালা পোড়ার সমস্যা না থাকলে আপনি শারীরিকভাবে একজন সুস্থ মানুষ।

সারাদেশ ভাসানটেকে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৬ জন দগ্ধ

সারাদেশ ভাসানটেকে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৬ জন দগ্ধ

রাজধানীর ভাসানটেক কালভার্ট রোডে একটি বাসায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে হওয়া গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছেন। গুরুতর দগ্ধ অবস্থায় তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১২ এপ্রিল) ভোর ৪টার দিকে ভাষানটেক নতুন বাজার কালভার্ট রোডের ৪/১৩ নম্বর বাসায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন মো. লিটন (৪৮), তার স্ত্রী সূর্য বানু (৩০), তাদের ৩ সন্তান লিজা (১৮), লামিয়া (৭), সুজন (৮), ও লিটনের শ্বাশুরি মেহরুন্নেছা (৮০)।

রবিবার, ১০ মার্চ, ২০২৪

স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতন স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান

স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতন স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান

স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা পরিচালিত স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতনের আগারগাঁও শাখার ১৪তম বার্ষিক পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

০৯ মার্চ ২০২৪-ইং শনিবার বিকেল ৪.০০ টায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, আগারগাঁও, ঢাকার মিলনায়তনে' স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা এর উদ্যোগে শেষ হয়েছে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তির ভূমিকা শীর্ষক আলোচনা ও স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতনের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও সাংস্কৃতিক পরিবেশনা।

এই বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হারুনুর রশিদ (সি আই পি) চেয়ারম্যান, এশিয়ান টেলিভিশন ও রেডিও।

সভাপতিত্ব করেন মো: আকবর হোসেন, চেয়ারম্যান, স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা ও স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতন।

অনুষ্ঠান উদ্ভোধক হিসাবে উপস্থিত ছিলেন ড. জাহিদ আহমেদ চৌধুরী চ্যায়াররম্যান ঝলক ফাউন্ডেশন ও স্বদেশ মূর্ত্তিতা মানব উন্নয়ন সংস্থা

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন গোলাম সরোয়ার মানিক, চেয়ারম্যান, প্রযুক্তি ও প্রজন্ম ফাউন্ডেশন, উপদেষ্টা স্বদেশ মুর্ত্তিকা মানব উন্নয়ন।
ডাঃ এস এম হাবিবুর রহমান, উপদেষ্টা স্বদেশ মুর্ত্তিকা মানব উন্নয়ন।

লায়ন রাশিদা হামিদ অনি, যুগ্ম-সাধারণ সম্পাদক ,বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ, ১৬ নং ওয়ার্ড।

আব্দুল আজিজ কিউরেটর, বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর

মোঃ মেজবাহ উদ্দিন, উইনিট মেনাজার, সোনালী ইন্সুরেন্স কোঃ লিঃ

শেখ নজরুল ইসলাম, উপস্থাপক বাংলাদেশ বেতার ও সাধারন সম্পাদক বন্ধন কালচারাল ফার্ম।
ডা গোলাম রহমান – চেয়ারম্যান- স্টুডেন্ট এএডুকেশন এসোসিয়েশন।

আব্দুল রব সুলতান, সাবেক উপসচিব, আব্দুল ওয়াদুদ, সাধারন সম্পাদক, জাতীয় শ্রমিমলীগ, শেরেবাংলা নগর, থানা ও সাহাবাল আহমেদ জনি।

অনুষ্ঠান পরিচালনায় তানিয়া শেখ- মহাসচিব, স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা ও প্রধান শিক্ষক স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতন।

আরো উপস্থিত ছিলেন সাদমান সাব্বির, আব্দুল রাজ্জাক, মোঃ বাবুল হোসাইন, জাহাংগীর আলম, মশিউর রহমান ও স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতনের শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রীবৃন্দ সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ।

মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪

মোহাম্মদ মাহমুদুল হাসান মারুফ এর জন্মদিনে হাফেজ উপাধিতে ভূষিত

মোহাম্মদ মাহমুদুল হাসান মারুফ এর জন্মদিনে হাফেজ উপাধিতে ভূষিত

  হাফেজ "মোহাম্মদ মাহমুদুল হাসান মারুফ" এর জন্মদিনে হাফেজ উপাধিতে ভূষিত করে পাগরী পরিধান করা হলো।

হাফেজ "মোহাম্মদ মাহমুদুল হাসান মারুফ" নরসিংদীর হাসনাবাদ ,আশরাফুল উলুম মাদ্রাসা থেকে পবিত্র কোরআনের হাফেজ হয়েছেন। দুই ভাই বোনের মধ্যে "মোহাম্মদ মাহমুদুল হাসান মারুফ" ছোট, বড় বোন অর্পা ।

৫ম শ্রেণী পাশ করে মাদ্রাসায় ভর্তি হয়ে আজ ৫ মার্চ ২০২৪ মংগলবার ফাইনালি হাফেজ উপাধিতে ভূষিত করে পাগড়ি পরিধান করিয়ে দেয়া হয়।

হাফেজ "মোহাম্মদ মাহমুদুল হাসান মারুফ"এর "মা" আজ আবেগে আপলুত হয়ে জানান মারুফ জন্মের পূর্বেই আমি আল্লাহর কাছে চেয়েছিলাম আল্লাহ আমাকে একটা ছেলে সন্তান উপহার দিলে তাকে কোরআনে হাফেজ বানাবো ইনশাআল্লা, আল্লাহ আমার আশা পুরণ করেছেন। আমি কৃতজ্ঞ মহান আল্লাহর কাছে ।

তিনি সবার কাছে দোয়া চেয়ে আরো বলেন আমার মারুফের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেনো সুস্থ্য রাখেন যতদিন বেচে থাকেন দ্বীনের খেদমত করতে পারে।


বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪

বেইলি রোডে রেস্টুরেন্টে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট

বেইলি রোডে রেস্টুরেন্টে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট

 স্বদেশসময়২৪ ডেস্ক : রাজধানীর বেইলি রোডের  কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার

সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটে আগুন লাগার সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, আজ (বৃহস্পতিবার) রাত ৯টা ৫০ মিনিটে রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুন লাগার সংবাদ আসে। সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে আমাদের ৮টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

আহত ৬ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি

এদিকে প্রত্যক্ষদর্শী একজন জানান, ভবনটির পাঁচতলা পর্যন্ত সব ফ্লোরে আগুন দেখা যাচ্ছে। মনে হচ্ছে ভেতরে অনেক লোক আটকা পড়েছে।

রাত ১১.৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ারসার্ভিস। 

বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪

স্কুলড্রেস উপহার পেয়ে আনন্দে আত্মহারা স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতনের শিশুরা

স্কুলড্রেস উপহার পেয়ে আনন্দে আত্মহারা স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতনের শিশুরা

পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবসে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে আনন্দ, বিনোদন ও ভালোবাসা ছড়িয়ে দিতে বিশেষ উদ্যোগ।
নিজস্ব প্রতিবেদক, স্বদেশসময়২৪.কম : পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে আনন্দ, বিনোদন ও ভালোবাসা ছড়িয়ে দিতে TYGR Labs এর উপহার হিসেবে একটি স্কুলড্রেস পেয়ে আনন্দে আত্মহারা স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতনের সুবিধবঞ্চিত শিশুরা।
দিন বদলের চেষ্টায় বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে ভালোবাসা দিবসে এভাবেই সুবিধাবঞ্চিত শিশুদের হাতে স্কুলড্রেস তুলে দিয়েছে TYGR Labs  আগারগাঁও, ঢাকা, স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা পরিচালিত স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতনে সামনে সুবিধাবঞ্চিত ৭৫ শিশু শিক্ষার্থীদের মধ্যে স্কুল  ড্রেস গুলো বিতরণ করা হয়।
উপযুক্ত শিক্ষার মাধ্যমে শিশুদের স্বপ্ন বিকশিত হতে সহায়তা করতেই এ ধরনের উদ্যোগ নিয়েছে TYGR Labs ।
উক্ত অনুষ্ঠানে স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা্র চেয়ারম্যান মোঃ আকবর হোসেনের সভা্তিত্বে  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন "টাইগার ল্যাব" (TYGR Labs) এর আমিনুল ইসলাম, নেহা, শেহনাজ, পাভেল, রাইসা, আসফাক ও তায়েবা
স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা্র উপদেষ্টা ডাঃ এস এম হাবিবুর রহমান, স্টুডেন্ট এডুকেশনাল এসোসিয়েশন এর চেয়ারম্যান মোঃ গোলাম রহমান, স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা্র প্রচার সম্পাদক সাদমান সাব্বির, শিক্ষক রাশিদা আক্তার ও সোহাগী আক্তার।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন স্বদেশমৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক ও স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার মহাসচিব তানিয়া শেখ।
স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা মোঃ আকবর হোসেন বলেন স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা সময়ের উদ্ভাবনী ধারণা ও ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে দিন বদলের চেষ্টায় নিরলস কাজ করে যাচ্ছে। শিশুদের আনন্দ ও উচ্ছ্বাসই আমাদের সর্বোচ্চ প্রাপ্তি। 
তিনি আরো বলেন সকল শ্রেণি পেশার মানুষকে কোমলমতি শিশুদের সুকুমার বৃত্তি বিকাশে এবং তাদের উপযুক্ত শিক্ষাদানের মাধ্যমে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে সকলকে এগিয়ে আসার আহ্বান।
আমিনুল ইসলাম বলেন, এসব শিশুদের কখনই স্কুলড্রেস কেনার সামর্থ্য ছিল না। আমরা শুধু উপহার দিয়ে শিশুদের সঙ্গে শিক্ষার বন্ধনকে দৃঢ় করতে চেয়েছি। এ ধরনের উদ্যোগ আমরা সবদিকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। এ উদ্যোগটি নেওয়া হয়েছে শুধুমাত্র প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জন্য।
তায়েবা জানান আজ ওরা স্কুল ড্রেস পেলো। বাচ্চারা কাল থেকে নতুন স্কুল ড্রেস পরে স্কুলে যাবে। চোখে মুখে কত আনন্দ। ওদের আনন্দ দেখে  আমরা খুবই আনন্দিত ,ভবিষ্যতেও এদের পাশে থাকবো ইনশাআল্লাহ।

স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা্র উপদেষ্টা ডাঃ এস এম হাবিবুর রহমান জানান স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা এর জন্ম হয় অসহায় মানুষের জন্য কিছু একটা করার প্রত্যাশায়। সেই প্রতিজ্ঞা নিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছে। আমরা স্বপ্ন দেখি আকাশের থেকে বিশাল, সমুদ্র থেকে গভীর কারণ আমরা জানি সেই স্বপ্ন পুরোপুরি বাস্তবায়ন না হলেও এক বিন্দু পরিমাণ হবে, তাহলেই আমরা স্বার্থক। তাই আমরা স্বপ্নের পথে যাত্রা করি ছোট ছোট পদক্ষেপে। যেন হোঁচট খেলেও খুব দ্রুত উঠতে পারি।

স্বদেশমৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক ও স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার মহাসচিব তানিয়া শেখ বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে নানা প্রতিকূলতা স্বত্বেও স্বদেশমৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতনের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে বদ্ধপরিকর এবং আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে।

স্টুডেন্ট এডুকেশনাল এসোসিয়েশনের চেয়াম্যান মোঃ গোলাম রাহমান বলেন সুবিধা বঞ্চিত ও পথশিশুদের পাশে দাঁড়ানো সমাজের প্রতিটি মানুষেরই কর্তব্য। আমাদের দায়বদ্ধতা থেকেই আমরা সুবিধা বঞ্চিত ও পথশিশুদের পাশে দাঁড়িয়েছি। তাদের পাশে দাঁড়ানোর অনুভুতিটা সবাই ফিল করতে পারে না। সমাজের প্রতিটি মানুষ যদি তাদের পাশে দাঁড়ায় তাহলে সুবিধা বঞ্চিত শিশুরা আর সুবিধা বঞ্চিত থাকবে না। তারাও এক সময় স্বাবলম্বি হয়ে উঠবে।

সুবিধা বঞ্চিত ৫ম শ্রেণীর শিশু জেরিনা  জানায়, সব মানুষ আমাদেরকে ভালোবাসে না। আমাদের থাকার মতো কোনো বাড়ি-ঘর নাই। আমাদের জামা-কাপড়ও সবসময় থাকেনা। যখন বড় ভাইয়েরা আমাদেরকে খাবার বা জামা-কাপড় দেয় তখন আামাদের অনেক খুশি লাগে। আজও আমাদের জন্য স্কুল্ডড্রেস আনছে। আমরা এগুলো পেয়ে অনেক খুশি হয়েছি। ধন্যবাদ TYGR Labs কে।