স্বদেশ মৃত্তিকা ২০ বছর পূর্তিতে শ্রেষ্ঠ উপস্থাপক হিসেবে ‘স্বদেশ মৃত্তিকা চ্যারিটি অ্যাওয়ার্ড’ গ্রহণ করেন জনপ্রিয় উপস্থাপক শেখ নজরুল ইসলাম।
ঢাকা, ৭ মে ২০২৫:
২০ বছর পূর্তিতে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা উদযাপন করলো তাদের প্রতিষ্ঠাবার্ষিকী। দীর্ঘ দুই দশক ধরে শিক্ষা, সমাজসেবা ও মানবিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে আসা এই সংস্থাটি রাজধানীর একটি মিলনায়তনে এই উৎসবের আয়োজন করে।
অনুষ্ঠানে শ্রেষ্ঠ উপস্থাপক হিসেবে ‘স্বদেশ মৃত্তিকা চ্যারিটি অ্যাওয়ার্ড’ গ্রহণ করেন জনপ্রিয় উপস্থাপক শেখ নজরুল ইসলাম।
শেখ নজরুল ইসলাম, যিনি বহু বছর ধরে বাংলাদেশ বেতারে দক্ষতার সঙ্গে উপস্থাপনার মাধ্যমে প্রাণবন্ত করে তুলেছেন,
শেখ নজরুল ইসলাম বলেন, "এই সম্মান আমার জন্য অনেক গর্বের। আমি বিশ্বাস করি, একজন উপস্থাপক শুধু কথা বলেন না, তিনি অনুভব তৈরি করেন, মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করেন। স্বদেশ মৃত্তিকার মতো একটি মানবিক সংস্থার অংশ হতে পেরে আমি কৃতজ্ঞ।”
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার চেয়ারম্যান ও সিইও মো. আকবর হোসেন, তিনি বলেন,
"আজকের এই দিনটি শুধু আমাদের অর্জনের উৎসব নয়—এটি তাদের সম্মান জানানোর দিন, যারা সমাজ পরিবর্তনে নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছেন। শেখ নজরুল ইসলাম তার সৃজনশীলতা ও কণ্ঠশক্তি দিয়ে আমাদের প্রতিটি আয়োজনকে আরও অর্থবহ করে তুলেছেন।”
অনুষ্ঠানে আরও ছিল সংস্থার শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং আগত অতিথিদের উন্মুক্ত মতবিনিময়।
এই আয়োজনে অতিথিরা বলেন, স্বদেশ মৃত্তিকার এই উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তনের অন্যতম দৃষ্টান্ত হয়ে থাকবে।
0 coment rios: