ঢাকা, ৪ মে ২০২৫:
সমাজসেবামূলক শিক্ষা প্রতিষ্ঠান স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্তা এর ২০ বছর পূর্তি উপলক্ষে এক আলোচনা সভা ও ‘ চ্যারিটি অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে রাজধানীর আগারগাঁও এর
জাতীয় আর্কাইভ অডিটোরিয়ামে
অনুষ্ঠানে দীর্ঘদিন ধরে সমাজ উন্নয়ন ও নারী ক্ষমতায়নে বিশেষ অবদান রাখার জন্য শাহিনুর হক ছবি-কে নারী উদ্যোক্তা ক্যাটাগরিতে ‘স্বদেশ মৃত্তিকা চ্যারিটি অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদান করা হয়। তিনি সমাজে পিছিয়ে পড়া নারীদের দক্ষতা উন্নয়ন ও ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে নানা কার্যক্রম পরিচালনা করে আসছেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, “স্বদেশ মৃত্তিকা বিগত দুই দশক ধরে শিক্ষা ও সমাজ উন্নয়নের ক্ষেত্রে যে ভূমিকা রেখেছে, তা দেশের জন্য একটি অনন্য উদাহরণ।” অনুষ্ঠানে শিক্ষাবিদ, সমাজকর্মী ও বিভিন্ন স্তরের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
শাহিনুর হক ছবি পুরস্কার গ্রহণ করে বলেন, “এই সম্মাননা আমার নয়, এটি সেই সকল সংগ্রামী নারীদের জন্য যারা সমাজে নিজেদের অবস্থান তৈরি করতে লড়াই করছেন। আমি তাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব।”
অনুষ্ঠানে স্বদেশ মৃত্তিকার পক্ষ থেকে ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে শিক্ষাবিস্তারের পরিকল্পনার কথাও জানানো
0 coment rios: