আন্তর্জাতিক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
আন্তর্জাতিক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪

কেরালায় ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪ জনে

কেরালায় ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪ জনে

 

ভারতের কেরালায় ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪ জনে। এ ছাড়া এ ঘটনায় এখন পর্যন্ত ১১৬ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।  

 দ্য ইকোনমিক টাইমসের খবরে বলা হয়েছে, চার ঘণ্টার বৃষ্টিতে মঙ্গলবার ভোরে কেরালার ওয়েনাড জেলার পাহাড়ি মেপ্পেদি এলাকায় কয়েকবার ভূমিধস হয়। তিন দফার ভূমিধসে বহু মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রাজ্যের দুর্যোগ মোকাবিলা সংস্থা কেরালা স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (কেসিডিএমএ) এক বিবৃতিতে জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার তৎপরতা চালাচ্ছেন কেসিডিএমএ এবং ভারতের কেন্দ্রীয় সরকারের অধীন দুর্যোগ মোকাবিলা সংস্থা এনডিআরএফের কর্মীরা। সেনাবাহিনীর দুটি ইউনিটও কাজ করছে। এলাকাটিতে ভারী বর্ষণের কারণে উদ্ধার তৎপরতা বাধাগ্রস্ত হচ্ছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন এবং দুর্যোগ মকাবিলায় সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় দুর্যোগে নিহতদের পরিবারকে ২ লাখ রুপি করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে। আর আহতদের জন্য দেওয়া হবে ৫০ হাজার রুপি।

 

বুধবার, ২৬ জুন, ২০২৪

যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেলেন জুলিয়ান অ্যাসাঞ্জ

যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেলেন জুলিয়ান অ্যাসাঞ্জ

যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের সাথে সমঝোতার পর আদালতে দোষ স্বীকার করে দীর্ঘ ১৪ বছর পরে মুক্ত হয়েছেন মার্কিন গোপন দলিল ফাঁস করে সাড়া ফেলে দেয়া ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ।

যুক্তরাষ্ট্র সরকারের গোপন সামরিক তথ্য, নথিপত্র প্রকাশ করে ১৪ বছর আগে ব্যাপক আলোচনায় এসেছিলেন অ্যাসাঞ্জ। ওই সময় থেকে তিনি যুক্তরাষ্ট্রের ওয়ান্টেড তালিকায় ছিলেন।

সুইডেনে একটি ধর্ষণ মামলায় গ্রেফতার এড়াতে সাত বছর ধরে লন্ডনের একুয়েডর দূতাবাসে আশ্রয় নিয়ে লুকিয়ে ছিলেন অ্যাসাঞ্জ। পরে ২০১৯ সালে যুক্তরাজ্যের পুলিশের কাছে গ্রেফতার হওয়ার পর সেদেশের কারাগারে ছিলেন।

মার্কিন আদালতে দোষ স্বীকার করলে এই কারাবাসকেই তার শাস্তি হিসাবে গণ্য করা হবে, আর কারাভোগ করতে হবে না, মার্কিন সরকারের বিচার বিভাগের সাথে এরকম একটি সমঝোতার পর ব্রিটেন থেকে তিনি মুক্তি পান। তাকে মুক্তি দিতে অনেকদিন ধরে অনুরোধ করে আসছিল অ্যাসাঞ্জের দেশ অস্ট্রেলিয়া।

এরপর প্রশান্ত মহাসাগরের মাঝে নর্দান মারিয়ানা দ্বীপপুঞ্জের একটি আদালতে হাজির হয়ে দোষ স্বীকার করার পর তাকে মুক্ত ঘোষণা করা হয়।

রবিবার, ১৯ মে, ২০২৪

ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার কবলে

ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার কবলে

 ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছে। উত্তর-পশ্চিম ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা শহরে এটি নিয়ন্ত্রণহীনভাবে অবতরণ করে। এ দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আহমদ ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।

শনিবার ইলহাম আলিয়েভের সঙ্গে একটি বাঁধ উদ্বোধন করতে প্রতিবেশী দেশ আজারবাইজানে ছিলেন রাইসি। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, এ ঘটনার কারণ অনুসন্ধাণে অভিযান চলছে। শিগগিরই বিস্তারিত জানা যাবে।

পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাবদুল্লাহিয়ান এবং প্রদেশে ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলে-হাশেম রাইসির মতো একই হেলিকপ্টারে ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

জ্বালানিমন্ত্রী আলী আকবর মেহরাবিয়ান এবং আবাসন ও পরিবহন মন্ত্রী মেহরদাদ বজরপাশ অন্য হেলিকপ্টারে ছিলেন। তারা নিরাপদে ফিরে আসেন।  

সূত্র: আলজাজিরা


বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪

সাউথ এশিয়ান অ্যাওয়ার্ড পেলেন ড.জাহিদ আহমেদ চৌধুরী বিপুল।

সাউথ এশিয়ান অ্যাওয়ার্ড পেলেন ড.জাহিদ আহমেদ চৌধুরী বিপুল।

নিজেস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক মাদকবিরোধী সফল সংগঠক হিসেবে দীর্ঘ দুই যুগের বেশি সময় ধরে কাজ করায়,নেপালে অনুষ্ঠিত সাউথ এশিয়ান ইউথ্ এন্ড বিজনেস ডেভেলপমেন্ট সামিট অনুষ্ঠানে ঝলক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড.জাহিদ আহমেদ চৌধুরী বিপুল ও ব্যবস্থাপনা সম্পাদক রেডটাইমস.কম.বিডি কে সাউথ এশিয়ান সোশাল চেঞ্জমেকার এওয়ার্ড তুলে দেন গ্লোবাল ইউথ ডেভেলপমেন্ট কাউন্সিল এর সভাপতি ইন্দিরা রানামাগার ডেপুটি স্পীকার নেপাল।

২৩শে ফেব্রুয়ারি অনুপম ফুডল্যান্ডে অনুষ্ঠিত হয় সাউথ এশিয়ান ইয়ুথ এন্ড বিজনেস ডেভেলপমেন্ট সামিট। এতে অংশগ্রহণ করে নেপাল চায়না মালয়েশিয়ায় ভারত ও বাংলাদেশ। সাউথ এশিয়ান অ্যাওয়ার্ড পেলেন ড.জাহিদ আহমেদ চৌধুরী বিপুল।


সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪

‘ডিউ ডিলিজেন্স আইন’ বাস্তবায়নে বাংলাদেশকে প্রস্তুত থাকতে হবে: চার্লস হোয়াইটলি

‘ডিউ ডিলিজেন্স আইন’ বাস্তবায়নে বাংলাদেশকে প্রস্তুত থাকতে হবে: চার্লস হোয়াইটলি

 ২৩ জানুয়ারী, ২০২৪, মঙ্গলবার ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অফ বাংলাদেশ (আইবিএফবি) "Due

Diligence Laws" এর উপর একটি সেমিনারের আয়োজন করেছে, যেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও প্রতিনিধিদলের প্রধান চার্লস হোয়াইটলি। সেমিনারে সভাপতিত্ব করেন জনাব হুমায়ুন রশীদ, সভাপতি, আইবিএফবি। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশের ইউরোপীয় ইউনিয়নের ডেপুটি চিফ জনাব বার্ন্ড স্প্যানিয়ার।

প্রধান অতিথি চার্লস হোয়াইটলি বলেন, বাংলাদেশ ২০২৬ সালের মধ্যে স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হতে যাচ্ছে, যার জন্য বাংলাদেশকে এখন থেকে মানবিক পরিস্থিতিসহ পরিবেশের উন্নয়ন মেনে চলার প্রস্তুতি নিতে হবে।

অন্যান্যদের মধ্যে জনাব ফারুক হাসান, সভাপতি, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড

এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ), জনাব মোহাম্মদ হাতেম, নির্বাহী সভাপতি, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ), জনাব মোহাম্মদ আলী খোকন, 

সভাপতি, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। জনাব এম.এস. সিদ্দিকী, ভাইস প্রেসিডেন্ট,আইবিএফবি মনোনীত আলোচনাকারী হিসেবে অংশগ্রহণ করেছেন।

বিশিষ্ট আলোচকরা প্রতিপক্ষ (ইউরোপীয় ইউনিয়ন ক্রেতাদের) দ্বারা আরএমজি প্রস্তুতকারকের প্রতি নম্র হওয়ার জন্য তাদের মতামত ব্যক্ত করেছেন। দামের আলোচনার সময় ক্রেতাদের বিবেচনা করা উচিত যে "যুক্তি পরিশ্রম আইন" বাস্তবায়নে একটি সাশ্রয়ী মূল্য থাকবে।

জনাব হুমায়ুন রশীদ, সভাপতি, আইবিএফবি বলেন যে, বিজিএমইএ, বিটিএমএ এবং বিকেএমইএ-এর মতো বাংলাদেশের স্টেকহোল্ডারদের জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রক্রিয়াধীন নতুন আইনটি যোগাযোগের ক্ষেত্রে আইবিএফবি একটি সহায়ক হয়েছে।

জনাব মাহমুদুল ইসলাম চৌধুরী, প্রতিষ্ঠাতা সভাপতি, আইবিএফবি সমাপনী বক্তব্য রাখেন যেখানে ধন্যবাদ জ্ঞাপন করেন আইবিএফবি এর উপদেষ্টা ড. মুহাম্মদ আব্দুল মজিদ। IBFB পরিচালক, সহ সদস্যগণ লিও টিটো এল. আউসান, জেআর., অ্যাম্বাসেডর এক্সট্রাঅর্ডিনারি অ্যান্ড প্লেনিপোটেনশিয়ারি, ফিলিপাইন প্রজাতন্ত্রের দূতাবাস, জনাব জিয়াদ হামাদ, ডেপুটি হেড অব মিশন, প্যালেস্টাইন দূতাবাস, জন ফে, ট্রেড কাউন্সেলর, ইউএস দূতাবাস, ঢাকা, মি. লীনা খান, লেবার অ্যাটাশে, ইউএস দূতাবাস, ঢাকা, ওলে আর জাস্টেসেন,

সেক্টর কাউন্সেলর পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা, রয়্যাল ডেনিশ দূতাবাস, ঢাকা, ফাহিম আবরার, সহযোগী

উপদেষ্টা - টেকসই উৎপাদন, রয়্যাল ডেনিশ দূতাবাস, ঢাকা, মিঃ ওয়ার্নার ল্যাঞ্জ, সমন্বয়কারী- জিআইজেড টেক্সটাইল ক্লাস্টার, কিম জিয়ং কি, কনসাল, কোরিয়া প্রজাতন্ত্রের দূতাবাস, মিঃ নূর-ই-খাজা, ডেপুটি সেক্রেটারি, শিল্প মন্ত্রণালয় মি. মোঃ খায়রুল হাসান, যুগ্ম সচিব, প্রধান আইন কর্মকর্তা, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ, প্রধানমন্ত্রীর কার্যালয়, জনাব জিয়াউল হাসান চৌধুরী, সহকারী মহাসচিব, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন, জনাব মোঃ ফজলুল হক মজুমদার, 

অতিরিক্ত নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) ), বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ, জনাব মো. খালিদ আবু নাসের, পরিচালক, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন, জনাব মোঃ মকবুল হোসেন, গবেষণা কর্মকর্তা, রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সকলেই উপস্থিত ছিলেন।


সোমবার, ৯ অক্টোবর, ২০২৩

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের কমার্শিয়াল কাউন্সেলরের সাথে আইবিএফবি’র বৈঠক  উপযুক্ত ব্যবসার পরিবেশের ওপর জোর দেন জন ফে

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের কমার্শিয়াল কাউন্সেলরের সাথে আইবিএফবি’র বৈঠক উপযুক্ত ব্যবসার পরিবেশের ওপর জোর দেন জন ফে

 [ঢাকা, ০৮ অক্টোবর ২০২৩] ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) সম্প্রতি
রাজধানীতে অবস্থিত এর নিজস্ব প্রাঙ্গণে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের কমার্শিয়াল কাউন্সেলর জন
ফে’র সাথে একটি বৈঠকের আয়োজন করে। জন ফে বাংলাদেশের ব্যবসার পরিবেশ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। জন ফে’র উপস্থিতিতে আইবিএফবি সভাপতি হুমায়ুন রশীদ আইবিএফবি’র ভূমিকা ও বিভিন্ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন।

অনুষ্ঠানে আইবিএফবি’র পরিচালক ও সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র
অ্যাডভোকেট, বাংলাদেশের সাবেক অ্যাটর্নি জেনারেল ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এ.এফ.হাসান আরিফ; আইবিএফবি’র সরকারি সম্পর্ক ও অ্যাডভোকেসি কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ শামীম চৌধুরী, এনডব্লিউসি, পিএসসি (অবসরপ্রাপ্ত); সাবেক সচিব ও এনবিআরের চেয়ারম্যান এবং আইবিএফবি’র অর্থ কমিটির চেয়ারম্যান ড. মুহাম্মদ আবদুল মজিদ; আইবিএফবি’র প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল ইসলাম চৌধুরী এবং আইবিএফবি’র সহ-সভাপতি (ফাইনান্স) লুৎফুন্নিসা সৌদিয়া খান।

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের কমার্শিয়াল কাউন্সেলর জন ফে আন্তর্জাতিক ব্যবসায়ী সম্প্রদায়ের
স্বার্থে বাংলাদেশে ব্যবসার পরিবেশ উন্নত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। উপযুক্ত ব্যবসায়িক
পরিবেশের ঘাটতির কারণে মার্কিন বিনিয়োগকারীরা বাংলাদেশে ব্যবসা করতে বিভিন্ন সমস্যার সম্মুখীন
হচ্ছে। তিনি আরও বলেন, বাংলাদেশের উচিত সব বিষয়ে কমপ্লায়েন্স নিশ্চিত করা। সামনের দিনগুলোতে বড় চ্যালেঞ্জ রয়েছে, তবে আমরা ব্যবসায়িক সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে কাজ করে যাচ্ছি।

আইবিএফবি সদস্যদের প্রশ্নের জবাবে জন ফে আশ্বস্ত করেন যে, বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায়ের
পক্ষ থেকে উত্থাপিত বিভিন্ন ইস্যু যুক্তরাষ্ট্র অবশ্যই ইতিবাচকভাবে বিবেচনা করবে। মার্কিন
যুক্তরাষ্ট্র ব্যবসা-বাণিজ্যের সাথে সম্পর্কিত সকল বিষয়ে কমপ্লায়েন্স থাকবে বলে আশা করে। 

তিনি আরও বলেন, কঠিন পরিস্থিতি সত্ত্বেও আগামী দিনে বাংলাদেশ আরও ভাল করবে এবং মার্কিন
যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইন্দো-প্যাসিফিক স্ট্রাটেজি ব্যবসায়ী সম্প্রদায়ের জন্য ফলপ্রসূ হবে।

আইবিএফবি’র ভাইস প্রেসিডেন্ট এম এস সিদ্দিকী বলেন, বাংলাদেশে ব্যবসার পরিবেশ ধীরে ধীরে উন্নত হচ্ছে, কিন্তু বিদ্যমান পরিবেশ বিদেশি বিনিয়োগকারীদের কাছে গ্রহণযোগ্য নয়।

রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩

সুদানে সেনাবাহিনী-আধাসামরিক বাহিনী সংঘর্ষ, নিহত ৫৬

সুদানে সেনাবাহিনী-আধাসামরিক বাহিনী সংঘর্ষ, নিহত ৫৬

আন্তর্জাতিক ডেস্ক: স্বদেশসময়.কম রোববার (১৬ এপ্রিল) বিবিসি জানায়, সুদানের সেনাবাহিনী ও একটি আধাসামরিক বাহিনীর মধ্যে ক্ষমতার লড়াইয়ে রাজধানী খার্তুমে সংঘর্ষে ৫৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। দেশটির চিকিৎসাকর্মীরা জানিয়েছে, আশেপাশের শহর ও অঞ্চলে কমপক্ষে ৫৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। কয়েক ডজন সামরিক কর্মী মারা গেছে, যাদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৫৯৫ জন। বিবিসির খবরে বলা হয়, সুদানের সেনাবাহিনী এবং আধা-সামরিক বাহিনীর মধ্যে ক্ষমতার লড়াইয়ে আফ্রিকার এই দেশটি কেঁপে উঠেছে। দারফুরসহ অন্যান্য অঞ্চলেও সহিংসতার খবর মিলেছে। প্রেসিডেন্ট প্রাসাদ, সেনাপ্রধানের বাসভবন, এবং খার্তুম আন্তর্জাতিক বিমানবন্দর দখলে নেওয়ার দাবি করেছে আরএসএফ। তবে এ দাবি নাকচ করেছে দেশটির সেনাবাহিনী। দেশটির পশ্চিমাঞ্চলের কাবকাবিয়ার সামরিক ঘাঁটিতে দুইপক্ষের গোলাগুলিতে প্রাণ গেছে বিশ্ব খাদ্য কর্মসূচির তিন কর্মীর। এক বিবৃতিতে আরএসএফ জানিয়েছে, তারা উত্তরের শহর মেরোওয়ে এবং পশ্চিমে এল-ওবেইদের বিমানবন্দর দখল করেছে। সেখানে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। খার্তুমের বাসিন্দারা বিবিসিকে তাদের আতঙ্ক ও ভয়ের কথা জানিয়েছেন। একজন বর্ণনা করেন তার পাশের বাড়িতে গুলি চালানো হয়েছে। সুদানের সেনাবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, আধাসামরিক বাহিনী সামরিক ঘাঁটিতে হামলা করেছে। ব্রিগেডিয়ার-জেনারেল নাবিল আবদুল্লাহ বলেছেন, ‘র‌্যাপিড সাপোর্ট ফোর্সের যোদ্ধারা খার্তুম এবং সুদানের আশেপাশে বিভিন্ন সেনা ক্যাম্পে হামলা চালায়। সংঘর্ষ চলছে এবং সেনাবাহিনী দেশ রক্ষার দায়িত্ব পালন করছে।’

রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২

চীনে করোনার ভ্যারিয়েন্ট এক ব্যক্তি থেকে ১৮ জনে সংক্রমিত হতে পারে

চীনে করোনার ভ্যারিয়েন্ট এক ব্যক্তি থেকে ১৮ জনে সংক্রমিত হতে পারে

বিধিনিষেধ তুলে নেওয়ার পর চীনে করোনার সংক্রমণ বেড়েছে। দেশটিতে করোনাভাইরাসের ওমিক্রনের যে সাব-ভ্যারিয়েন্টটির বিস্তার ঘটছে সেটি অনেক শক্তিশালী। এতে সংক্রমিত ব্যক্তি ১৮ জনের মধ্যে পুনরায় সংক্রমণ ঘটাতে পারে। সুপরিচিত মহামারি বিশেষজ্ঞ ড. ঝং নানশান এ তথ্য জানিয়েছেন। ড. ঝং বলেছেন, ‘আমরা দেখতে পাচ্ছি, কয়েকটি বড় শহরে কয়েক লাখ বা কয়েক হাজার মানুষ সংক্রমিত হয়েছে।’ স্বাস্থ্য কর্তৃপক্ষ শনিবার বেইজিংয়ে এক হাজার ৬৬২ জনের সংক্রমণের তথ্য রেকর্ড করা হয়েছে। ৬ ডিসেম্বর এই সংখ্যা ছিল তিন হাজার ৯৭৪ জন। গত সপ্তাহের তুলনায় সংক্রমণের হার ৪২ শতাংশ কম। বেইজিংয়ের বাসিন্দাদের নিয়মিত কোভিড - ১৯ পরীক্ষা ব্যবস্থা বাতিল করা হয়েছে। সরকারের নতুন নির্দেশনা অনুযায়ী, শুধুমাত্র স্বাস্থ্যকর্মীদের মতো গোষ্ঠীর জন্য কোভিড-১৯ পরীক্ষা বাধ্যতামূল করা হয়েছে। এর ফলে দেশটিতে নতুন সংক্রমিতের রেকর্ড কমেছে। তথ্য-প্রমাণে দেখা গেছে, ২ কোটি ২০ লাখ মানুষের শহরটিতে অনেক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। শহরের সব বাসিন্দাই কোভিডে আক্রান্ত হয়েছেন এমন কাউকে না কাউকে চেনেন বলে মনে করা হচ্ছে। বেইজিংয়ের একটি পর্যটন এবং ইভেন্ট কোম্পানিতে কর্মরত এক নারী বলেছেন, ‘আমার সংস্থায়, কোভিড -১৯ নেগেটিভ লোকের সংখ্যা শূন্যের কাছাকাছি। আমরা বুঝতে পারছি এটি এড়ানো যাবে না - প্রত্যেককে কেবল বাড়ি থেকে কাজ করতে হবে।’ রোববার বেইজিংয়ের দোকানগুলোর জন্য একটি স্বাভাবিক ব্যবসায়িক দিন এবং এটি সাধারণত ব্যস্ততম দিন। তবে বেইজিংয়ের সবচেয়ে জনবহুল জেলা চাওয়াংয়ের শপিংমলগুলোতে রোববার খুব কম লোকই দেখা গেছে এবং অনেক সেলুন, রেস্তোঁরা এবং খুচরা দোকান বন্ধ ছিল। তবে বেইজিংয়ের ওষুধের দোকানগুলোর বাইরে দীর্ঘ লাইন দেখা গেছে। বাসিন্দাদের সর্দি ও জ্বরের ওষুধ এবং অ্যান্টিজেন পরীক্ষার কিট মজুদ কিনতে দেখা গেছে।

শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২

ইন্দোনেশিয়ায় কয়লা খনিতে বিস্ফোরণে ১০ শ্রমিক নিহত

ইন্দোনেশিয়ায় কয়লা খনিতে বিস্ফোরণে ১০ শ্রমিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক || ইন্দোনেশিয়ায় একটি কয়লা খনিতে বিস্ফোরণে ১০ শ্রমিক নিহত হয়েছে। একটি উদ্ধারকারী সংস্থার বরাত দিয়ে শুক্রবার এএফপি এ তথ্য জানিয়েছে। শ্রমিকরা পশ্চিম সুমাত্রা প্রদেশের একটি কয়লা খনিতে ছিল। বিস্ফোরণে ১৪ শ্রমিক মাটিচাপা পড়েছিল। স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার মুখপাত্র অক্টাভিয়ান্তো বিবৃতিতে বলেছেন ‘মিথেনের কারণে খনিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।’ তিনি জানান, ১০ লাশ উদ্ধার করা হয়েছে এবং চার জন বেঁচে গেছে। খনিজ-সমৃদ্ধ দক্ষিণ-পূর্ব এশীয় দ্বীপপুঞ্জের দেশটিতে খনির দুর্ঘটনা সাধারণ। বিশেষ করে লাইসেন্সবিহীন পরিত্যক্ত খনিগুলোতে যথাযথ নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার না করার কারণে দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটে। সেপ্টেম্বরে বোর্নিও দ্বীপে একটি খনিতে ভূমিধসে অন্তত সাত জন মারা যান।

শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২

বাবা হলেন ৭০ বছরের বৃদ্ধ

বাবা হলেন ৭০ বছরের বৃদ্ধ

২০১৯ সালের জুলাই মাসে অনিন্দ্য দত্ত নামের একমাত্র ছেলের মৃত্যু হয় ট্রেন দুর্ঘটনায়। তারপর থেকে দিশেহারা হয়ে পড়েন পশ্চিমবঙ্গের তপন দত্ত (৭০) ও তার স্ত্রী রুপা দত্ত (৫৪)। একাকীত্ব ও মানসিক যন্ত্রণার কষ্ট কুরে কুরে খেতো দও দম্পতিকে। এরপর এই দম্পতি মনে করেন পৃথিবীতে বেঁচে থাকার ও একাকীত্বের জীবন দূর করার জন্য সন্তান প্রয়োজন যেহেতু দুইজনের বয়স হয়েছে অনেক বেশি তাই বাধা হয়ে দাঁড়ায় শারীরিক একাধিক অসুবিধা। পরে পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় এক ডাক্তারের সঙ্গে যোগাযোগ করেন ওই দত্ত দম্পতি। তার পরামর্শেই শুরু হয় চিকিৎসা। কিন্তু বাচ্চা গর্ভধারণ করার পর একাধিক শারীরিক অসুবিধার সম্মুখীন হন মা রুপা দত্ত। এই অবস্থায় যে ডাক্তার দত্ত দম্পতিকে চিকিৎসা করতো সেও এক সময় হাল ছাড়তে থাকেন। পরবর্তীসময়ে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমের সঙ্গে যোগাযোগ শুরু করেন ও চিকিৎসা নেন। অবশেষে দীর্ঘদিন চিকিৎসা শেষে সেখানেই এক ছেলে ও একটি মেয়ে অর্থাৎ দুই যমজ শিশুর জন্ম দেয় এই বৃদ্ধ দম্পতি। জানা গেছে, রুপা দত্ত অক্টোবর মাসের ১০ তারিখ ওই যমজ শিশুর জন্ম দেন। নভেম্বর মাসের ৩০ তারিখ অর্থাৎ বুধবার শিশুদের নিয়ে তাদের অশোকনগরের বাড়িতে আসেন দত্ত দম্পতি। বর্তমানে সুস্থ আছেন তপন দত্তের স্ত্রী রূপা দত্ত ও তাদের সদ্য জন্ম নেওয়া সন্তানরা। আত্মীয়-স্বজন ও পাড়ার লোকজন তাদের ফুল ছিটিয়ে শঙ্খ বাজিয়ে বরণ করে নেয়। দত্ত দম্পতি মনে করছেন সন্তানদের ধীরে ধীরে বড় করে তুলবেন। এতে কিছুটা হলেও পুত্র শোকের যন্ত্রণা থেকে মুক্তি পাবেন তারা।

বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২

বাংলাদেশে অফিস খুলছে সিঙ্গাপুরের ডিবিএস ব্যাংক

বাংলাদেশে অফিস খুলছে সিঙ্গাপুরের ডিবিএস ব্যাংক

বাংলাদেশে অফিস খুলছে সিঙ্গাপুরের ডিবিএস ব্যাংক স্টাফ রিপোর্টারঃ তানিয়া শেখ
বাংলাদেশের রাজধানী ঢাকায় নিজেদের প্রতিনিধি অফিস (ডিবিএস ঢাকা) চালু করার ঘোষণা দিয়েছে (১৬ নভেম্বর) সিঙ্গাপুরভিত্তিক ডিবিএস ব্যাংক। এর মধ্য দিয়ে বিশ্বের ১৯টি দেশে ব্যাংকটির প্রতিনিধি অফিস খোলা হবে।  গত দুই দশক ধরে সিঙ্গাপুরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার বাংলাদেশ। ২০২১ সালে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম আমদানি অংশীদার ছিল সিঙ্গাপুর; যেখান থেকে মোট আনুমানিক ২.৪ বিলিয়ন মার্কিন ডলার (৩.২৩ বিলিয়ন সিঙ্গাপুরি ডলার) মূল্যের পণ্য আমদানি করা হয়। একইসাথে, বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি, যোগাযোগ ও লজিস্টিকস এবং বন্দর খাতে শীর্ষ বিনিয়োগকারীদের মধ্যে সিঙ্গাপুর অন্যতম। নিকট ভবিষ্যৎ থেকে মধ্য মেয়াদী ভবিষ্যতে বাংলাদেশের জ্বালানি ও অবকাঠামো খাতে উল্লেখযোগ্য পরিমাণ বিনিয়োগ প্রয়োজন হবে এবং বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই এটা সম্ভব হবে। ডিবিএস মনে করে, এক্ষেত্রে উত্তর এশিয়া ও ভারতের অংশীদাররা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।   বাণিজ্যে অর্থায়ন এবং এ সংশ্লিষ্ট পরামর্শ প্রদানের মাধ্যমে বাংলাদেশের সাথে নিজেদের সম্পৃক্ততা বজায় রেখে চলেছে ডিবিএস; পাশাপাশি, বাংলাদেশে প্রকল্প বিনিয়োগের ক্ষেত্রেও সহায়ক ভূমিকা রয়েছে ডিবিএস -এর। এখন বাংলাদেশে প্রতিনিধি অফিস খোলার মাধ্যমে দেশে ব্যাংকটির কার্যক্রম আরও বিস্তৃত হবে; একইসাথে, বিশ্বজুড়ে ডিবিএস গ্রাহকদের সাথে যোগাযোগ স্থাপনেও মিড-টার্ম ভূমিকা পালন করবে ডিবিএস ঢাকা। ডিবিএস ঢাকার প্রধান প্রতিনিধি হিসেবে তাহসিনা বানুকে নিয়োগ দেয়া হয়েছে। ২০ বছরেরও বেশি সময় আন্তর্জাতিক ব্যাংকের সাথে বাংলাদেশ ও মধ্যপ্রাচ্য সুনামের সাথে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। তাহসিনা বানুর হোলসেল ব্যাংকিং, ট্রেড অপারেশনস ও রিস্ক ম্যানেজমেন্ট সহ ব্যাংকিং ব্যবসার বিভিন্ন ক্ষেত্রে কাজের বিস্তৃত অভিজ্ঞতা রয়েছে।         ঢাকায় ডিবিএস ব্যাংকের প্রতিনিধি অফিস খোলার ব্যাপারে ডিবিএস’র গ্রুপ হেড অব ইনস্টিটিউশনাল ব্যাংকিং গ্রুপ, তান সু শান বলেন, ‘সিঙ্গাপুর যখন এ বছর বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উদযাপন করছে, আমরা মনে করি বাংলাদেশের মতো এমন দ্রুতবর্ধনশীল বাজারে বিনিয়োগ করার এটাই সঠিক সময়। সাম্প্রতিক বছরগুলোতে গুরুত্বপূর্ণ ভৌগলিক অবস্থানের কারণে বাংলাদেশের গুরুত্ব বেড়েছে। ফলে, দক্ষিণ এশিয়া ও এর বাইরেও, আন্তঃআঞ্চলিক বাণিজ্য করতে চায় ডিবিএস -এর এমন গ্রাহকদের কাছে গুরুত্বপূর্ণ অঞ্চলে পরিণত হয়েছে বাংলাদেশ। তাই, এ অঞ্চলে আমাদের গ্রাহকদের বিনিয়োগ ও সম্প্রসারণের পরিকল্পনায় সর্বাত্মক সহায়তার প্রতিশ্রুতির অংশ হিসেবেই এই প্রতিনিধি অফিস খোলা হবে।’ ২০০৯ থেকে ২০২২ সাল পর্যন্ত টানা ১৪ বছর গ্লোবাল ফাইন্যান্স কর্তৃক ‘সেইফেস্ট ব্যাংক ইন এশিয়া’ পুরস্কার অর্জন করে ডিবিএস ব্যাংক। পাশাপাশি, এই আগস্টে যুক্তরাষ্ট্র-ভিত্তিক ফাইন্যান্সিয়াল পাবলিকেশন গ্লোবাল ফাইন্যান্সের ‘ওয়ার্ল্ডস বেস্ট ব্যাংক’ হিসেবে স্বীকৃতি অর্জন করে ব্যাংকটি। ২০১৮ থেকে টানা তৃতীয়বারের মতো ম্যাগাজিনটির শীর্ষস্থানের এই সম্মানে ভূষিত হলো ব্যাংকটি। এছাড়াও, গত ৫ বছরের মধ্যে এটি ব্যাংকটির সপ্তম ‘গ্লোবাল বেস্ট ব্যাংক’ স্বীকৃতি অর্জন। এ খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে ভবিষ্যতের ব্যাংকিং খাতকে ডিবিএস যে নতুন মাত্রা দিবে তারই প্রতিফলন সম্মানজনক এসব অর্জন।

সোমবার, ২৪ অক্টোবর, ২০১৬

মাল্টায় বিমান দুর্ঘটনায় তিন ফরাসি কর্মকর্তাসহ নিহত ৫

মাল্টায় বিমান দুর্ঘটনায় তিন ফরাসি কর্মকর্তাসহ নিহত ৫


স্বদেশসময় টোয়েন্টিফোর ডটকম

আন্তর্জাতিক ডেস্ক, : মাল্টা আন্তর্জাতিক বিমানবন্দরে একটি পর্যবেক্ষণকারী বিমান উড্ডয়নের কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয়ে তিন ফরাসি প্রতিরক্ষা কর্মকর্তাসহ পাঁচজন মারা গেছে। খবর বিবিসির।
খবরে বলা হয়, সোমবার সকালে স্থানীয় সময় সকাল ১১টায় ছোট আকারের বিমানটি ভূমধ্যসাগরের উপর দিয়ে একটি মিশনে যাওয়ার জন্য রওয়ানা হয়েছিল। ঠিক ঐ মুহূর্তে বিমানটির সামনের অংশ সজোরে মাটিতে আঘাত হানে এবং আগুন ধরে যায়।  প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানটি বিধ্বস্ত হওয়ার আগ পর্যন্ত তারা কোনো বিস্ফোরণের শব্দ শুনতে পাননি। মাল্টা কর্তৃপক্ষ জানায়, মাদক ও মানব পাচার ধরতে ফরাসি অভিযানে অংশ নিচ্ছিল বিমানটি।  বিমানটির বিধ্বস্ত হওয়ার কারণ অনুসন্ধানে নেমেছে ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বিমান বিধ্বস্ত হওয়ার কারণে মাল্টা বিমানবন্দরের দিনের কিছু ফ্লাইট ব্যাহত হয়। বিমানবন্দরের কার্যক্রম পুনরায় চালু হয়েছে।  ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী জ্যাঁ ইভস লে দ্রায়ান নিশ্চিত করেছেন, নিহতদের তিনজন ফরাসি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং বাকি দুই জন ঠিকাদার। 

বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০১৬

আকাশে দুই বিমানের সংঘর্ষ, নিহত ৫

আকাশে দুই বিমানের সংঘর্ষ, নিহত ৫

স্বদেশসময় টোয়েন্টিফোর ডটকম

আকাশে দুই বিমানের সংঘর্ষ, নিহত ৫আন্তর্জাতিক ডেস্ক : আকাশে ছোট দুটি বিমানের মধ্যে সংঘর্ষে মারা গেছে পাঁচজন। যুক্তরাষ্ট্রের আলাস্কা রাজ্যে স্থানীয় সময় বুধবার এ ঘটনা ঘটেছে। ছোট বিমান দুটির কোনো আরোহী বেঁচে নেই।
বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
আলাস্কার প্রত্যন্ত অঞ্চলে রাশিয়ান মিশন কাজ করছে, এমন একটি গ্রামের পাশে এ দুর্ঘটনা ঘটে।  আলাস্কার ন্যাশনাল গার্ড জানিয়েছে, স্থানীয় বিমানসংস্থা হেজল্যান্ড অ্যাভিয়েশনের একটি বিমান এবং রেনফ্রো’স আলাস্কা অ্যাডভেঞ্চারাস নামে ট্যুর কোম্পানি পরিচালিত আরেকটি বিমানের মধ্যে সংঘর্ষ হয়। এতে হেজল্যান্ড অ্যাভিয়েশনের বিমানের তিনজন এবং অ্যাডভেঞ্চারাসের দুজন আরোহী মারা যান।
যুক্তরাষ্ট্রে আকাশে বিমানে-বিমানে সংঘর্ষ বিরল। তবে এ পর্যন্ত এ জাতীয় যত ঘটনার কথা শোনা গেছে, তার অধিকাংশই ঘটেছে কোনো না কোনো বিমানবন্দরে পাশে।

সোমবার, ২৯ আগস্ট, ২০১৬

ইনসুলিন নিতে আর ইঞ্জেকশন নয়

ইনসুলিন নিতে আর ইঞ্জেকশন নয়

স্বদেশসময় টোয়েন্টিফোর ডটকম

ইনসুলিন নিতে আর ইঞ্জেকশন নয়আন্তর্জাতিক ডেস্ক : আমাদের দেশে তো বটেই, বিশ্বে ডায়াবেটিস একটি বড় ধরনের সমস্যা হয়ে রয়ে গেছে। একবার যিনি আক্রান্ত হয়েছেন, চিরজীবন তাকে বয়ে বেড়াতে হয়েছে অ-নিরাময়যোগ্য রোগটি। যদিও একে নিয়ন্ত্রণে রাখার উপায় রয়েছে নানারকম ওষুধপত্র প্রয়োগের পাশাপাশি জগিং ও হঁটাচলার মাধ্যমে। এই ওষুধপত্রের মধ্যে একটি হচ্ছে ইনসুলিন, যা নিতে হয় ইঞ্জেকশনের মাধ্যমে। কিন্তু সব সময় নিতে কি আর ভাল লাগে, ব্যাথা তো একটু লাগেই। তবে এখন আর ইনসুলিন নিতে চিন্তার কোনো কারণ নেই, কেননা ইঞ্জেকশন নিতে হবে না। তবে এর বদলে খেতে হবে ট্যাবলেট বা ক্যাপসুল, যা অত্যন্ত ফলদায়ক ও ইনসুলিনের মতোই কার্যকর। এটি (ইনসুলিন) খাওয়ার সঙ্গে সঙ্গে রক্তে চিনির মাত্রা দ্রæত স্বাভাবিক স্তরে নেমে আসবে।
যুক্তরাজ্যের সান পত্রিকায় বলা হয়, এই ক্যাপসুলটি ব্যবহার করে শুধুমাত্র যুক্তরাজ্যে প্রতিদিন ৪০ লাখ মানুষ ইঞ্জেকশনের মাধ্যমে ইনসুলিন নেওয়ার হাত থেকে রেহাই যাবে।
এই ক্যাপসুল তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের নায়াগ্রা বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষজ্ঞ দল। এটি খাওয়ার পরপরই পৌঁছে যাবে পাকস্থলীতে। এরপর ইনসুলিন উৎপাদন করে ছড়িয়ে দিবে রক্তে। নতুন এই পদ্ধতিকে বলা হয় কলেস্টোসোম।

এতে ব্রিটেনের ৪০ লাখ ডায়াবেটিস রোগী দৈনিক ইঞ্জেকশনের মাধ্যমে ইনসুলিন নেয়ার হাত থেকে রেহাই পাবে।

গবেষক দলের প্রধান প্রফেসর ম্যারি ম্যাককোর্ট বলেছেন, ‘আমরা কলেস্টোসোম নামে নতুন একটি পদ্ধতি উদ্ভাবন করেছি।

গবেষকরা তাদের এই নতুন উদ্ভাবন ফিলাডেলফিয়ার আমেরিকান কেমিক্যাল সোসাইটির জাতীয় সভায় উপস্থাপন করবেন। তবে এর আগে তারা প্রাণী দেহের উপর আরো পরীক্ষা-নিরীক্ষা করবেন। এরপর এই ক্যাপসুল বাজারজাত করা হবে।
সিরিয়ায় তুরস্কের যুদ্ধ ‘অগ্রহণযোগ্য’ : যুক্তরাষ্ট্র

সিরিয়ায় তুরস্কের যুদ্ধ ‘অগ্রহণযোগ্য’ : যুক্তরাষ্ট্র

স্বদেশসময় টোয়েন্টিফোর ডটকম


সিরিয়ায় তুরস্কের যুদ্ধ ‘অগ্রহণযোগ্য’ : যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র বলছে, সিরিয়ায় তুরস্ক ও তুরস্কপন্থি সিরীয় বিদ্রোহীদের সঙ্গে কুর্দিযোদ্ধাদের যে যুদ্ধ হচ্ছে, তা ‘অগ্রহণযোগ্য’ এবং এখনই তা বন্ধ করতে হবে।
জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটে দায়িত্বরত মার্কিন দূত টুইটে বলেছেন, যেসব স্থানে সংঘর্ষ হচ্ছে, যেসব স্থানে আইএস নেই। যা গভীর উদ্বেগের বিষয়।

গত সপ্তাহে সীমান্ত পার হয়ে সিরিয়ায় ঢুকে ব্যাপক হামলা চালাচ্ছে তুরস্ক। তাদের লক্ষ্যে রয়েছে ‘কুর্দি সন্ত্রাসীরা’। কুর্দিদের তুরস্ক ‘সন্ত্রাসী’ হিসেবে অভিহিত করে থাকে। এদিকে কুর্দিদের একটি সামরিক শাখা ওয়াইপিজে দাবি করেছে, সিরিয়ার মাটি দখল করতে চায় তুরস্ক। অন্যদিকে আঙ্কারা জানিয়েছে, তুরস্ক সীমান্ত এলাকা থেকে আইএস ও কুর্দিদের বিতাড়িত করতে চায় তারা।

তুরস্কের সামরিক বাহিনী এবং বিদ্রোহীদের একাংশ ফ্রি সিরিয়ান আর্মি (এফএসএ) যৌথভাবে হামলা চালিয়ে সীমান্তবর্তী সিরিয়ার জারাবলুস শহর থেকে মঙ্গলবার আইএসকে হটিয়ে দেয়। একই সময়ে তারা কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)-এর বিরুদ্ধেও হামলা চালানো শুরু করে।

ইউফ্রেতিস নদীর পূর্ব তীর থেকে কুর্দিদের বিতাড়িত করতে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তুরস্ক। সোমবার তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেন, শেষ পর্যন্ত সিরিয়ায় সন্ত্রাসীবিরোধী যুদ্ধ চালিয়ে যাবে তুরস্ক।

 

বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০১৬

পাকিস্তানের সামরিক ব্যয় ৩০ কোটি ডলার দিচ্ছে না যুক্তরাষ্ট্র

পাকিস্তানের সামরিক ব্যয় ৩০ কোটি ডলার দিচ্ছে না যুক্তরাষ্ট্র

স্বদেশসময় টোয়েন্টিফোর ডটকম:


পাকিস্তানের সামরিক ব্যয় ৩০ কোটি ডলার দিচ্ছে না যুক্তরাষ্ট্রআন্তর্জাতিক ডেস্ক : সামরিক ব্যয় বাবদ প্রতিশ্রুত ৩০ কোটি মার্কিন ডলার পাকিস্তানকে দিচ্ছে না যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছন, নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী হাক্কানি নেটওয়ার্ক এবং আফগান তালেবানদের বিরুদ্ধে পাকিস্তান যথাযথ পদক্ষেপ নিচ্ছে কি না- এ ব্যাপারে কংগ্রেসকে প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার সদুত্তর না দেওয়ায় অর্থ ছাড় বন্ধ করা হয়েছে।
এনডিটিভি অনলাইনের এক খবরে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে। গত দশক থেকে পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছে। যুক্তরাষ্ট্রের ভাষায়, আফগান তালেবান ও হাক্কানি নেটওয়ার্কের মতো ইসলামপন্থি নিষিদ্ধ সংগঠনগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নিতে ‘পাকিস্তানের অনীহা’ রয়েছে।

পেন্টাগনের মুখপাত্র অ্যাডাম স্টুম্প বুধবার জানিয়েছেন, ‘পাকিস্তান সরকারের জন্য এখন তহবিল ছাড় করা হবে না। কারণ হাক্কানি নেটওয়ার্কের বিরুদ্ধে পাকিস্তান যথাযথ পদক্ষেপ নিচ্ছে বলে প্রতিরক্ষামন্ত্রী নিশ্চিত করেননি।’

সন্ত্রাসবাদবিরোধী এবং জঙ্গিবাদবিরোধী অভিযানের জন্য কোয়ালিশন সাপোর্ট ফান্ড (সিএসএফ) থেকে সহযোগী দেশগুলোকে অর্থ সহায়তা দেয় যুক্তরাষ্ট্র। এ ফান্ড থেকে সবচেয়ে বেশি অর্থ পেয়ে আসছে পাকিস্তান।

তবে অ্যাডাম স্টুম বলেছেন, ‘পাকিস্তানের সামরিক বাহিনী গত দুই বছর ধরে যে উৎসর্গ করে আসছে, এই সিদ্ধান্তে (তহবিল আটকে দেওয়া) তা ম্লান হবে না।’

পেন্টাগনের তথ্যানুযায়ী, ২০০২ সাল থেকে সিএসএফের অধীনে পাকিস্তান পেয়েছে প্রায় ১ হাজার ৪০০ কোটি ডলার।

সোমবার, ২৫ জুলাই, ২০১৬

অস্ট্রেলিয়ায় ৬.১ মাত্রার ভূমিকম্প, সুনামির আশঙ্কা

অস্ট্রেলিয়ায় ৬.১ মাত্রার ভূমিকম্প, সুনামির আশঙ্কা


অস্ট্রেলিয়ায় ৬.১ মাত্রার ভূমিকম্প, সুনামির আশঙ্কাআন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ার দক্ষিণ উপকূলে সোমবার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। ৬ দশমিক ১ মাত্রার এ ভূকিম্পের কারণে সুনামির আশঙ্কা করা হচ্ছে।
যুক্তরাজ্যের এক্সপ্রেস অনলাইনে এ তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, দক্ষিণ অস্ট্রেলিয়ার কুইন্সটাউন থেকে সমুদ্রে ১ হাজার কিলোমিটার মধ্যে ভূপৃষ্ঠের ৬ কিলোমিটার গভীরে এ ভূমিকম্প হয়।  অস্ট্রেলিয়ার ভূবিজ্ঞান বিভাগ জানিয়েছে, এ ভূমিকম্পের ফলে সুনামি হতে পারে। সরকারিভাবে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

অস্ট্রেলিয়ার স্থানীয় সময় সোমবার বিকেল ৫টা ২৮ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। ৩০ বছরের মধ্যে এটিই অস্ট্রেলিয়ায় অনুভূত সবচেয়ে বড় ভূমিকম্প। তিন সপ্তাহ আগে অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্ব উপকূলে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হয়।

অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চল ও দক্ষিণাঞ্চলে ভূমিকম্পের প্রবণতা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পার্থ থেকে ৪৪৭ কিলোমিটার দূরে পশ্চিম অস্ট্রেলিয়ার নরসিম্যান অঞ্চলে গত মাসে ৩০ বার ভূমিকম্প হয়েছে। তবে এগুলোর মাত্রা ছিল কম। ওই ভূমিকম্পগুলোর পর সুনামি সতর্কতা উঠিয়ে নেওয়া হয়। সোমবার আবার সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

সোমবারের ভূমিকম্পে প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। তবে লোকজনকে সতর্ক থাকতে বলা হয়েছে। পরিস্থিতি বুঝে উপকূলীয় এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হবে।

বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১৬

তুরস্কে ব্যর্থ অভ্যুত্থান: গ্রিসে পালিয়ে যাওয়া ৮ তুর্কি কর্মকর্তার কারাদণ্ড

তুরস্কে ব্যর্থ অভ্যুত্থান: গ্রিসে পালিয়ে যাওয়া ৮ তুর্কি কর্মকর্তার কারাদণ্ড

গ্রিসে পালিয়ে যাওয়া ৮ তুর্কি কর্মকর্তার কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কে সেনা অভ্যুত্থান চেষ্টাকালে হেলিকপ্টার নিয়ে গ্রিসে পালিয়ে যাওয়া সেই আট সামরিক কর্মকর্তার কারাদণ্ড হয়েছে।

অবৈধ অনুপ্রবেশের জন্য গ্রিক আদালত তাদের প্রত্যেককে দুই মাসের স্থগিত কারাদন্ড দিয়েছেন। আট সামরিক কর্মকর্তার মধ্যে তিনজন মেজর, তিনজন ক্যাপ্টেন এবং দুজন সার্জেন্ট মেজর।

পাইলটের বিরুদ্ধে ফ্লাইট বিধি ভঙ্গের জন্য অতিরিক্ত একটি অভিযোগ আনা হয়। যা থেকে তাকে খালাস দেওয়া হয়েছে। বিধি ভঙ্গে সাহায্যের জন্য অন্য সাতজনের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়, তা থেকেও তাদের রেহাই দেওয়া হয়েছে।

আলজাজিরা অনলাইনের এক খবরে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।

আটজনকে দেওয়া দুই মাস কারাদণ্ড তিন বছরের জন্য স্থগিত করা হয়েছে। তবে তাদের পুলিশের হেফাজতে থাকতে হবে। এর মধ্যে তাদের রাজনৈতিক আশ্রয়ের বিষয়টি বিবেচনা করে দেখবে গ্রিস সরকার। শনিবার গ্রিসে পৌঁছানোর পরই আট কর্মকর্তা দেশটির কাছে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন।

এদিকে তুরস্ক সরকার আট কর্মকর্তাকে ফিরিয়ে দিতে গ্রিসের প্রতি আহ্বান জানিয়েছে। তাদের বিরুদ্ধে তুরস্কে অভ্যুত্থান চেষ্টার অভিযোগে বিচার হবে। তবে তারা অভ্যুত্থানের সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন।

তাদের আশঙ্কা, শুদ্ধি অভিযানের অংশ হিসেবে তাদের শাস্তি দেওয়া হবে। যেকোনো উপায়ে তাদের জীবন নেওয়া হবে।

রবিবার, ১৭ জুলাই, ২০১৬

তুরস্কের ব্যর্থ অভ্যুত্থানের পেছনে কারা ছিল?

তুরস্কের ব্যর্থ অভ্যুত্থানের পেছনে কারা ছিল?

তুরস্কের ব্যর্থ অভ্যুত্থানের পেছনে কারা ছিল?
তুরস্কে এর আগেও একাধিক সামরিক অভ্যুত্থানের ঘটনা হয়েছে, কিন্তু ১৫ জুলাইয়ের ব্যর্থ অভ্যুত্থানটি নানা কারণে নজিরবিহীন।

বিশ্লেষকরা বলছেন, এরকম কোন ঘটনা ঘটতে পারে তা আগে থেকে কেউই ভাবতে পারেনি। কিন্তু কারা ছিল এর পেছনে?

অনেকে বলেন, তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তায়েপ এরদোয়ানের কারণে দেশটির সামরিক বাহিনীর মাঝারি পর্যায়ের অফিসারদের মধ্যে অসন্তোষ ছিল। কিন্তু এর কারণে যে একটা অভ্যুত্থন ঘটতে পারে, এমনটা তারাও ভাবেন নি।

তুর্কি সাংবাদিক এজগি বাসারান বিবিসিতে পাঠানো এক প্রতিবেদেনে বলছেন, ১৫ জুলাইয়ের অভ্যুত্থানের পেছনে কারা ছিল তা নিয়ে বেশ কয়েকটি তত্ব বা ‘থিওরি’ বিভিন্ন মহলে ঘুরছে।

প্রেসিডেন্ট এরদোয়ান তার নিজের হাতে আরও বেশি ক্ষমতা কেন্দ্রীভূত করতে এই সাজানো ঘটনাটি ঘটিয়েছেন। কিন্তু এই তথ্যে যাই বলা হোক সাধারণ বুদ্ধিতেই বোঝা যায় যে, ঘটনা যতদূর গড়িয়েছিল  তা সাজানো হতে পারে না।


আরেকটি তথ্য অনুযায়ী: তুরস্কের সামরিক বাহিনীর মধ্যে দুটি গোষ্ঠী আছে। একদল হচ্ছেন যারা কামাল আতাতৃর্কপন্থী  অর্থাৎ আধুনিকতাবাদী এবং ধর্মনিরপেক্ষ মনোভাবসম্পন্ন। আরেকটি গোষ্ঠী হচ্ছে একজন প্রভাবশালী ধর্মীয় নেতা - বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাসিত ফেতুল্লাহ গুলেনের অনুসারী। এই গুলেন একসময় এরদোয়ানের মিত্র ছিলেন, তবে পরে তাদের মধ্যে শত্রুতা এবং ক্ষমতার দ্বন্দ্ব দেখা দেয়। বলা হয়, তুরস্কের রাষ্ট্রীয় স্তরের গভীরে সর্বত্র গুলেনের সমর্থকরা বসে আছে - কিন্তু তাদের চিহ্নিত করা খুবই শক্ত।

প্রেসিডেন্ট এরদোয়ান এর আগে তার ভাষায় একটি সন্ত্রাসবাদী সমান্তরাল রাষ্ট্রের হাত থেকে দেশকে মুক্ত করার কথা বলেছেন, এবং বিভিন্ন সময় এদের ‘খুঁজে বের করা ও গ্রেফতারের’ অভিযান চালিয়েছেন।

এই দ্বিতীয় তত্বটির প্রবক্তারা বলছেন, কামাল আতাতুর্কপন্থী অফিসাররা গুলেনপন্থীদের কৌশলে নিজেদের দলে টেনে নিয়ে এই অভ্যুত্থানটি ঘটিয়েছে।

তাদের হিসেবটা ছিল: যদি এই অভ্যুত্থান যদি ব্যর্থ হয়, তাহলে এরদোয়ানের পাল্টা ব্যবস্থার শিকার হবে গুলেনপন্থীরাই।

তৃতীয় আরেকটি তত্ব এসেছে পুলিশের বিভিন্ন সূত্র থেকে। তাদের বক্তব্য: এরদোয়ানের একে পার্টি সরকার ১৬ই জুলাই তারিখেই গুলেন-সমর্থক সামরিক কর্মকর্তাদের গ্রেফতার করার পরিকল্পনা করেছিল- যা টের পেয়ে অভ্যুত্থানকারীরা নির্ধারিত সময়ের আগেই বিদ্রোহ ঘটিয়ে ফেলে। এটাই ছিল গুলেন সমর্থকদের ক্ষমতা দখলের একটা শেষ চেষ্টা।

ফেতুল্লা গুলেন

এজগি বাসারান বলছেন, এসব তত্বে কিছু তথ্য সঠিক হলেও অনেক অসঙ্গতিও আছে।

প্রথমত: যেভাবে এই অভ্যুত্থানকারীরা সহিংসতা ঘটিয়েছে - তা গুলেন আন্দোলনের কর্মপদ্ধতির সাথে মেলে না।

দ্বিতীয়ত, অভ্যুত্থানকারীদের যে বিবৃতিটি টিভিতে পাঠ করা হয়েছিল - তার সাথে কামাল আতাতুর্কের বিখ্যাত বক্তৃতার ভাষার খুব মিল আছে। তবে গুলেনপন্থীরা এটাকে তাদের পরিচয় গোপন রাখার জন্যও ব্যবহার করে থাকতে পারে - এমন সম্ভাবনাও আছে।

একেপির সরকার অবশ্য বলছে, একজন সামরিক কৌঁসুলি এ অভ্যুত্থানের পেছনে ছিলেন, তার সাথে ছিলেন আরও ৪৬ জন অফিসার। এদের নাম গতকাল গভীর রাতে প্রকাশ করা হয়েছে।

সূত্র: বিবিসি

রবিবার, ১০ জুলাই, ২০১৬

কাশ্মীরে নিহতের সংখ্যা বেড়ে ১৬

কাশ্মীরে নিহতের সংখ্যা বেড়ে ১৬

স্বদেশসময় টোয়েন্টিফোর ডটকম::

কাশ্মীরে নিহতের সংখ্যা বেড়ে ১৬
আন্তর্জাতিক ডেস্ক: ভারত শাসিত কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৬ তে দাঁড়িয়েছে। রোববার উত্তর কাশ্মীরের খাদিনয়ার থেকে দক্ষিণ কাশ্মীরের কুলগাম পর্যন্ত সর্বত্রই বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন বিক্ষোভকারীরা। এ ঘটনায় আহতের সংখ্যা দুই শতাধিক ছাড়িয়েছে।

শুক্রবার হিজবুল মুজাহিদিনের কমান্ডার বুরহান ওয়ানি বন্দুকযুদ্ধে নিহত হন। শ্রীনগর থেকে ৪৫ কিলোমিটার দূরে অনন্তনাগের ওই বন্দুকযুদ্ধে বুরহান ছাড়াও তার আরও দুই সঙ্গী নিহত হয়। এ ঘটনার পর কাশ্মীরজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। রাজ্য প্রশাসন শ্রীনগর ও দক্ষিণ কাশ্মীরের বেশকিছু জায়গায় কার্ফু জারি করতে বাধ্য হয়।

রোববার শ্রীরহরের পালওয়ামি জেলায় নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এসময় পুলিশের গুলিতে ইরফান আহমেদ মালিক নামে এক তরুণ গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। শনিবারের সংঘর্ষে আহতদের মধ্যে চারজন রাতেই মারা গেছে। এ নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহতের সংখ্যা ১৬ তে দাঁড়ালো। এছাড়া এ ঘটনায় আহতের সংখ্যা দুই শতাধিক পেরিয়েছে। এদের মধ্যে ৯৬ জন অবশ্য নিরাপত্তা বাহিনীর সদস্য। রোববার নতুন করে যেসব জেলায় সংহিসতা ছড়িয়েছে সেগুলো হচ্ছে পালওয়ামা, অনন্তনাগ ও কুলগাম।