সার্কুলেশন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সার্কুলেশন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ১ জানুয়ারী, ২০২৩

নতুন স্বপ্নে এগিয়ে যাওয়ার প্রত্যাশায় স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার ইরেজী নববর্ষ উদযাপন।

নতুন স্বপ্নে এগিয়ে যাওয়ার প্রত্যাশায় স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার ইরেজী নববর্ষ উদযাপন।

ইরেজী নববর্ষ উপলক্ষে স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা ও নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার আগারগাওঁ, নির্বাচন কমিশন অফিসের সামনে ২০২৩ বর্ষবরণ উৎসব উপলক্ষে ব্যতিক্রমি আয়োজন, বর্ষবরণে পথচারীদের মাঝে গরম খাবার বিতরণ কর্মসুচী পালিত হয়।। রাত ১২ টায় এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করা হয়। বর্ষবরণে পথচারীদের মাঝে গরম খাবার বিতরণে নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ও স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার উপদেষ্টা ইবনুল সাঈদ রানা, স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা ও স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতনের চেয়ারম্যান মোঃ আকবর হোসেন, স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার মহাসচিব তানিয়া শেখ,স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার উপদেষ্টা ডাঃ এস এম হাবিবুর রহমান, বীর মুক্তিযুদ্ধা নুরুল ইসলাম সিদ্দিকী, সাভার ACED স্কুলের প্রতিষ্টাতা নরুজ্জামান তালুকদার, ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্টবিজ্ঞানের মোরশেদুর রহমান, প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, Change Initiative এর প্রধান জাকির হোসেন খান, চিত্রা ক্যাবল এর পরিচালক সোহেল রহমান, এ্যাডভোকেট শফিকুর রহমান, স্নিগ্ধ আলোয় মুগ্ধ হাসির প্রতিষ্টাতা কানিজ ফাতেমা. Dilhi থেকে যোগদান করেছিলেন মিজানুর রহমান, আগারগাঁও থেকে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা র উপদেষ্টা হাবিবুর রহমান, ইঞ্জিনিয়ার রিতি আহসান, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর সমন্বয়কারী নাহিদ হোসেন, ইঞ্জিনিয়ার রাশেদুল ইসলাম।
বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিপুলসংখ্যক শিশু-কিশোর অংশ নেন। নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ও স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার উপদেষ্টা ইবনুল সাঈদ রানা জানান, যখন কেউ কেউ ফানুস উড়িয়ে আকাশ দুষনে ব্যস্ত তখন স্বদেশ মৃত্তিকা বিদ্যানিকেতনে চলছে শীতের রাতে পথচারিদের জন্য গরম খাবার সরবরাহের প্রস্তুতি। ২০২২ শেষ দিনের শেষ রাতে আগারগাঁও অফিস পাড়া, যেখানে হাজার মানুষের আয়েশী পাদচারণা বর্ষবরণে, ফানুস উড়ানে, পটকা ফুটানে মুখরিত। ঠিক এই সময়টাতে গরম খাবার রান্না করে থালা গ্লাস নিয়ে পথের মানুষের জন্য গরম খাবার সরবরাহ করছে কয়েকজন উদ্যোক্তা।। নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এবং স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা।। এই ধরণের কাজে সমাজে রয়েছেন কয়েকজন Change Maker. তাদের সহযোগিতা, সাথে থাকা, সক্রিয়তা এমন কাজগুলো বারবার সমাজেই apply করা হয়ে থাকে। আজও তেমনটাই হলো। স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা ও স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতনের চেয়ারম্যান মোঃ আকবর হোসেন বলেন স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা প্রত্যাশা একটি স্থিতিশীল ও উন্নত বাংলাদেশের স্বপ্ন। আর তা নতুন বছরের সামগ্রিক উন্নয়নের মধ্য দিয়ে আরও কয়েক ধাপ এগিয়ে যাবে । নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে আমাদের জীবনে। আগামীর একটি সমৃদ্ধ ভবিষ্যতকে সামনে রেখে যাত্রা শুরু হোক সবার। প্রতিটি সুবিধাবঞ্চিত শিশু হোক সুশিক্ষায় শিক্ষিত, দারিদ্র্যকে নির্মূল করে মানসম্মত শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান এটাই আজকের দিনের প্রত্যাশা।

শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৭

সপ্তাহের সেরা চাকরি

সপ্তাহের সেরা চাকরি

বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদানের সুযোগ

স্বদেশসময় টোয়েন্টিফোর ডটকম


বাংলাদেশ সেনাবাহিনীতে দুঃসাহসিক নেতৃত্বের চ্যালেঞ্জ গ্রহণ করার সুযোগ দিয়ে ৭৯তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে (পুরুষ/নারী) যোগদানের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা : প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে কোনো একটিতে জিপিএ ৫ এবং অন্যটিতে জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে। ইংরেজি মাধ্যমের প্রার্থীদের ‘ও’ লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে তিনটিতে ‘এ’ গ্রেড ও তিনটিতে ‘বি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে দুটি বিষয়ের মধ্যে একটি বিষয়ে ‘এ’ গ্রেড ও একটিতে ‘বি’ গ্রেড থাকতে হবে।

২০১৭ সালের উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পরীক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।

শারীরিক যোগ্যতা :
পুরুষ :
উচ্চতা : ১.৬৩ মি. (৫ ফুট ৪ ইঞ্চি)।
ওজন : ৫০ কিলোগ্রাম (১১০ পাউন্ড)।
বুকের মাপ :  স্বাভাবিক অবস্থায় ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি )।
প্রসারণ : ০.৮১ মিটার (৩২ ইঞ্চি)।

নারী :
উচ্চতা : ১.৫৭ মিটার (৫ ফুট ২ ইঞ্চি)।
ওজন : ৪৭ কিলোগ্রাম (১০৪ পাউন্ড)।
বুকের মাপ : স্বাভাবিক অবস্থায় : ০.৭১ (২৮ ইঞ্চি)।
প্রসারণ : ০.৭৬ (৩০ ইঞ্চি)।
উচ্চতা ও বয়স অনুসারে অতিরিক্ত ওজন হলে অযোগ্য বলে বিবেচিত হবেন।

বয়স : ১ জানুয়ারি ২০১৮ তারিখে ১৭-২১ বছর। (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)।

বৈবাহিক অবস্থা : অবিবাহিত

জাতীয়তা : জন্ম/ডোমিসাইল সূত্রে বাংলাদেশী।

বিজ্ঞপ্তি অনুয়ায়ী, প্রশিক্ষণকালীন এমআইএসটির (MIST) অধীনে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ও সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্সে এবং বিইউপির (BUP) অধীনে আন্তর্জাতিক সম্পর্ক, অর্থনীতি, পদার্থবিদ্যা ও বিবিএ কোর্সে ডিগ্রি অর্জন করতে পারবেন শিক্ষার্থীরা।

আবেদন পদ্ধতি : বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েবসাইটের (www.joinbangladesharmy.mil.bd) মাধ্যমে শুধু অনলাইনে আবেদন করা যাবে। আবেদনকারী প্রার্থীগণ বিকাশ/এমক্যাশ, ট্রাস্ট ব্যাংক মোবাইল মানি, টেলিটক (প্রি-পেইড) এসএমএস, ভিসা ও মাস্টার কার্ডের মাধ্যমে এক হাজার টাকা (অফেরৎযোগ্য) ফি প্রদান করতে পারবেন। আগামী ২৫ ফেব্রুয়ারি ২০১৭ তারিখ পর্যন্ত  আবেদন করা যাবে।

নির্বাচন পদ্ধতি : আবেদনকারী প্রার্থীদের আগামী ৫-১৩ মার্চ পর্যন্ত বিভিন্ন সেনানিবাসে প্রাথমিক মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষা নেওয়া হবে। উত্তীর্ণ প্রার্থীরা বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে ১৬ জুন লিখিত পরীক্ষায় অংশ নেবেন। ৬ জুলাই লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের বাহিনী নির্বাচন পর্ষদ (আইএসএসবি) পরীক্ষা এবং  চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় অংশ নিতে হবে। এরপর চূড়ান্ত নির্বাচন করা হবে এবং যোগদানের নির্দেশিকা দেয়া হবে।

সোমবার, ২১ মার্চ, ২০১৬