স্বদেশসময়২৪.কম:
অর্থের মারপ্যাচ
:বেলাল আহমেদ :
অর্থ হলে করবে তুমি মনোরম বাড়ি
অর্থ হলে কিনবে তুমি নতুন গাড়ি,
অর্থ হলে থাকবে তোমার মাথায় ছাতা
অর্থ হলে পাবে তুমি সবকিছুতে ভাতা।
অর্থ হলে করবে তোমায় লোকে সালাম
অর্থ হলে ভুলে যাবে তুমি পাক কালাম,
অর্থ হলে করবে তুমি বাহাদুরি
অর্থ হলে বাড়বে তোমার ছালছাতুরী।
অর্থ হলে খাবে তুমি রেস্টুরেন্টে সাথে ভার
অর্থ হলে যাবে তুমি সুইজারল্যান্ড কত আর,
অর্থ হলে পালটে দিবে তুমি দেশের আইন
অর্থ হলে মিনিষ্টারো করবে তোমার ফাইলে সাইন।
অর্থ হলে সত্যকে তুমি করবে অবহেলা
অর্থ হলে পার্কে দিবে তুমি নারীর মেলা,
অর্থ হলে মাদক কে তুমি দিবে সুখ টান
অর্থ হলে বিনা অপরাধে কেড়ে নিবে প্রাণ।
অর্থ হলে কিনবে তুমি জানি আই ফোন
অর্থ হলে কত নারীর কাড়বে তুমি মন,
অর্থ হলে বলবে তুমি ডেডি আর মম
অর্থ হলে পুষবে তুমি পাপ্পি আর টম।
অর্থ হলে করবে তুমি কত নানাবানা
অর্থ হলে থাকবে তোমার লোকের আনাগোনা,
অর্থ হলে জানবে তুমি অর্থের ম্যারপ্যাচ
অর্থ হলে ভুলবে তুমি আমলনামা সর্বশেষ।
কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর কবিতা- হেমন্ত
হেমন্তে শিশির ভেজা সকাল
সূর্যের আলো ঝিলমিল করে,
শেষ রাতে কুয়াশা পড়ে
শীতের আমেজ ভোরের বাতাসে।
শরতের শেষে হেমন্ত আসে
কাঁচা-পাকা ধান আনন্দে হাসে,
অবনত বঙ্গ বধুর বেশে
নবান্ন তোলে হেসে হেসে।
বিকেলে পাখিরা সব কলরব করে
সন্ধ্যায় তারা ঘরে ফেরে,
ঝিঁঝিঁ পোকা গান করে
পল্লী বাংলা বুক চিরে,
হেমন্তে আনন্দ নদীর তীরে
অপরূপ সৌন্দর্য বহন করে।
পরিচিতিঃ
লায়ন মোঃ গনি মিয়া বাবুল
চেয়ারম্যান, কবিসংসদ বাংলাদেশ স্থায়ী পরিষদ
সভাপতি, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ কেন্দ্রীয় কমিটি