বিনোদোন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বিনোদোন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪

জনপ্রিয় সংগীতশিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল মারা গেছেন

জনপ্রিয় সংগীতশিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল মারা গেছেন

 

জনপ্রিয় সংগীতশিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল মারা গেছেন। মঙ্গলবার (৩০ জুলাই) সকাল ১১টা ৫৩ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জুয়েলের মৃত্যুর খবর গণমাধ্যমকে জানিয়েছেন তার মেজ ভাই মহিবুর রেজা রুবেল। তিনি বলেন, ‘শেষ কয়েক দিন জুয়েল অনেক যুদ্ধ করেছেন। শেষ পর্যন্ত ফিরে আসলেন না। সবাই তার আত্মার মাগফেরাত কামনা করবেন।’

জুয়েলের জানাজা ও দাফন নিয়ে তিনি জানান, আজ বাদ আসর গুলশানের আজাদ মসজিদে জুয়েলের জানাজা অনুষ্ঠিত হবে। সন্ধ্যার পর বনানী কবরস্থানে দাফন করা হবে বলেও জানিয়েছেন মহিবুর রেজা রুবেল। 

সংগীতশিল্পী হিসেবে সর্বাধিক পরিচিত হলেও জুয়েলের আরো একটি পরিচয় হলো টিভি অনুষ্ঠান ও তথ্যচিত্র নির্মাতা হিসেবে। পাশাপাশি অনেক টিভি অনুষ্ঠানও সঞ্চালনা করেছেন তিনি। 

 

মঙ্গলবার, ২১ মে, ২০২৪

 জাতীয় পর্যায়ে  জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয় জাদুঘরে তিন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার  আয়োজন

জাতীয় পর্যায়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয় জাদুঘরে তিন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় পর্যায়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয় জাদুঘরে তিন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।  জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘অসাম্প্রদায়িক চেতনা এবং নজরুল’। 

তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠান আগামী ২৫ মে ২০২৪, শনিবার জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সানুগ্রহ সম্মতি জ্ঞাপন করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা জনাব মতিয়া চৌধুরী এমপি।


সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব নাহিদ ইজাহার খান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবিপৌত্রী জনাব খিলখিল কাজী এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব খলিল আহমদ। স্মারক বক্তৃতা প্রদান করবেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি জনাব
মফিদুল হক এবং স্বাগত বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক জনাব মোঃ কামরুজ্জামান।

বুধবার, ৮ মে, ২০২৪

বিয়ের গুঞ্জনে মুখ খুললেন জাহ্নবী

বিয়ের গুঞ্জনে মুখ খুললেন জাহ্নবী

প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবী ও প্রযোজক-অভিনেতা বনি কাপুর দম্পতির বড় কন্যা জাহ্নবী কাপুর। গুঞ্জন রয়েছে, ভারতের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডের নাতি শিখর পাহাড়িয়ার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন। এদিকে, খবর উড়ছে- মন্দিরে গিয়ে শিখর পাহাড়িয়াকে বিয়ে করবেন জাহ্নবী। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা চলছে। 

নেটিজেনদের একজন জাহ্নবীর বক্তব্য কোট করে পোস্ট দিয়েছেন। তাতে জাহ্নবী কাপুর বলেন, ‘তিরুপাতি মন্দিরে সোনালি রঙের শাড়ি পরে বিয়ে করতে চাই।’ বিয়ের পরিকল্পনার খবরটি দৃষ্টি এড়ায়নি জাহ্নবী কাপুরেরও। এ পোস্টের কমেন্ট সেকশনে জাহ্নবী কাপুর লেখেন, ‘যেকোনো কিছু।’

জাহ্নবীর এ মন্তব্য দেখে অনেকে কমেন্ট করেছেন। একজন লেখেন, ‘পাপারাজ্জি জানলেও জাহ্নবী তার বিয়ের খবর জানেন না।’ অন্যজন লেখেন, ‘জাহ্নবী, আপনি জানেন না!’ আরেকজন লেখেন, ‘জাহ্নবী কাপুর, তোমাকে জোরপূর্বক বিয়ে দেবে।’ 

চলচ্চিত্রে পা রাখার আগেই ব্যক্তিগত কারণে বহুবার খবরের শিরোনাম হয়েছেন জাহ্নবী কাপুর। বিশেষ করে ভারতের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডের নাতি শিখর পাহাড়িয়ার সঙ্গে জাহ্নবী চুটিয়ে প্রেম করছেন বলে খবর চাউর হয়। শুধু তাই নয় এ জুটির একটি চুমুর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। তারপর অনেকের সঙ্গে নাম জড়িয়েছে এই নায়িকার। সময়ের সঙ্গে আড়ালে পড়ে যায় শিখরের নাম।

দীর্ঘ বিরতির পর গত বছরের শেষের দিকে একসঙ্গে দেখা যায় জাহ্নবী-শিখরকে। তারপর এ জুটির পুরোনো প্রেম চর্চায় পরিণত হয়। কিছুদিন আগে নিজের জন্মদিনে কথিত প্রেমিককে নিয়ে মন্দিরে যান জাহ্নবী। শিখর পাহাড়িয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে কম চর্চা হয়নি। কিন্তু এ সম্পর্কের কথা কখনো স্বীকার করেননি জাহ্নবী কিংবা শিখর। তবে কয়েক মাস আগে বনি কাপুর কন্যা জাহ্নবীর সঙ্গে শিখরের প্রেমের সম্পর্কে সিলমোহর দেন। পাশাপাশি শিখরের ভূয়সী প্রশংসা করেন তিনি। 

‘ধড়ক’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন জাহ্নবী। এরপর ‘রুহি’, ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’, ‘ঘোস্ট স্টোরিজ’ সিনেমায় অভিনয় করেন তিনি। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বাওয়াল’। গত বছর মুক্তি পায় এটি। বর্তমানে জাহ্নবীর হাতে বেশ ক’টি সিনেমার কাজ রয়েছে। এ তালিকায় রয়েছে— ‘দেবারা’, ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’, ‘উলাজ’।

তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে

 

 

 

মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

 বাংলাদেশ জাতীয় জাদুঘরে  'কলের গান: সেকাল-একাল' শীর্ষক বিশেষ প্রদর্শনীর উদ্বোধনী  অনুষ্ঠান ও আলোচনা সভা

বাংলাদেশ জাতীয় জাদুঘরে 'কলের গান: সেকাল-একাল' শীর্ষক বিশেষ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা

বাংলাদেশ জাতীয় জাদুঘর এবং জনাব শামীম আমিনুর রহমান, স্থপতি ও লেখক এবং
সদস্য, বাংলাদেশ জাতীয় জাদুঘর পর্ষদ-এর যৌথ উদ্যোগে নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে
১৬ দিনব্যাপী 'কলের গান: সেকাল-একাল শীর্ষক বিশেষ প্রদর্শনী সংস্কৃতি বিষয়ক
মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব নাহিদ ইজাহার খান এমপি প্রধান অতিথি হিসেবে
উপস্থিত থেকে প্রদর্শনীটি উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশ
বরেণ্য শিল্পী ও ইমেরিটাস অধ্যাপক রফিকুন নবী, জনাব মফিদুল হক, ট্রাস্টি, মুক্তিযুদ্ধ
জাদুঘর এবং এলিজা বিনতে এলাহী, ভ্রমনকারী ও লেখক। স্বাগত বক্তব্য প্রদান করেন
স্থপতি শামীম আমিনুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মো. কামরুজ্জামান,
মহাপরিচালক, বাংলাদেশ জাতীয় জাদুঘর। অনুষ্ঠানের শুরুতে এলিজা বিনতে এলাহীর প্রযোজনায়
ও জনাব এ আর এম নাসির-এর পরিচালনায় নির্মিত ‘The historical World of Shameem Aminur
Rahman’ তথ্যচিত্র প্রদর্শন করা হয়। তথ্যচিত্রে শামীম আমিনুর রহমানের বহুমূখি চিন্তা
চেতনার বিষয়টি উঠে আসে। স্বাগত বক্তব্যে স্থপতি আমিনুর রহমান তার এসকল নিদর্শন
সংগ্রহের আগ্রহ ও এগুলো নিয়ে তার পরিকল্পনার কথা বিস্তারিতভাবে তুলে ধরেন।
বিশেষ অতিথির বক্তব্যে শিল্পী রফিকুন নবী বলেন, কলের গানের সাথে তার তার দাদা,
বাবা ও তিনি বংশ পরম্পরায় জড়িত ছিলেন। কলের গান জুড়ে রয়েছে অনেক স্মৃতি । তিনি
চারুকলার শিক্ষক থাকাকালীন টাকা জমিয়ে এমন কি ধার করেও অনেক রেকর্ড কিনেছেন
সেগুলো সংগ্রহে রখেছেন। শামীম আমিনুর রহমানের এ প্রদর্শনী দেখে তিনি বিস্ময় প্রকাশ
করেন।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় প্রতিমন্ত্রী বলেন, সংগীতের এসকল গ্রামোফোন,
রেকর্ড দেখলে এক ধরণের নস্টালজিয়া কাজ করে। এসকল নিদর্শন নিয়ে আরো বড় আকারের
একটি প্রদর্শনী ঢাকায় এবং বিভাগীয় শহর ও জেলা শহরে আয়োজন করলে জনগণ কলের গান,
রেকর্ডসহ বাংলার ঐতিহ্য সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে পারবে।
সভাপতির বক্তব্যে বলেন, যেহেতু জাদুঘর ইতিহাস ঐতিহ্যের ধারক ও বাহক সেহেতু এ
সকল ঐতিহ্যিক নিদর্শনসমূহ জনগণের সামনে তুলে ধরাই জাদুঘরের মূখ্য কাজ। সে কাজটিই
নিরলসভাবে করে চলছে।
প্রদর্শনীটি ২৭ এপ্রিল থেকে ১২ মে ২০২৪ পর্যন্ত ১৬ দিনব্যাপী শনি থেকে বুধবার
সকাল ১০.৩০ মি. থেকে বিকাল ৫.০০মি., শুক্রবার বিকাল ৩.০০ মি থেকে সন্ধ্যা ৭.০০ মি.
ch©šÍ চলবে। বৃহস্পতিবার ও অন্যান্য সরকারি ছুটির দিন বন্ধ থাকবে।
উক্ত প্রদর্শনীর সংবাদ আপনার বহুল প্রচারিত সংবাদ মাধ্যমে প্রচারের ব্যবস্থা
গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হলো।

রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪

স্বদেশমৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতন, নরসিংদী শাখা স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্বদেশমৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতন, নরসিংদী শাখা স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

 স্পোর্টস ডেস্ক | স্বদেশসময় টোয়েন্টিফোর.কম

 ঢাকা: জমজমাট আয়োজনে শেষ হয়েছে  স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা পরিচালিত স্বদেশমৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতন, নরসিংদী শাখা স্কুলের( সুবিধাবঞ্চিত শিশুদের সুকুল)  বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪। শনিবার (২৪ ফেব্রুয়ারি)  স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা আয়োজিত নরসিংদী,রায়পুরার বালুয়াকান্দী গ্রামের স্বদেশমৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতনের  মাঠে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওবায়দুর রহমান(ওবায়দুল্লাহ) বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক, বালুয়াকান্দি

সভাপতিত্ব করেন মো: আকবর হোসেন. চেয়ারম্যান স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা ও স্বদেশমৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতন

,উদ্ধোধক আবুল কালাম, বিশিষ্ট ব্যবসায়ী, হাসনাবাদ বাজারপ্রধান মেহমান, বি.এম. সেলিম, বিশিষ্ট ব্যবসায়ী, মাধবদী

স্বাগত ভাষণ দেন তানিয়া শেখ, মহাসচিব, স্বদেশমৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা ও প্রধান শিক্ষক স্বদেশমৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতন।
শুভেচ্ছা জানান কান্তা শেখ, সভাপতি স্বদেশমৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা, নরসিংদী শাখা ও সহকারী প্রধান শিক্ষক স্বদেশমৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মোঃ মমেন মিয়া, সভাপতি,স্বদেশমৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতন কমিটি
,হাজী আবুল কাসেম, সাধারণ সম্পাদক,স্বদেশমৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতন কমিটি   ডা. জাহাঙ্গীর আলম,সদস্য ১ নং ওয়ার্ড, আমিরগঞ্জ ইউপি, কাজী নজরুল ইসলাম, পরিচালক, পলাশ ডায়াগনোষ্টিক
 
সেন্টার, এসএম শরীফ, সহ-সভাপতি, রায়পুরা প্রেস ক্লাব,মোঃ গোলাম রহমান, চেয়ারম্যান, স্টুডেন্ট এডুকেশনাল ।
এসোসিয়েশন। মোঃ সুমন ইসলাম, মোঃ মামুন মিয়া, স্বদেশমৃত্তিকা মানব উন্নয়ন সংস্থর প্রচার সম্পাদক
 
সাদমান সাব্বির।
 
আরো উপস্থিত ছিলেন স্বদেশমৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতন শিক্ষকবৃন্দ,শান্তা শেখ, সানজিদা আক্তার, শাকিলা ইসলাম, তারেক আহমেদ, মোঃ রুহুল।

 সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব শুরু হয়। দলগত ডিসপ্লে, মশাল প্রজ্জ্বলন, মার্চ পাস্টের পর বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টের মধ্যে ছিল,  দৌড় , ব্যাঙ দৌড়, মোরগের লড়াই, দীর্ঘ লাফ, সিন্ধু খুজে মুক্তা আনে, কচ্ছবের গতিতে চলা, সুঁই গাথা, জলে ডাংগায় , মুয়ুর নাচে পেখম মেলে, ও চামচ খেলা, স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অতিথি ও অভিভাবকদের জন্য সতিনের ছেলে কেউ নেয়না , অন্ধের হারি ভাংগা,  ও বল বল বাহু বল প্রভৃতি।

সাংস্কৃতিক পর্বে অনুষ্ঠিত হয় নাচ, গান, ফ্যাশন শোসহ বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের আকর্ষণীয় উপহার প্রদান করা হয়।


স্বদেশমৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার চেয়ারম্যান মোঃ আকবর হোসেন বলেন, দেশব্যাপী সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা প্রসারে অবদান রাখছে স্বদেশমৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা। দারিদ্র্যপীড়িত অঞ্চলসহ দেশের বিভিন্ন জেলার দরিদ্র জনগোষ্ঠীর সন্তানদের জন্য শিক্ষার মতো মৌলিক অধিকার নিয়ে স্বদেশমৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা দেশ বিনির্মাণে সরকারের পাশাপাশি  অবদান রাখার চেষ্টা করে যাচ্ছে। স্বদেশমৃত্তিকার মানবিক সহায়তা মাধ্যমে দেশব্যাপী এই শুভ কাজ সম্প্রসারিত হচ্ছে। পরিশেষে, দেশ ও মানুষের কল্যাণে এগিয়ে চলুক স্বদেশমৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা শুভ কাজে সবার পাশে থাকুক।

 প্রধান অতিথি ওবায়দুর রহমান বলেন তাদের এই কর্মযজ্ঞ দেখে আমার মনে হয়েছে  সারা দেশে সুবিধাবঞ্চিত শিশুদের পড়াশোনার সুযোগ করে দেওয়াসহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রেখে চলেছে। মানবিক এই কাজে স্বদেশমৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার চেয়ারম্যান মোঃ আকবর হোসেন ও মহা সচিব তানিয়া শেখ ও কান্তা শেখ এর, নেতৃত্বেস্বদেশমৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার  দুর্বার গতিতে এগিয়ে চলছে। 

মহাসচিব তানিয়া শেখ জানান নরসিংদী  জেলার বালুয়াকান্দী গ্রামের পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীর স্কুলবিমুখ শিক্ষার্থীদের শিক্ষানুরাগী করা, উপজেলার অসহায় মহিলাদের প্রশিক্ষণ প্রদানসহ তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ এবং মানুষের মাঝে পাঠাভ্যাস গড়ে তোলার জন্য পাঠাগারসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে বিশেষ ভূমিকা রাখছে বদেশমৃত্তিকা। আশা করছি, বদেশমৃত্তিকা সারা বাংলাদেশে  পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য তাদের মানবিক কার্যক্রমের পরিধি আরো সম্প্রসারিত করবে এবং তাতে আলোকিত হবে এই জনপদের মানুষ, সমৃদ্ধ হবে দেশ।

 


বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪

বন্ধন কালচারাল ফোরাম কর্তৃক আয়োজিত-স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বিজ্ঞান ও প্রযুক্তির ভূমিকা শীর্ষক আলোচনা, বন্ধন এ্যাওয়ার্ড-২০২৪ প্রদান অনুষ্ঠান ও সাংস্কৃতিক সন্ধ্যা

বন্ধন কালচারাল ফোরাম কর্তৃক আয়োজিত-স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বিজ্ঞান ও প্রযুক্তির ভূমিকা শীর্ষক আলোচনা, বন্ধন এ্যাওয়ার্ড-২০২৪ প্রদান অনুষ্ঠান ও সাংস্কৃতিক সন্ধ্যা

১১ই ফেব্রুয়ারী ২০২৪, রবিবার, বিকেল ৫ টায় বন্ধন কালচারাল ফোরাম কর্তৃক আয়োজিত-স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বিজ্ঞান ও প্রযুক্তির ভূমিকা শীর্ষক আলোচনা, বন্ধন এ্যাওয়ার্ড-২০২৪ প্রদান অনুষ্ঠান ও সাংস্কৃতিক সন্ধ্যায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন - জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর পরিচালক ও যুগ্ম সচিব জনাব মোঃ ওয়াহিদুল ইসলাম।

প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন-জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব ও বন্ধন উপদেষ্টা জনাব খন্দকার নাজমুল হক।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-পি এন্ড পি গ্রুপের চেয়ারম্যান জনাব এস এম এহসানুল হক,

বন্ধন উপদেষ্টা-মেজর (অব:) আখতারুজ্জামান, বিশিষ্ট সংস্কৃতি সেবী শাহীনূর হক ছবি, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোঃ লিঃ এর ইউনিট ম্যানেজার জনাব মোঃ মেজবাহউদ্দিন ও বন্ধন উপদেষ্টা বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী কামরুন নাহার শাহ্ নূর।

অনুষ্ঠানে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার নিয়ে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন-বন্ধন কালচারাল ফোরাম এর মহাসচিব, বিশিষ্ট বেতার উপস্থাপক শেখ নজরুল ইসলাম।

শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন-বন্ধন উপদেষ্টা সানজিদা কাইয়ুম। এই অনুষ্ঠানে বিশেষ সম্মাননা পদক গ্রহণ করেন-বিশিষ্ট লেখিকা, বঙ্গবন্ধু গবেষক ও প্রকাশক নন্দিনী লুইজা।

এছাড়া অনুষ্ঠানে যারা বন্ধন এ্যাওয়ার্ড গ্রহণ করেন তারা হলেন-
বেতার ও টিভি শিল্পী মঞ্জু সাহা, বন্ধন উপদেষ্টা ও ফটো সাংবাদিক মোস্তাফিজুর রহমান মিন্টু, চলচ্চিত্র অভিনেত্রী শাহ্ নূর, বেতার ও টিভি শিল্পী বাবুল রেজা, সঙ্গীত শিল্পী আনিশা তালুকদার, দীপ্ত টিভির সংবাদ উপস্থাপিকা তানিয়া আফরিন, বাচিক শিল্পী ইরানি সুলতানা, টিভি শিল্পী অর্পিতা মল্লিক, বাচিক শিল্পী শামিমা আক্তার খান রুনি, ফটোগ্রাফার নাজমুল হক, আলোচিত সঙ্গীত শিল্পী ফারহানা শিল্পী, কোরিওগ্রাফার মাসুদ হাবিব, নাট্য শিল্পী সুমনা সোমা, সঙ্গীত শিল্পী নুজহাত তাবাসসুম, ইন্টারন্যাশনাল ইভেন্ট অর্গানাইজার শাহিন আজাদ ও আরটিভি ইয়াং স্টার অঙ্কিতা মল্লিক ও ঝলক ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ড. জাহিদ আহমেদ চৌধুরী

বন্ধন এর ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা উপহার গ্রহন করেন স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা ও স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতনের চেয়ারম্যান মোঃ আকবর হোসেন।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন দীপ্ত টিভির সংবাদ উপস্থাপিকা তানিয়া আফরিন।

রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪

গোপন বিয়ের গুঞ্জন, রেগে গিয়ে যা বললেন কাঞ্চন-শ্রীময়ী

গোপন বিয়ের গুঞ্জন, রেগে গিয়ে যা বললেন কাঞ্চন-শ্রীময়ী

‘কৃষ্ণকলি’খ্যাত ভারতীয় বাংলা টেলিভিশন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন টলিউড অভিনেতা ও তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক— ২০২১ সালে এমন অভিযোগ করে শোরগোর ফেলে দিয়েছিলেন কাঞ্চনের স্ত্রী পিংকি বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে জলঘোলা কম হয়নি, বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। তবে শ্রীময়ীর সঙ্গে কাজের বাইরে অন‌্য কোনো সম্পর্ক নেই বলে দাবি কাঞ্চনের।

পরকীয়ার অভিযোগে কাঞ্চন-শ্রীময়ীকে বহুবার কাঠগড়ায় দাঁড় করিয়েছেন নেটিজেনরা। কটু কথাও শুনেছেন তারা। তবু বারবার একসঙ্গে দেখা গেছে এ জুটিকে। সমালোচকদের বুড়ো আঙুল দেখিয়ে কাঞ্চনের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন শ্রীময়ী। এবার টলিপাড়ায় গুঞ্জন উড়ছে, গোপনে বিয়ে করেছেন কাঞ্চন-শ্রীময়ী।


সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪

জিতলেন নৌকার আসাদুজ্জামান নূর

জিতলেন নৌকার আসাদুজ্জামান নূর

দ্বাদশ নির্বাচনে নীলফামারী-২ এর আসনে সর্বমোট ১৩৫ টি ভোট কেন্দ্র রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, নৌকা প্রার্থী আসাদুজ্জামান নূর সবটি ভোট কেন্দ্র থেকে  ১১৯,৩৩৯ ভোট পেয়েছেন।

 নূরের প্রতিদ্বন্দ্বী ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থী জয়নাল আবেদীন পেয়েছেন মাত্র ১৫৬৮৪ ভোট। এই আসনে আসাদুজ্জামান নূর এবং মোঃ জয়নাল আবেদীন ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করেছেন জাতীয় পার্টির মোঃ শাহজাহান আলী চৌধুরী (লাঙ্গল)  পেয়েছেন ৩,৮৪৩ ভোট এবং বাংলাদেশ কংগ্রেসের মোঃ মোরছালীন ইসলাম (ডাব) কোনো ভোটই পাননি।
নীলফামারী-২ আসনে মোট ভোট কেন্দ্র ১৩৫টি। মোট ভোটার ৩ লাখ ৫৮ হাজার ৭৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৯ হাজার ৭১৮ এবং নারী ভোটার ১ লাখ ৭৯ হাজার ৭৩ জন।

সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ১৭২টি কেন্দ্রের ভোটগ্রহণ শেষে ঘোষিত ফলে আসাদুজ্জামান নূরের জয় নিশ্চিত হয়।

বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩

 স্টার প্লাস কমিউনিকেশনের মিউজিক এ্যাওয়ার্ড-২০২৩ প্রদান

স্টার প্লাস কমিউনিকেশনের মিউজিক এ্যাওয়ার্ড-২০২৩ প্রদান

স্বদেশসময় ডটকমঃ আসলাম ইকবালঃ

সঙ্গীত মানুষকে মোহিত করে এমন কেউ নেই যে, সঙ্গীতকে ভালোবাসে না। সেই সঙ্গীতকে নিয়ে স্টার প্লাস কমিউনিকেশন আয়োজন করে স্টার প্লাস কমিউনিকেশন মিউজিক এ্যাওর্য়াড-২০২৩। ১ ডিসেম্বর শুক্রবার এক পাঁচ তারকা হোটেলে সন্ধ্যায় এ্যাওয়ার্ড অনুষ্ঠান ও মনোজ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সেনা প্রধান বীর মুক্তিযোদ্ধা লেঃ জেনারেল এম. হারুন-অর-রশিদ (অবঃ) বীর প্রতীক। বিশেষ অতিথি ছিলেন বরেণ্য সঙ্গীত শিল্পী ফেরদৌস ওয়াহিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক সংসদ সদস্য, সমাজ সেবক ও সংগঠনের প্রধান উপদেষ্ঠা জাফর ইকবাল সিদ্দিকী।
এ্যাওর্য়াড অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের পরিচালক ও চলচ্চিত্র অভিনেতা নাজমুল খান।
অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন চ্যানেল আইয়ের উপস্থাপিকা ড. সুবর্ণা নাওয়ার্দী।
এবার আজীবন সম্মাননা পেয়েছেন নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা, বিশেষ সম্মাননা লায়লা নাজনীন হারুন, সেরা ব্যান্ড হয়েছেন-স্পন্দন, গীতিকার চিত্র পরিচালক দেওয়ান নজরুল, ভিডিও নির্মাতা সৈয়দ আলী আহসান লিটন, সঙ্গীত পরিচালক জাবেদ আহমেদ কিসলু, ভিডিও মডেল-বুলবুল টুম্পা, সঙ্গীত (পুরুষ) ইফতেখার হোসেন পিন্টু, সঙ্গীত (মহিলা) দীথি আনোয়ার, সঙ্গীত উপস্থাপক দীপ্তি চৌধুরী (চ্যানেল আই), সঙ্গীত জুড়ি এ্যাওর্য়াড-অনামিকা হাসান পুনম (এটিএন বাংলা), সেলিনা ওসমান শর্মী ও সানজিদা তিতলী এ্যাওয়ার্ড পেয়েছেন। অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন আবুল হোসেন আক্কাস, মেহেদী হাসান ও মোস্তাফিজুর রহমান মিন্টু। মিডিয়া পার্টনার ছিলেন চ্যানেল আই।

ছবিঃ মোস্তাফিজ মিন্টু।

রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩

অর্জন একদিন না একদিন আসবেই-নন্দিনী লুইজা

অর্জন একদিন না একদিন আসবেই-নন্দিনী লুইজা

  

আগুনকে ছাই দিয়ে চাপা দিলেও তাপ ছড়াবে একটু বাতাসে আজকের এই প্রাপ্তি আমার কর্মের তবে অপ্রত্যাশিত। ভাবতেই পারিনি আমাকে কেউ খুঁজে বের করবে। এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া ভুলে যাই সব কষ্ট। এখানে অনেক নামীদামী মানুষকে সম্মাননা দেওয়া হয়েছে তাঁরা সবাই যোগ্য স্ব স্ব ক্ষেত্রে। আমি একটা বিষয় বুঝি কর্মের স্বীকৃতি যখন‌ই হোক না কেন ধরা দেবেই,তার জন্য ধৈর্য ধরতে হয়, সব চাপ মাথায় নিয়ে। আমার ১২ বছরের শ্রম বৃথা যায়নি। আজ যার হাত থেকে পদক নিলাম তাঁর অভিনয় দেখে দেখে ভালোবাসা, শ্রদ্ধা এমনকি প্রিয় অভিনেত্রী হিসেবে দেখে আসছি। এই মানুষটি সবার প্রিয় আমার বিশ্বাস। তিনি আমাদের "ডলি জহুর আপা" এই অনুষ্ঠানের আয়োজক, তাদের কাছে কৃতজ্ঞ,তারা বাংলাদেশের যোগ্য ব্যক্তিদের সম্মানিত করেছেন। আমরা সবাই চাই দেশের উন্নয়নের জন্য একত্রে কাজ করে স্বাধীন দেশের সম্মান বিশ্বের দরবারে সম্মুজ্জ্বল রাখবে। তিনজন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সরকারি কর্মকর্তা, সিনিয়র সচিব, অতিরিক্ত সচিব,তারা বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন,গবেষক, লেখক, কবি,সাহিত্যিক, বংশীবাদক,অভিনতা, আরও অনেকে সম্মাননা প্রদান করেছেন। আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বড় ভাই সমাজকর্ম বিভাগের যিনি বরিশাল বিশ্ববিদ্যালয় উপাচার্য ছিলেন অধ্যাপক ডক্টর সাদেকুল ইসলাম । তিনি আমাকে সাহস এবং সহযোগিতা করেছেন আগামীতে সুযোগ থাকলে পাশে থাকবেন। 

 নন্দিনী লুইজা শিক্ষক, লেখক, বঙ্গবন্ধু গবেষক, ও প্রকাশক বর্ণপ্রকাশ লিমিটেড যুগ্ম সাধারণ সম্পাদক পাক্ষিক আমাদের জুলিও কুরি বঙ্গবন্ধু

 স্টার প্লাস কমিউনিকেশনের মিউজিক এ্যাওয়ার্ড-২০২৩ প্রদান

স্টার প্লাস কমিউনিকেশনের মিউজিক এ্যাওয়ার্ড-২০২৩ প্রদান

 আসলাম ইকবালঃ 

সঙ্গীত মানুষকে মোহিত করে এমন কেউ নেই যে, সঙ্গীতকে ভালোবাসে না। সেই সঙ্গীতকে নিয়ে স্টার প্লাস কমিউনিকেশন আয়োজন করে স্টার প্লাস কমিউনিকেশন মিউজিক এ্যাওর্য়াড-২০২৩। ১ ডিসেম্বর শুক্রবার এক পাঁচ তারকা হোটেলে সন্ধ্যায় এ্যাওয়ার্ড অনুষ্ঠান ও মনোজ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সেনা প্রধান বীর মুক্তিযোদ্ধা লেঃ জেনারেল এম. হারুন-অর-রশিদ (অবঃ) বীর প্রতীক। বিশেষ অতিথি ছিলেন বরেণ্য সঙ্গীত শিল্পী ফেরদৌস ওয়াহিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক সংসদ সদস্য, সমাজ সেবক ও সংগঠনের প্রধান উপদেষ্ঠা জাফর ইকবাল সিদ্দিকী। এ্যাওর্য়াড অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের পরিচালক ও চলচ্চিত্র অভিনেতা নাজমুল খান। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন চ্যানেল আইয়ের উপস্থাপিকা ড. সুবর্ণা নাওয়ার্দী। এবার আজীবন সম্মাননা পেয়েছেন নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা, বিশেষ সম্মাননা লায়লা নাজনীন হারুন, সেরা ব্যান্ড হয়েছেন-স্পন্দন, গীতিকার চিত্র পরিচালক দেওয়ান নজরুল, ভিডিও নির্মাতা সৈয়দ আলী আহসান লিটন, সঙ্গীত পরিচালক জাবেদ আহমেদ কিসলু, ভিডিও মডেল-বুলবুল টুম্পা, সঙ্গীত (পুরুষ) ইফতেখার হোসেন পিন্টু, সঙ্গীত (মহিলা) দীথি আনোয়ার, সঙ্গীত উপস্থাপক দীপ্তি চৌধুরী (চ্যানেল আই), সঙ্গীত জুড়ি এ্যাওর্য়াড-অনামিকা হাসান পুনম (এটিএন বাংলা), সেলিনা ওসমান শর্মী ও সানজিদা তিতলী এ্যাওয়ার্ড পেয়েছেন। অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন আবুল হোসেন আক্কাস, মেহেদী হাসান ও মোস্তাফিজুর রহমান মিন্টু। মিডিয়া পার্টনার ছিলেন চ্যানেল আই। 

ছবিঃ মোস্তাফিজ মিন্টু।

   নূর ক্রিয়েশনস আয়োজিত উপচে পড়া দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো ‘বিজয়ের উল্লাস’

নূর ক্রিয়েশনস আয়োজিত উপচে পড়া দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো ‘বিজয়ের উল্লাস’

শুক্রবার (১ ডিসেম্বর) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় শিল্পকলা একাডেমীর পৃষ্ঠপোষকতায় নূর ক্রিয়েশনস আয়োজিত ‘বিজয়ের উল্লাস’  শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে দেশ বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো। বিজয়ের মাসের প্রথম দিনে মুরাদ নূরের সুরে, শেখ সাদী খানের সঙ্গীত পরিচালনায় পাঁচটি মৌলিক দেশাত্মবোধক গানের প্রকাশের ঐতিহাসিক অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন, উপমহাদেশের প্রখ্যাত গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান, বরেণ্য গীতিকবি গোলাম মোর্শেদ, ডা. রুখসানা পারভীন, কবি রাসেল আশেকী, সংস্কৃতি মন্ত্রণালয় ও শিল্পকলা একাডেমী প্রতিনিধিবৃন্দ, অনুষ্ঠান আহবায়ক নির্মাতা বদিউল আলম খোকন ও নূর ক্রিয়েশনস এর অধিপতি মুরাদ নূর। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত ব্যক্তিত্ব শেখ সাদী খান। 

ঙ্গীত পরিচালক শেখ সাদী খান বলেন, সম্পূর্ণ বিজয়ের গান নিয়ে অনুষ্ঠান আমার দেখা এটাই প্রথম কোনো আয়োজন। নূরকে ধন্যবাদ জানাই সাহসী অনুপ্রেরণামূলক আয়োজন সফলভাবে সম্পন্ন করার জন্য। আমার বেগুনগুলো বাদ দিয়ে গুণগুলো ধরে রাখুক। নিশ্চয়ই এই প্রচেষ্টা অব্যাহত থাকলে মুরাদ নূর আগামীর সেরা হয়ে উঠবে। আমার পক্ষ তাঁকে ছায়া দেওয়ার পরিধি আরো বেড়ে গেলো। অনুষ্ঠান সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ। 

সুরকার মুরাদ নূর বলেন, স্রষ্টাকে সবার আগে ধন্যবাদ জানাই। আমি ভাবতেও পারিনি অনুষ্ঠানে এতো এতো দর্শক হবে। স্বপ্ন পুরণের আয়োজন হয়তো এমনই হয়। মঞ্চে গুরু আমাকে যে স্নেহ, অনুপ্রেরণা দিয়েছেন তা আমার ঐতিহাসিক অলংকার। এই সম্মান ধরে রাখার জন্য সবার দোয়া চাই। সংশ্লিষ্ট মন্ত্রণালয়, শিল্পকলা একাডেমী সহ নূর ক্রিয়েশনস এর সকল সদস্যকে বিশেষ ধন্যবাদ। 

সাদিয়া রশ্নি সূচনার প্রানবন্ত সঞ্চালনায়, সৈয়দা শামছি সায়েকার কোরিওগ্রাফিতে পাঁচটি গানের কথা লিখেছেন - মোহাম্মদ রফিকউজ্জামান, গোলাম মোর্শেদ, শহীদুল্লাহ ফরায়জী, ডা. রুখসানা পারভীন ও রাসেল আশেকী। কণ্ঠ দিয়েছেন আতিক বাবু, সাব্বির জামান, আলতাফ হোসেন, মোমিন বিশ্বাস, মাটি রহমান ও স্মরণ। 

গানগুলো নূর ক্রিয়েশনস এর ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে।

রবিবার, ১৮ জুন, ২০২৩

"পরিবেশ সমাবেশে" স্বদেশ মৃত্তিকাআদর্শ বিদ্যানিকেতনের সুবিধাবঞ্চিত শিশুরা গান ও নাচ করে দর্শকদের মাতিয়ে দিলেন

"পরিবেশ সমাবেশে" স্বদেশ মৃত্তিকাআদর্শ বিদ্যানিকেতনের সুবিধাবঞ্চিত শিশুরা গান ও নাচ করে দর্শকদের মাতিয়ে দিলেন

স্বদেশমৃত্তিকাআদর্শ বিদ্যানিকেতনের সুবিধাবঞ্চিত শিশুরা গান ও নাচ করে দর্শকদের মাতিয়ে দিলেন

১৮ জুন ২০২৩ রবিবার, বিকাল ৩.০০ টায় কেন্দ্রীয় শহীদ মিনার-এ “প্রাণ-প্রকৃতি-পরিবেশ সুরক্ষায় জাগো বাংলাদেশ” ¯শ্লোগান নিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘পরিবেশ সমাবেশ’। পরিবেশ ও মানবাধিকার সুরক্ষায় কর্মরত ১৪টি সংগঠনের (এএলআরডি, বেলা, বারসিক, বাপা, নিজেরা করি, নাগরিক উদ্যোগ, সিসিডিবি, কাপেং ফাউন্ডেশন, আদিবাসী ফোরাম আইপিডিএস, ইনসিডিন- বাংলাদেশ, কারিতাস, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন, এবং রিভারাইন (পিপল) যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এ কর্মসূচি। 

পরিবেশ সমাবেশের  উদ্ভোধনি অনুষ্ঠানের ছিলো বিশেষ চমক স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা পরিচালিত  স্বদেশ মৃত্তকা আদর্শ বিদ্যানিকেতনের  সুবিধাবঞ্চিত শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। শিশুদের নাচ ও গানের মুগ্ধ দর্শক, দর্শকদের মাতিয়ে তুলে এই শিশুরা।

মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত পরিবেশ সমাবেশে আয়োজক সংস্থাসমূহের পক্ষে লিখিত বক্তব্য পড়ে শুনান পাভেল পার্থ, পরিচালক বারসিক। 

আলোচনা করেন অ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান, প্রধান নির্বাহী, বেলা; শামসুল হুদা, নির্বাহী পরিচালক, এএলআরডি; আমিরুল রাজিব, সমন্ব য়কারি, তমসজিদ সড়ক গাছ রক্ষা আন্দোলন; শিরিন হক, মানবাধিকারকর্মী এবং প্রতিষ্ঠাতা সদস্য, নারীপক্ষ; ড. সোমা দে, সহযোগী অধ্যাপক, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ^বিদ্যালয়; 

অধ্যাপক ড. কামরুজ্জামান মজুমদার, চেয়ারম্যান, পরিবেশ বিজ্ঞান বিভাগ, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় 

 এ সময় আরো উপস্থিত ছিলেন বাপার নির্বাহী সদস্য ও নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ইবনুল সাঈদ রানা। 

স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার মহাসচিব ও স্বদেশ মৃত্তকা আদর্শ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক তানিয়া শেখ, রাশিদা আক্তার ও মুনিয়া মুন্নি প্রমুখ।

রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩

‘অগ্নিসাক্ষী’ খ্যাত অভিনেতার আত্মহত্যা!

‘অগ্নিসাক্ষী’ খ্যাত অভিনেতার আত্মহত্যা!

বিনোদন ডেস্ক ||স্বদেশসময়.কম- ভারতে গ্ল্যামার দুনিয়ায় আত্মহত্যার ঘটনা যেন বেড়েই চলেছে। বেশিরভাগ ক্ষেত্রে কারণ হিসেবে সামনে আসছে হতাশা, কাজ না পাওয়ার মতো ঘটনা।
ক্যারিয়ার নিয়ে হতাশা থেকে এবার আত্মহত্যার পথ বেছে নিলেন কন্নড় অভিনেতা সম্পথ জে রাম। হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, শনিবার (২২ এপ্রিল) নিজ বাড়িতেই আত্মহত্যা করেন মাত্র ৩৫ বছর বয়সী এই অভিনেতা। তার পরিবারের ঘনিষ্ঠ একজন আত্মীয় জানান, ‘সম্পথের হাতে তেমন কাজ ছিল না, হয়তো এ কারণেই ডিপ্রেশন ভুগছিল। তাই হয়তো এমন একটা চরম সিদ্ধান্ত নিয়ে ফেলল।’ ‘অগ্নিসাক্ষী’র মতো জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছিলেন সম্পথ জে রাম। ‘শ্রী বালাজি ফটো স্টুডিও’র ব্যাপক সমালোচিত সিনেমাতেও কাজ করেছিলেন তিনি। গত জানুয়ারি মাসেই মুক্তি পেয়েছিল এই সিনেমা। সিনেমাটির পরিচালক রাজেশ ধ্রুব সোশ্যাল মিডিয়ায় সম্পথ জে রামের মৃত্যু সংবাদ জানান। রাজেশ লেখেন, ‘এভাবে যে ছেড়ে চলে যাবে কিছুতেই বুঝতে পারেনি। আরও কত যুদ্ধ জেতা বাকি ছিল। নিজের স্বপ্ন পূরণ করতে এখনও অনেক সময় বাকি আছে। দয়া করে ফিরে এসো।’ সম্পথের এই হঠাৎ চলে যাওয়াটা মেনে নিতে পারছেন না ইন্ডাস্ট্রির সহকর্মীরা। ‘অগ্নিসাক্ষী’তে একসঙ্গে কাজ করেছিলেন সম্পথ জে রাম ও বিজয় সূর্য। ই-টামসকে তিনি বলেন, ‘এমন একটা দুঃসংবাদ শুনব দুঃস্বপ্নেও ভাবিনি। প্রথমে ভেবেছিলাম কেউ মজা করছে। কিন্তু পরে ঘটনাটা জানতে পারি। এককথায় দুঃখজনক।’ মাত্র এক বছর আগেই বিয়ে করেছিলেন অভিনেতা। তার বিবাহিত জীবন সুখের ছিল বলে জানা গেছে। সম্পথ কেন এভাবে নিজেকে শেষ করে দিলেন, সেই হিসাব কিছুতেই মেলাতে পারছেন না তার কাছের মানুষেরা।

রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩

নন্দিনী মিস ইন্ডিয়া বিজয়ী

নন্দিনী মিস ইন্ডিয়া বিজয়ী

বিনোদন ডেস্ক || স্বদেশসময়২৪.কম
‘ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০২৩’ বিজয়ী হয়েছেন ভারতের রাজস্থানের নন্দিনী গুপ্তা। শনিবার (১৫ এপ্রিল) রাতে মণিপুরে বসেছিল এবারের গ্র্যান্ড ফিনালে। ১৯ বছর বয়সী নন্দিনী গুপ্তাকে বিজয়ের মুকুট পরিয়ে দেন ‘মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০২২’ বিজয়ী সিনি শেঠি। এ প্রতিযোগিতায় প্রথম রানার আপ নির্বাচিত হয়েছেন দিল্লির শ্রেয়া পুঞ্জা। দ্বিতীয় রানার আপ মণিপুরের থাউনাওজাম স্ট্রেলা লুওয়াং। ইন্ডিয়া টিভি এ খবর প্রকাশ করেছে। এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতের ২৯টি রাজ্য থেকে মোট ৩০ জন প্রতিযোগীকে গ্র্যান্ড ফিনালের জন্য চূড়ান্ত করা হয়েছিল। নানা প্রশিক্ষণের মাধ্যমে প্রতিযোগিতার জন্য তাদের প্রস্তুত করেন আয়োজকরা। সবাইকে পেছনে ফেলে বিজয়ের মুকুট পরেন নন্দিনী। ৭১তম মিস ওয়ার্ল্ডের আসরে ভারতের প্রতিনিধিত্ব করবেন তিনি। ১৯ বছরের নন্দিনী গুপ্তা রাজস্থানের কোটার বাসিন্দা। বিজনেস ম্যানেজমেন্ট ডিগ্রি লাভ করেছেন তিনি। রতন টাটা নন্দিনীর জীবনে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি। ব্যক্তিগত জীবনে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে অনুসরণ করেন তিনি। দেশি গার্লের একাধিক কৃতিত্ব তার জীবনে অনুপ্রাণিত করেছে।

শনিবার, ৮ এপ্রিল, ২০২৩

সুর পাল্টালেন ওসি হারুন, ফিরছেন ২০ এপ্রিল

সুর পাল্টালেন ওসি হারুন, ফিরছেন ২০ এপ্রিল

দুই বাংলার আলোচিত ওয়েব সিরিজগুলোর নাম বলতে গেলে চলে আসে ‘মহানগর’-এর কথা। ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে এটি মুক্তি পেয়েছিল ২০২১ সালের ২৫ জুন। রাজধানী ঢাকার পটভূমিতে তৈরি সিরিজটির প্রথম মৌসুমের মোট ৮টি পর্ব প্রচার হয়। সিরিজটি দেখে পরিচালক আশফাক নিপুন, অভিনয়শিল্পী মোশাররফ করিম, জাকিয়া বারী মম, মোস্তাফিজুর নূর ইমরান, শ্যামল মাওলার প্রশংসা করছেন সবাই। শুধু দেশেই নয়, কলকাতার দর্শকরাও সিরিজটি দেখছেন আগ্রহ নিয়ে। এরপর থেকেই দর্শদের একটাই প্রশ্ন ছিল- কবে আসবে ‘মহানগর টু’? নির্মাতা আশফাক নিপুন পরিচালিত সিরিজটি মুক্তি পাচ্ছে আসছে ২০ এপ্রিল। এর আগে শুক্রবার (৭ এপ্রিল) প্রচারণার অংশ হিসেবে উন্মুক্ত হয়েছে সিরিজের ট্রেলার। স্বাভাবিকভাবেই ট্রেলারে ‘মহানগর’র প্রধান চরিত্র ওসি হারুনের উপস্থিতি বেশি। তার রহস্যে মোড়া সংলাপ, গভীর-চিন্তিত চাহনি আর অনেক অমীমাংসিত গল্পের টুকরো আভাস মিলেছে মিনিট দুয়েকের ঝলকে। প্রথম সিজনে ওসি হারুনের কণ্ঠে ‘দুইটা কথা মনে রাখবেন’ সংলাপটি দর্শকের মুখে মুখে ছড়িয়ে গিয়েছিল। তবে এবার তদন্তকারী কর্মকর্তার ধমকের বিপরীতে হারুন সুর পাল্টে বলেন, ‘দুইটা কথা ভুলে যাবেন’! নিজের চরিত্রের বিষয়ে মোশাররফ করিম বলেন, ওসি হারুন আমার অভিনীত চরিত্রগুলোর মধ্যে অন্যতম প্রিয়। এই চরিত্রের প্রতি মানুষের যে ভালোবাসা, প্রশংসা এবং পজিটিভ ফিডব্যাক পেয়েছি, তা আমার এবং পুরো ‘মহানগর’ টিমের জন্য সত্যি অনেক বড় পাওয়া। দ্বিতীয় সিজনের গল্পে এমন কিছু পাওয়া যাবে যা আগে কখনো কেউ দেখেনি, এই ট্রেলারটি কেবল তার ছোট্ট একটি ঝলক। এদিকে নতুন সিজনে দেখা যায়নি ওসি হারুনের সহযোগী মলয়কে। যে চরিত্রে অভিনয় করে প্রথম সিজনে দর্শকের ভূয়সী প্রশংসা কুড়িয়েছিলেন মোস্তাফিজুর নূর ইমরান। ধারণা করা হচ্ছে, এই সিজনে তাকে রাখা হয়নি। কারণ সংশ্লিষ্টদের পাঠানো তথ্যেও তার নাম নেই। তবে নতুন সিজনে মোশাররফ করিমের সঙ্গে রয়েছেন আফসানা মিমি, ফজলুর রহমান বাবু, শ্যামল মাওলা, বৃন্দাবন দাস, তানজিকা আমিন ও ‘কারাগার’খ্যাত তরুণ অভিনেতা দিব্য জ্যোতি প্রমুখ। এদিকে, মলয়ের বিষয়ে কোনো মন্তব্য করেননি ‘মহানগর’র নির্মাতা আশফাক নিপুণ। তিনি বলেন, এটি আমার হৃদয়ের খুব কাছের একটি সিরিজ। দর্শকরা সিরিজটি যেভাবে দেখেছেন এবং সমর্থন করেছেন, পাশাপাশি দ্বিতীয় সিজনের জন্য যে অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তা দেখে আমি সত্যি খুব আনন্দিত। দর্শকের বাড়তি আগ্রহের কারণে কিছুটা নার্ভাসও বটে। তবে শেষ ভালো যার, সব ভালো তার। আশা করছি শেষটা ভালোই হতে যাচ্ছে। এর আগে বুধবার (০৫ এপ্রিল) হইচই-এর অফিশিয়াল পেজে একটি পোস্টার শেয়ার করে ‘মহানগর টু’ মুক্তির তারিখ ২০ এপ্রিল জানানো হয়েছে। ওই পোস্টের ক্যাপশনে জানানো হয়েছে, এটিই ‘মহানগর টু’র অফিশিয়াল পোস্টার। সঙ্গে ‘প্রতিপক্ষ প্রত্যক্ষ হোক বা পরোক্ষ, হারুনকে হারানো কিন্তু সহজ নয়!’ এমন ট্যাগ লাইন জুড়ে দেওয়া হয়েছে। তার আগে গেল ২৫ মার্চ প্রকাশ হয় ‘মহানগর টু’র টিজার। ১ মিনিট ১০ সেকেন্ডের টিজারটি প্রকাশের পরপরই ভাইরাল হয়ে যায় সামাজিকমাধ্যমে। টিজারে দেখা যায়, ঢাকা মহানগরের ব্যস্ত রোডে ছুটে চলেছে গাড়ি ও মানুষ। ব্যাকগ্রাউন্ডে অভিনেতা মোশাররফ করিম ঢাকা মহানগর নিয়ে একটি গল্প বলছেন। সেখানে ঢাকা মহানগরের কথা উল্লেখ করে তাকে বলতে শোনা যায়, ‘মহানগরের রাস্তায়, ফুটপাতে, অলিতে-গলিতে কতশত গল্প। শাসকের গল্প, শোষিতের গল্প। ক্ষমতায় ওঠার গল্প, ক্ষমতার সঙ্গে পেরে না ওঠার গল্প। মহানগরে প্রতিদিন এমন হাজারো মানুষ পিষে যায় সিস্টেমের চাপে। এই সিস্টেমের কোনায় কোনায় ভূত। ভূতদের সঙ্গে পাল্লা দিতে হলে মাঝে মাঝে নিজেকেও ভূত সাজতে হয়। ’ টিজারের শেষ পর্যায়ে পুলিশের পোশাকে ওসি হারুনরূপে দেখা দিয়ে মোশাররফ করিম দুটি কথা মনে রাখতে বলেন দর্শকদের। ‘এক, তার নাম যে হারুন সেটা। আর দুই, হারুন এত সহজে হারে না। ’ এনএটি

বুধবার, ৫ এপ্রিল, ২০২৩

একটি লুঙ্গি কিনলেন তাহসান

একটি লুঙ্গি কিনলেন তাহসান

লাখ টাকায় বঙ্গবাজারের পোড়া একটি লুঙ্গি কিনলেন তাহসান
রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আহাজারী ছুঁয়ে গেছে দেশের তারকাশিল্পীদের মন। ভয়াবহ এ ঘটনায় দেশজুড়ে নেমেছে শোকের ছায়া। ভারাক্রান্ত বিনোদন অঙ্গনের মানুষেরাও। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা দুঃখ প্রকাশ করছেন। বঙ্গবাজারে আগুনে আংশিক পোড়া কাপড় কিনছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে ১ লাখ টাকায় বঙ্গবাজারের পোড়া একটি লুঙ্গি কিনলেন গুণী সংগীতশিল্পী তাহসান খান। বিদ্যানন্দ ফাউন্ডেশনের ভেরিফায়েড ফেসবুক পেজে এসব তথ্য জানানো হয়েছে। ফেসবুক স্ট্যাটাসে সংগঠনটি জানিয়েছে, জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান বঙ্গবাজারের পোড়া একটি লুঙ্গি কিনে নিয়েছেন এক লাখ টাকায়! যে টাকা পৌঁছে দেওয়া হচ্ছে ক্ষতিগ্রস্ত বিক্রেতাদের কাছে। অনেক তারকা ব্যক্তিত্বের অনুরোধ আসছে বিদ্যানন্দে, সবাই সংগ্রহে রাখতে চান কিছু পোড়া কাপড়। নগদ এক কোটি টাকা তুলে তা ভুক্তভোগী ক্ষুদ্র ব্যবসায়ীদের হাতে দিতে চায় সংগঠনটি। সচেতনতা বাড়াতে আরো কিছু তারকা ব্যক্তিত্বকে সংযুক্ত করার কথা জানিয়েছে সংগঠনটি। তাহসানের এই মানবিক কাজে মুগ্ধতা প্রকাশ করেছেন তার ভক্ত ও নেটিজেনরা। মানুষের সংকটে রাষ্ট্রের পাশাপাশি সামর্থ্যবানদের এগিয়ে আসা উচিত বলে মনে করছেন তারা।

সোমবার, ৩ এপ্রিল, ২০২৩

 মনিরা মিঠুর বাসায় ভয়াবহ চুরি

মনিরা মিঠুর বাসায় ভয়াবহ চুরি

অভিনেত্রী মনিরা মিঠুর উত্তরার বাসায় ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। রবিবার সকাল সাড়ে ১১টার দিকে তার বাসার কাজের বুয়া নগদ এক লাখ চল্লিশ হাজার টাকা ও প্রায় ৭ ভরি স্বর্ণালংকার চুরি করে পালিয়েছে বলে জানান এ অভিনেত্রী। এ ঘটনা রবিবার সন্ধ্যায় মনিরা মিঠু উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করতে গিয়েছিলেন। তিনি বলেন, অভিযোগ দায়ের করেছি। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। মনিরা মিঠু বলেন, শনিবার বাসার ইফতারে পিয়াজুর সঙ্গে বিষাক্ত কিছু মিশিয়ে দেওয়া হয়। সেগুলো খেয়ে বাসার দুজন সদস্য অসুস্থ হয়ে পড়ে।আমি ও অভিনেত্রী শিরিন আলম সামান্য ইফতার মুখে দিয়ে নামাজ পড়ে আবার শুটিংয়ে যাই। এজন্য শারীরিকভাবে সামান্য অসুস্থ হই। কিন্তু আমার ছোট ছেলে ও বড় ছেলের বউ ইফতার সম্পন্ন করার পর থেকে মারাত্মকভাবে অসুস্থ হয়। তাদের শারীরিক অবস্থা বেশি খারাপ দেখে রাত ১টার দিকে তাদের হাসপাতালে ভর্তি করাই। মনিরা মিঠু বলেন, দিনে আমি শুটিংয়ে যাই। বাসা ফাঁকা পেয়ে সুযোগ বুঝে নতুন বুয়া পরিকল্পিতভাবে বাসায় চুরি করে। আলমারি ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালায়। মনিরা মিঠু জানান, তার বাসায় আসল কাজের বুয়াকে তিনি নিজের সন্তানের মতো দেখেন। সে অন্তঃসত্ত্বা হওয়ায় ভারি কাজের জন্য নতুন বুয়া রেখেছিলেন। নতুন বুয়া পরিকল্পিতভাবে খাবারে কিছু মিশিয়ে আমাদের হাসপাতালে পাঠায়।

শনিবার, ১১ মার্চ, ২০২৩

চলচ্চিত্রের বিকাশে করোনার মধ্যেও জাতীয় পুরস্কার দিয়েছে সরকার : তথ্যমন্ত্রী

চলচ্চিত্রের বিকাশে করোনার মধ্যেও জাতীয় পুরস্কার দিয়েছে সরকার : তথ্যমন্ত্রী

ঢাকা ৯ মার্চ ২০২৩:
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, করোনা মহামারির মধ্যেও জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান থেমে থাকেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শে সিনেমা শিল্পী-কলাকুশলীদের উৎসাহ দিতে এবং এই শিল্পের বিকাশ অব্যাহত রাখতে করোনার সময়ে, এমন কি ২০২০ সালে মাত্র ২৫-২৬টি চলচ্চিত্র নির্মিত হলেও জাতীয় পুরস্কার দেওয়া হয়েছে, উল্লেখ করেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় মন্ত্রী এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে ২০২১ সালে নির্মিত চলচ্চিত্রগুলো থেকে জুরি বোর্ড নির্বাচিত ২৭ ক্যাটাগরিতে ৩৪টি পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেন। ড. হাছান তার বক্তৃতায় বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, 'জাতির পিতা শেখ মুজিব শুধু স্বাধীন রাষ্ট্রই প্রতিষ্ঠা করেননি, বাঙালি শিল্প-সংস্কৃতি বিকাশেও তিনি ছিলেন সদানিবেদিত প্রাণ। বঙ্গবন্ধু ১৯৫৭ সালে প্রাদেশিক পরিষদে বিল উত্থাপনের মাধ্যমে ঢাকায় চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন প্রতিষ্ঠা করে এ দেশে সিনেমার প্রাতিষ্ঠানিক যাত্রা শুরু করেন। সেই চলচ্চিত্র আমাদের স্বাধীনতা সংগ্রামে, মুক্তিযুদ্ধে এবং পরবর্তীতে দেশ গঠনে ভূমিকা রেখেছে।' তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট গঠন করেছেন, সিনেপ্লেক্স, সিনেমা হল নির্মাণ ও সংস্কারে এক হাজার কোটি টাকার সহজতম ঋণ তহবিল গঠন করেছেন। আমাদের সিনেমা ঘুরে দাঁড়াচ্ছে। বিশ্বে অনেক পুরস্কার অর্জন করেছে। আমাদের মেধাবী প্রাণেরা সিনেমা শিল্পকে আরও এগিয়ে নেবেন এটিই জাতির প্রত্যাশা। দেশের উন্নয়নচিত্র তুলে ধরতে গিয়ে সম্প্রচারমন্ত্রী হাছান বলেন, '২০০৯ সালে আমরা বিশ্বে ৬০তম জিডিপির দেশ ছিলাম। গত ১৪ বছরে ২৫টি দেশ পেছনে ফেলে আমরা এখন ৩৫তম এবং পারচেজিং পাওয়ার প্যারিটিতে ৩১তম। পাকিস্তান এখন আমাদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে, তাদের পার্লামেন্টে শেখ হাসিনার প্রশংসা হয়। এটিই বঙ্গবন্ধুর দেশ রচনার সার্থকতা, বঙ্গবন্ধুকন্যার দেশ পরিচালনার সার্থকতা।' তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এ বার্ষিক আয়োজনে মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু এমপি বিশেষ অতিথি হিসেবে এবং সচিব মোঃ হুমায়ুন কবীর খোন্দকার স্বাগত বক্তব্য দেন। শেষে চলচ্চিত্র অঙ্গনের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। ‘লাল মোরগের ঝুঁটি’ ও ‘নোনাজলের কাব্য’ যুগ্ম শ্রেষ্ঠ চলচ্চিত্র, মো. সিয়াম আহমেদ ও মীর সাব্বির মাহমুদ যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেতা এবং আজমেরী হক বাঁধন ও তাসনোভা তামান্না যৌথভাবে ২০২১ সালের শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার অর্জন করেছেন।

রবিবার, ১ জানুয়ারী, ২০২৩

সদা হাস্যজ্বল, মিষ্টভাষি, গুণি সাংবাদিক শমী ইব্রাহীম

সদা হাস্যজ্বল, মিষ্টভাষি, গুণি সাংবাদিক শমী ইব্রাহীম

শেখ ওয়াসিমা তাবাস্সুম শমী। শমী ইব্রাহীম নামেই যার পরিচিতি।২০০৫ সালে লাক্স চ্যানেল আই সুপার স্টারের মাধ্যমে মিডিয়াতে পথ চলা শুরু হলেও বতর্মানে দাপটের সাথে করে চলেছেন সাংবাদিকতা। এক যুগেরও বেশি সময়ধরে সাংবাদিকতায় থাকা শমী ইব্রাহীম কোভিডের সময়টাতে জীবনের ঝুঁকি নিয়ে করেছেন স্বাস্থ্যখাতের নানান দিকের সব রিপোর্ট। যার কারনে কোভিড ফ্রন্টলাইনার হিসেবে পেয়েছেন একাধিক এ্যাওয়ার্ড। দেশ ছাড়িয়ে বিদেশী নানান সেমিনারে অংশ নিয়েও অর্জন করেছেন সুনাম।বর্তমানেও ব্যাস্ত সময় পার করছেন নিজের পেশা নিয়েই।একান্ত আলাপচারিতায় সাংবাদিকতার অতিত, বর্তমান ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে কথা হয় তার সাথে। শিরোনাম: কাউকে অনুকরণ করে নয় বরং যে কাজ আপনাকে আনন্দ দেবে সেটাই করা উচিত বলে মত শমী ইব্রাহীমের। সাংবাদিক হিসেবে কাজ করবেন এটা কি আগে থেকেই ভেবেছিলেন? মিডিয়ায় শুরুটা আমার গ্লামার ওয়ার্ল্ড এর মাধ্যমে ২০০৫ সালে। মডেলিং, নাটক, সিনেমা বরাবরই কম টানতো আমায়। তবে ক্যামেরাটাকে কেন যেন ভালোবেসে ফেলেছিলাম। তাই আর ছাড়া হয়নি, বরং অন্য মাধ্যমে ক্যামেরার সাথেই শুরু হয় পথ চলা। আমি বিশ্বাস করি কাউকে অনুকরণ করে নয় বরং যে কাজটি আপনাকে আনন্দ দেবে আপনার সেটাই করা উচিত। সাংবাদিকতা আমাকে আনন্দ দেয়। এটা আমার ভালো লাগা ও ভালোবাসার জায়গা।প্রতিদিন এই পেশায় নতুন নতুন চ্যালেঞ্জ আমি উপোভোগ করি।সাংবাদিকতা এখন আর কেবল পেশা নয় আমার কাছে এটা রিতিমত এখন নেশায় পরিনত হয়েছে।
নিজেকে সাংবাদিক হিসেবে তৈরী করতে কিভাবে প্রস্তুতি নিয়েছেন? সাংবাদিকতা একটা নেশা। আর এই নেশার জন্য সবার আগে আপনাকে নিউজ ম্যান হয়ে ওঠা জরুরী। এই পেশায় যার খবরের সোর্স যত বেশি সে তত ভালো সাংবাদিক।আমি যখন এই পেশায় আসি তখন রাতের ডিউটিতে মেয়েদের দেখাই যেত না।এই সুযোগটি আমি শতভাগ কাজে লাগিয়েছিলাম। ক্যারিয়ারের শুরুর দিকে সোর্স বিল্ডআপের জন্য আমি টানা ছয় মাস নাইট ডিউটি করেছিলাম। যার ফলও পেয়েছিলাম। এছাড়া ভালো সাংবাদিক হতে হলে আপনাকে প্রচুর পড়ালেখাও করতে হবে। বিশেষ করে দৈনিক পত্রিকারদিকে নজরটা রাখতেই হবে। এছাড়া দেশী বিদেশী নিউজ চ্যানেলগুলোতেও নজর রাখতে হবে সমানভাবে। ক্যারিয়ারের ১৫ বছর এই পেশায় পার করার পরেও এখনও শিখছি। জানিনা, কবে একজন ভালো সাংবাদিক হতে পারবো। তবে চেষ্টা চলমান থাকবে। সাংবাদিকতায় কোন জায়গাটিতে কাজ করতে স্বাস্চ্ছন্দবোধ করেন? ক্রাইম রিপোর্টিং দিয়ে আমার ক্যারিয়ার শুরু হয়। খুব উপভোগও করতাম এই জায়গাটা। প্রতিদিনই নতুন নতুন ঘটনা আর খবরে শিখেছি অনেক। পরবর্তীতে স্বাস্থ্য বিটের রিপোর্টার হওয়ার সুবাদে কোভিডের সময়টিতে কাজ করতে পেরে নিজেকে খুব ভাগ্যবান মনে করি আমি। সে সময়ের বাস্তবতায় শিখেছি অনেক কিছু। স্বাস্থ্যের সাথে সাথে নারী, শিশু ও পরিবেশ নিয়ে কাজ করতে খুব ভালোবাসি আমি।
উপস্থাপক শমী নাকি সাংবাদিক শমী? কোন শমী কে বেশি পছন্দ? বরাবরই সাংবাদিক শমীকে পছন্দ আমার। সাংবাদিকতায় প্রতিদিন নতুন নতুন চ্যালেঞ্জ ভালো লাগে আমার। উপস্থাপনা ভালো লাগে তবে মাঠের সাংবাদিকতা বেশি ইনজয় করি আমি। দীর্ঘ এই ক্যারিয়ারে সংগ্রাম করে নিজের একটা অবস্থান তৈরী করেছেন। এটা ভাবতে কেমন লাগে? খুব ভালো লাগে, এটা বলার অপেক্ষা রাখেনা। আজকের শমীকে এই জায়গায় আনতে অনেক লম্বা পথ পাড়ি দিতে হয়েছে যা এখনও চলমান। আর এই পথটা মসৃণ করেছে আমার পরিবার। ওয়ার্কিং মাদারদের কাজে অনেক প্রতিবন্ধকতা থাকে। এটা শুধু ওয়ার্কিং মাদাররাই জানে। তবে আমি এদিক থেকে অনেক ভাগ্যবান। আমার কাজে যেন কোন কিছুই বাঁধা না হয় তার জন্য আমার পার্টনার তার শতভাগ সাপোর্টটাই দেন। পাশাপাশি কনসিভ করার পর থেকে এখন পর্যন্ত আমি যে সব প্রতিষ্ঠানে কাজ করেছি বা করছি তারা সবাই আমাকে সাপোর্ট করেছেন বলেই আজ আমি এই জায়গায় আসতে পেরেছি।
নতুন যারা এই পেশায় আসতে চান তাদের উদ্দ্যেশে কি বলবেন? প্রথমেই আমি তাদেরকে বলবো, সাংবাদিকতাকে পেশা হিসেবে নয়, বরং নেশা হিসেবে নিতে পারলেই যেন নতুনরা এই পেশায় আসেন। কারন সৎ সাংবাদিকতায় অন্য পেশার মত অর্থ থাকেনা তবে সম্মানের কমতি হয় না। ভবিষ্যতে কি অন্য কোন ধারায় কাজ করার ইচ্ছা আছে? জীবনের ১৫ টি বছর এখানে সময় দিয়ে এখন আর অন্য কোথাও যেতে চাইনা। তাছাড়া সাংবাদিকতা এখন রক্তে মিশে গেছে। তবে আমার মত ওয়ার্কিং মাদারদের জন্য কিছু করতে চাই। তাই একটি ডে কেয়ার চালু করেছিলাম। সেটিতে আরও মনোযোগী হতে চাই। এর পাশাপাশি অনলাইনে খুব ছোট দুটি উদ্যোগ আছে, যা স্বপ্নের মতই বড় করে তুলতে চাই। ছবি তুলেছেন: মোস্তাফিজুর রহমান মিন্টু