সোমবার, ১২ মে, ২০২৫

স্বদেশ মৃত্তিকার ২০ বছর পূর্তি উপলক্ষে সমাজসেবায় সম্মাননা পেলেন পরিবেশবিদ ইবনুল সাঈদ রানা

 স্বদেশ মৃত্তিকার ২০ বছর পূর্তি উপলক্ষে সমাজসেবায় সম্মাননা পেলেন পরিবেশবিদ ইবনুল সাঈদ রানা

 

সমাজসেবায় সম্মাননা পেলেন পরিবেশবিদ ইবনুল সাঈদ রানা

ঢাকা, স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার ২০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে সমাজসেবায় বিশেষ অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয় সংস্থার উপদেষ্টা ও খ্যাতনামা পরিবেশবিদ ইবনুল সাঈদ রানা-কে।

শিক্ষা, পরিবেশ ও সমাজ উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে তাঁর নিরলস ভূমিকা ও মানবিক নেতৃত্বের স্বীকৃতি স্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়। বিশেষ করে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য পরিবেশবান্ধব শিক্ষা বিস্তারে তাঁর প্রচেষ্টা এবং নীতিগত সহায়তা স্বদেশ মৃত্তিকার কার্যক্রমকে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা রেখেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথিসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ তাঁর অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং সমাজে টেকসই পরিবর্তনের জন্য এমন উদ্যোগকে উদাহরণ হিসেবে তুলে ধরেন।

ইবনুল সাঈদ রানা বলেন, “এই সম্মাননা আমাকে আরও দায়িত্বশীলভাবে মানুষের পাশে দাঁড়াতে ও পরিবেশ, শিক্ষা ও মানবিক উন্নয়নের জন্য কাজ করে যেতে অনুপ্রাণিত করবে।”

স্বদেশ মৃত্তিকা দুই দশক ধরে দেশের বিভিন্ন প্রান্তে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও মানবিক বিকাশে কাজ করে চলেছে, যা দেশের সামাজিক উন্নয়নের পথে এক উল্লেখযোগ্য পদক্ষেপ।

স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা ভিজিট করতে: www.swadeshmrittika.org


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

1 টি মন্তব্য: