সোমবার, ১২ মে, ২০২৫

শিক্ষায় অনন্য অবদানের জন্য সম্মাননা পেলেন তানিয়া শেখ

 শিক্ষায় অনন্য অবদানের জন্য সম্মাননা পেলেন তানিয়া শেখ
স্বদেশ মৃত্তিকার ২০ বছর পূর্তি উদযাপনে গৌরবময় সম্মাননা

ঢাকা, ১২ মে ২০২৫:
শিক্ষাক্ষেত্রে দীর্ঘ দুই দশকের অবিচল ও নিষ্ঠাবান অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা পেলেন স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক তানিয়া শেখ। প্রতিষ্ঠানটির ২০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁকে এই বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

তানিয়া শেখ স্বদেশ মৃত্তিকার শুরু থেকেই জড়িত। প্রতিষ্ঠার প্রথম দিন থেকেই তিনি শিশুদের মানসম্মত ও মানবিক শিক্ষা প্রদানে নিজেকে নিবেদিত করেছেন। বিশেষ করে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করতে তাঁর ভূমিকা প্রশংসনীয়। তাঁর নেতৃত্বে স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতন শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বরং হয়ে উঠেছে একটি সামাজিক আন্দোলনের অংশ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজকর্মী, সাবেক শিক্ষার্থীরা এবং বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, “তানিয়া শেখ শুধু একজন শিক্ষক নন, তিনি শিক্ষার মাধ্যমে একটি প্রজন্মকে বদলে দেওয়ার সংগ্রামী প্রতীক।”

সম্মাননা গ্রহণের সময় আবেগাপ্লুত তানিয়া শেখ বলেন,

“এই সম্মান শুধু আমার একার নয়। এটি আমাদের স্কুলের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং যারা নীরবে-নিভৃতে এই পথচলায় পাশে ছিলেন, তাঁদের সকলের। শিক্ষাই পারে সমাজে প্রকৃত পরিবর্তন আনতে—এই বিশ্বাস থেকেই আমি কাজ করে যাচ্ছি।”

উল্লেখ্য, স্বদেশ মৃত্তিকা গত দুই দশক ধরে সমাজের নিম্নআয়ের পরিবারের শিশুদের জন্য মানসম্মত ও মানবিক শিক্ষার সুযোগ নিশ্চিত করে আসছে। তাদের ব্যতিক্রমী পাঠদর্শন, জীবনমুখী শিক্ষা এবং মূল্যবোধনির্ভর শিক্ষাক্রম ইতোমধ্যেই বহু শিক্ষার্থীকে এগিয়ে যাওয়ার সাহস জুগিয়েছে।

এই সম্মাননা শুধুমাত্র একজন শিক্ষকের প্রাপ্তি নয়, এটি সমাজে পরিবর্তনের জন্য নিরলসভাবে কাজ করে যাওয়া হাজারো নির্ভীক মানুষের স্বীকৃতির প্রতীক।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: