সমাজসেবায় সম্মাননা পেলেন ড. তারিক উজ জামান
স্বদেশ মৃত্তিকার ২০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে সমাজসেবায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করা হয় স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার উপদেষ্টা ও বিশিষ্ট লেখক ড. তারিক উজ জামানকে।
দীর্ঘদিন ধরে তিনি শিক্ষা ও সমাজ উন্নয়নে নিষ্ঠাভরে কাজ করে যাচ্ছেন। তাঁর প্রজ্ঞা, দৃষ্টিভঙ্গি ও মানবিক নেতৃত্ব স্বদেশ মৃত্তিকার কর্মকাণ্ডে নতুন মাত্রা যুক্ত করেছে। স্বদেশ মৃত্তিকার মতো একটি মানবিক উদ্যোগের সঙ্গে তাঁর সক্রিয় সম্পৃক্ততা এবং দিকনির্দেশনা অনুপ্রেরণা যুগিয়েছে শত শত সুবিধাবঞ্চিত শিশুকে, যারা শিক্ষার আলোয় আলোকিত হওয়ার সুযোগ পেয়েছে।
এই সম্মাননা শুধু তাঁর ব্যক্তিগত কৃতিত্বের স্বীকৃতি নয়, বরং এটি একটি আদর্শের সম্মান—যা তিনি জীবনের প্রতিটি পরতে বহন করে চলেছেন।
ড. তারিক উজ জামানকে অভিনন্দন ও শুভকামনা।
অভিনন্দন
উত্তরমুছুন