মঙ্গলবার, ২২ মার্চ, ২০১৬

ভালো ভোট হয়েছে: সিইসি

স্বদেশসময়২৪.কম
প্রথম ধাপে দেশের ৭১২টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণের পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমেদ বলেছেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। খুব অল্প কয়েকটি জায়গায় বিশৃঙ্খলা হয়েছে। ভালো ভোট হয়েছে। ভোটারের বেশ উপস্থিতি ছিল।

সুশৃঙ্খলভাবে ভোট প্রদানের জন্য তিনি ভোটারদের ধন্যবাদ জানান।

মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে সংবাদ সম্মেলনে সিইসি বলেন, অল্প কয়েকটি জায়গায় বিশৃঙ্খলা হয়েছে। নোয়াখালীর হাতিয়ায় ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের সময় ২ কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন। এ ছড়া কয়েকটি জায়গায় বিচ্ছিন্ন সংঘর্ষে কিছু লোক আহত হয়েছেন।

নির্বাচন কমিশিনের পক্ষ থেকে নির্বাচন মনিটরিং করা হয়েছে জানিয়ে তিনি বলেন, প্রথম ধাপে ৭১৯টি ইউপিতে নির্বাচন হওয়ার কথা ছিল। পরবর্তীতে ৭টি ইউপিতে ভোট স্থগিত করা হয়। মঙ্গলবার ৭১২টি ইউপিতে নির্বাচন হয়েছে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: