শীর্ষ নিউজ/সবর
দীর্ঘদিনের সেই সহকর্মী দিতির মৃত্যুতে দারুণভাবে শোকাহত হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্রের অন্যতম এই অভিনেতা। তিনি কিছুতেই বিশ্বাস করতে পারছেন
কেন্দ্র দখল জাল ভোট ও ব্যালট ছিনতাইয়ের অভিযোগ জাতীয় পার্টির
দেশের ৭১৭ ইউনিয়ন পরিষদে আজ ভোটগ্রহণ শুরুর কয়েক ঘণ্টার মধ্যে দলটির যুগ্ম মহাসচিব রেজাউল করিম ভুঁইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজের সঙ্গে সাক্ষাৎ করে লিখিত অভিযোগ করেন।
অভিযোগপত্রে বরিশাল, কুমিল্লা, বাগেরহাট, সাতক্ষীরা, পটুয়াখালী, মুন্সীগঞ্জ ও কুমিল্লায় প্রায় অর্ধশত কেন্দ্র থেকে জাতীয় পার্টির প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়া, জাল ভোট দেওয়া ও হামলার কথা বলা হয়েছে।
এর মধ্যে কুমিল্লার দেবিদ্বার উপজেলায় জাতীয় পার্টি মনোনীত চেয়ারম্যান প্রার্থীর এজেন্ট ও কর্মীদের মারধর করে অস্ত্রের মুখে ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ করা হয়েছে।
এই উপজেলায় ফতেহাবাদ ইউনিয়নের চানপুর, সুলতানপুর, নুরপুর, কোটনা, ফতেহাবাদ প্রাইমারি স্কুল, খলিলপুর,আসানপুর ও বড়কান্দা; ধামতি ইউনিয়নের হাজী আব্দুল মজিদ মক্তব ও দক্ষিণ খার সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রাজামেহের ইউনিয়নের মরিচা উচ্চ বিদ্যালয় ও বেতরা দক্ষিণ মাদ্রাসার ভোটকেন্দ্র দখলের কথা অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
অভিযোগপত্রে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে এসব কেন্দ্র দখলমুক্ত করতে তাৎক্ষণিকভাবে নির্বাচন কমিশনকে ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।
এ বিষয়ে নির্বাচন কমিশনার শাহনেওয়াজ তাৎক্ষণিকভাবে পরিস্থিতির খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন বলে জানান রেজাউল।
শীর্ষ নিউজ/সবর
0 coment rios: