মঙ্গলবার প্রথম পর্বের ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে
বৈঠক করে এ দাবি জানান বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।
তিনি সাংবাদিকদের বলেন, “৭১২
ইউপির মধ্যে অধিকাংশ ইউপিতে কারচুপি, দখল, জালভোট হয়েছে। ইসির নিরপেক্ষতা প্রমাণের
জন্য সুনির্দিষ্ট অভিযোগে অন্তত ৫০টি ইউপির ভোট বাতিলের জন্য আমরা সিইসিকে বলেছি।”
তাহলে বাকি ইউনিয়নে ভোট সুষ্ঠু হয়েছে বলে মনে করেন কি না- জানতে চাইলে
তিনি বলেন, “সব ইউনিয়নে কারচুপি হয়েছে। আমরা
বলেছি, অন্তত দৃষ্টান্ত স্থাপন করতে, যাতে ভবিষ্যতে জনগণ বিশ্বাস করে, ইসি নিরপেক্ষভাবে
কাজ করতে পারে।” দলীয় প্রতীকে প্রথম ইউপি নির্বাচনের প্রথম পর্বে মঙ্গলবার নানা অভিযোগের
মধ্যে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।
সার্বিক পরিস্থিতিতে ইসি সন্তোষ জানালেও বিচ্ছিন্নভাবে সংঘাত-অনিয়মের
জন্য ৪০টি কেন্দ্রে ভোট বন্ধ করা হয় বলে জানিয়েছে।
“সাত হাজার ভোট কেন্দ্রের মধ্যে
কয়েকটি কেন্দ্র বন্ধ করেছে। এটা নিছক তামাশা,” বলেন
নোমান।
তিনি আশঙ্কা প্রকাশ করেন, পুলিশের ‘সহযোগিতা’ নিয়ে
সরকারদলীয় সমর্থকরা ভোট কেন্দ্র দখল করে নিজেদের অনুকূলে ফল নিয়ে যাবে।
‘প্রহসনের নির্বাচন’ বললেও
বিএনপি ভোটে থাকবে বলে জানান নোমান।
“মানুষকে আমরা দেখাতে চাই, তামাশার নির্বাচন হচ্ছে।
প্রতিটি নির্বাচনে এ তামাশা চলছে। এ জন্যে আমরা ভোটে অংশ নেব। এ তামাশা জনগণকে দেখাতে
চাই।”
0 coment rios: