গরিব ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তার জন্য আমরা একটি অলাভজনক সংগঠন তৈরী করি যার নাম স্বদেশ মিত্তিকা মানব উন্নয়ন সংস্থা পরিচালিত স্বদেশ মিত্তিকা বিদ্যানিকেতন ।
এই সংগঠনের কাজ এগিয়ে নিয়ে যেতে আপনার সহযোগীতা আমাদের খুবই প্রয়োজন।
বাংলাদেশের মত দরিদ্রে এবং জনবহুল দেশে শিক্ষার হার দিন দিন যতটুকু পরিমানে বাড়ার দরকার তা বাড়ছে না,কেননা সবাই শুধু সরকারের দিকে চেয়ে আছে,বেসরকারী ভাবেও তেমন কাজ হচ্ছে না বা হলেও তা খুব বেশি নয়।হাতে গোনা কিছু বেসরকারী প্রতিষ্ঠান শিক্ষার বিস্তার নিয়ে কাজ করছে,তাই আমরা এডুকেশন নিয়ে কাজ শুরু করছি,আপনি আমাদের সাথে এই মহান কাজের অংশীদার হতে পারেন।
আপনি একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেন,কিন্তু অনেক মেধাবী মুখ দেখা যায় যারা টাকার অভাবে পড়াশোনা করতে পারছে না,আমরা চাই আর কোন মেধাবী ছাত্র/ছাত্রী পড়াশোনা বন্ধ না করুক। আমরা দশে মিলে তাদের জন্য কিছু করি।
স্বদেশ মিত্তিকা মানব উন্নয়ন সংস্থা পরিচালিত স্বদেশ মিত্তিকা বিদ্যানিকেতন এর কাজ :
• ইনশাআল্লাহ আমরা গরিব মেধাবী ছাত্র/ছাত্রীকে বই কিনে দেব ।
• পরীক্ষার ফি কিংবা বেতন দেব
• যারা পড়াশোনা করতে আগ্রহী কিন্তু অভাবের কারনে পারছে না,আমরা তাদের পাশে দাড়াব
• গরিব শিক্ষার্থীদের সাহায্যের জন্য কনসার্ট এর আয়োজন
• শিক্ষা প্রতিষ্ঠানে ইভেন্টস করবো
• কলেজ/ইউনিভার্সিটিতে কুইজ প্রতিযোগিতার আয়োজন করবো
• বিভিন্ন এলাকায় গিয়ে মানুষ কে শিক্ষার গুরুত্ব সম্পর্কে বলবো।
আমাদের এই সংগঠন চালাতে এবং গরিব মেধাবী ছাত্র/ছাত্রীদের বই ,খাতা,বেতন ইত্যাদি দিতে অর্থের প্রয়োজন সবচেয়ে বেশি।

আপনি কিভাবে সরাসরি আমাদের হেল্প করবেন ?
আমাদের ডোনেট করতে চাইলে জানাতে পারেন।আপনার দেয়া অর্থ গরিব ছেলেমেয়েদের বই কিনে দেওয়ার কাজে খরচ করা হবে এবং আপনার নাম চিরদিন আমাদের পোর্টালে লেখা থাকবে।
Opening soon online school program
Free cost onlain school for underprivileged children in Bangladesh.
Donate know
Swadesh Mrittika Biddaniketon and Help a Children
e-mail: swadesh.mrittika@yahoo.com
Account Number Southeast Bank Limited,Shyamoli Branch, A/C-No-003511100003128
Mobile +88001915166190 & +8801726355876
0 coment rios: