স্বদেশসময় টোয়েন্টিফোর ডটকম: দুর্নীতির মামলায় ত্রাণ ও
দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার রিভিউ আবেদন
খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এই রায়ের ফলে মন্ত্রী
মায়ার ১৩ বছর কারাদণ্ডের সাজা বহাল থাকল। আজ রবিবার প্রধান বিচারপতি এসকে
সিনহার নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন।
গত বছরের ৩ আগস্ট আপিল বিভাগের রায়ের পুনর্বিবেচনা (রিভিউ) দাখিল করেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
জরুরি অবস্থা চলাকালে ২০০৭ সালের ১৩ জুন দুর্নীতি দমন কমিশনের (দুদক)
সহকারী পরিচালক নূরুল আলম সূত্রাপুর থানায় মায়ার বিরুদ্ধে এ মামলাটি
দায়ের করেন। এ মামলায় পরের বছর ১৪ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত দুটি
ধারায় মায়াকে মোট ১৩ বছরের কারাদণ্ড দেন। একইসঙ্গে ৫ কোটি টাকা জরিমানা
করা হয়। ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন মায়া। আপিলের শুনানি
শেষে ২০১০ সালের ২৭ অক্টোবর তাকে খালাস দেন। এর আগে হাইকোর্ট তাকে এ
মামলায় জামিন মঞ্জুর করেন। ওই রায়ের বিরুদ্ধে দুদক আপিল বিভাগে গেলে গত
১৪ জুন আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে দেন। পাশাপাশি হাইকোর্টে
দায়েরকৃত আপিল মামলাটি নতুন করে শুনানির নির্দেশ দেন