স্বদেশসময় টোয়েন্টিফোর ডটকম:
: রাজধানীর মিরপুরের রূপনগরে
দুর্বৃত্তের ছোড়া এসিডে একই পরিবারের ৪ জন দগ্ধ হয়েছেন। আজ বৃহস্পতিবার
ভোরে এই ঘটনা ঘটে। দগ্ধদের সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের
বার্ন ইউনিটে আনা হয়।
দগ্ধ চারজন হলেন- সুরুজ আলম খান (৩৫), মাহফুজা আক্তার সুবর্ণা (২৮), তাদের সন্তান সানজিদা সুলতানা রিমা (২৮) ও সুবর্ণার বোন নিলুফার (৩২)। সুরুজের ডান হাতে, সুবর্ণার শরীরের বিভিন্ন অংশ, রিমার ডান হাতে ও নিলুফারের ডান হাত এসিডে ঝলসে গেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক জানান, রূপনগর ১৩ নম্বর রোডের একটি টিনশেড বাড়িতে ওই পরিবারের বসবাস। সুবর্ণা একটি পোশাক কারখানায় কাজ করেন। সুবর্ণা বলছেন, ভোরে দরজা খোলা থাকায় দুজন মুখোশধারী ঘরে ঢুকে এসিড ছুড়ে পালিয়ে যায়