স্বদেশসময় টোয়েন্টিফোর ডটকম: বুধবার রাত ৮টার দিকে শাহপরান সেতুর
বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে শাহপরান থানার ওসি শাহজালাল মুন্সী জানিয়েছেন ।
নিহতরা হলেন জকিগঞ্জের বারহাল এলাকার
সালমা বেগম (৭০), তার ছেলে হারুনুর রশীদ (৪৫) এবং তাদের আত্মীয় সায়রা খাতুন (২৮)।
তারা সিলেট নগরীর মেজরটিলা সৈয়দপুরে
বসবাস করতেন।
অটোরিকশা যাত্রী সালমা ও হারুন ঘটনাস্থলে
নিহত হন। সায়রা খাতুনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনি
মারা যান।”