বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬

নতুন বইয়ের ঘ্রাণে নতুন স্বপ্ন—শিশুদের হাতে বই তুলে দিল স্বদেশ মৃত্তিকা

 নতুন বইয়ের ঘ্রাণে নতুন স্বপ্ন—শিশুদের হাতে বই তুলে দিল স্বদেশ মৃত্তিকা


 

শিক্ষার আলো ছড়িয়ে দিতে ও সুবিধাবঞ্চিত শিশুদের পড়ালেখায় উৎসাহিত করতে শিশুদের হাতে নতুন বই তুলে দিয়েছে স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতন। বই বিতরণ অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, যেখানে শিশুদের চোখে-মুখে ছিল আনন্দ আর নতুন স্বপ্নের ঝিলিক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. আকবর হোসেন, সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, ড. সৈয়দ তারিক উজ জামান, ডা. এস এম হাবিবুর রহমান, অরবিন্দ আদিত্য।

সিনিয়র শিক্ষক রাশিদা আক্তার, শিক্ষক সোহাগী আক্তার, পপি আক্তার ও নাজুমুল হুজুর

নুষ্ঠান পরিচালনয়ায় ছিলেন  স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার পরিচালক সিরাজুল ইসলাম সাগর।

অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অতিথিরা শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেন এবং তাদের শুভকামনা জানান।

এ সময় বক্তব্য রাখতে গিয়ে প্রতিষ্ঠাতা মো. আকবর হোসেন বলেন,
“শিক্ষাই একটি শিশুর ভবিষ্যৎ গড়ার প্রধান হাতিয়ার। নতুন বই শুধু পড়ালেখার উপকরণ নয়, এটি শিশুদের স্বপ্ন দেখার সাহস জোগায়। সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার মূলধারায় আনতেই আমাদের এই নিরন্তর প্রয়াস।”

অনুষ্ঠানে আরও বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া শিশুদের জন্য এমন উদ্যোগ প্রশংসনীয়। নিয়মিত বই বিতরণ  ও শিক্ষা সহায়তার মাধ্যমে একটি আলোকিত প্রজন্ম গড়ে তোলাই স্বদেশ মৃত্তিকার লক্ষ্য।

বই হাতে পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে। তারা জানায়, নতুন বই পেয়ে তাদের পড়ালেখার আগ্রহ আরও বেড়ে গেছে। অভিভাবকরাও এই উদ্যোগের জন্য স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতনকে ধন্যবাদ জানান।

 

উল্লেখ্য, স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতন দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে শিক্ষা, বই-খাতা ও শিক্ষা উপকরণ সরবরাহ করে আসছে। শিক্ষা বিস্তারে এমন মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানান।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: