বিনোদন ডেস্কঃ ২৬ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে এস.এম. শফিউল আযম পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক নতুন চলচ্চিত্র “উদীয়মান সূর্য”।
বিনোদন ডেস্কঃ ২৬ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে এস.এম. শফিউল আযম পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক নতুন চলচ্চিত্র “উদীয়মান সূর্য”।
মুক্তিযুদ্ধের ইতিহাস, সংগ্রামী মানুষের স্বপ্ন, ভালোবাসা ও ত্যাগের কাহিনী নিয়ে নির্মিত এই ছবি দর্শকদের সামনে হাজির করবে এক নতুন আঙ্গিকের গল্প।
পরিচালক এস.এম. শফিউল আযম বলেন—
“মুক্তিযুদ্ধ আমাদের আত্মপরিচয়ের প্রতীক। নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করতেই এই চলচ্চিত্র নির্মাণ করেছি। আলো–ছায়া আর স্বপ্নের মিশেলে ‘উদীয়মান সূর্য’ দর্শকদের ভিন্ন অভিজ্ঞতা দেবে।”
প্রচারণার অংশ হিসেবে সম্প্রতি প্রকাশিত হয়েছে ছবির রোমান্টিক তিনটি গান। গানের কথা লিখেছেন এস.এম. কামাল। প্রকাশের পর থেকেই গানগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়িয়েছে এবং শ্রোতাদের হৃদয়ে এনেছে ভিন্ন আবেগ।
মৌলিক গল্প ও গানে সমৃদ্ধ এ সিনেমায় অভিনয় করেছেন—
সাদমান সামীর, কান্তা নুর, শিশির আহমেদ, তামান্না জুলি, ওবিদ রেহান, সাজ্জাদ সাজু, আনোয়ার সিরাজী, গুলশান আরা পপি, এবিএম সোহেল রশীদসহ আরও অনেকে।
লিনেট ফিল্মস প্রযোজিত “উদীয়মান সূর্য”-এর কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন এস.এম. শফিউল আযম।
0 coment rios: