বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

সমকালীন রোমান্টিক উপন্যাস “ভালোবাসার অমর অশ্রু” প্রকাশিত

সমকালীন রোমান্টিক উপন্যাস “ভালোবাসার অমর অশ্রু” প্রকাশিত

অমর একুশে গ্রন্থমেলা ২০২৬-এ প্রকাশিত হয়েছে প্রতিশ্রুতিশীল সাহিত্যিক মোঃ আকবর হোসেন রচিত সমকালীন রোমান্টিক উপন্যাস “ভালোবাসার অমর অশ্রু”। প্রকাশনার দায়িত্ব নিয়েছে সুপরিচিত ইচ্ছা শক্তি প্রকাশনী। বইমেলায় আনুষ্ঠানিকভাবে উন্মোচনের পর থেকেই পাঠক মহলে বইটি নিয়ে তৈরি হয়েছে বিশেষ আগ্রহ।

উপন্যাসের মূল প্রেক্ষাপট

“ভালোবাসার অমর অশ্রু” একদিকে যেমন প্রেম ও আবেগের গল্প, অন্যদিকে এটি মানবিক সম্পর্ক, সমাজ ও জীবনের বাস্তবতার প্রতিফলন। লেখক কাহিনির প্রতিটি বাঁকে ফুটিয়ে তুলেছেন সুখ–দুঃখ, বিচ্ছেদ–মিলন, আশা–নিরাশার নানান অভিজ্ঞতা। উপন্যাসটি শুধু প্রেম নয়, বরং মানবিকতার গভীর মূল্যবোধকেও কেন্দ্র করে এগিয়েছে।

লেখকের বক্তব্য

লেখক মোঃ আকবর হোসেন বলেন,
“আমি ছোটবেলা থেকেই সাহিত্য ও কবিতার প্রতি গভীর আকর্ষণ অনুভব করেছি। এই উপন্যাসে আমার মূল লক্ষ্য ছিল প্রেম ও মানবিকতার সংমিশ্রণে একটি এমন কাহিনি নির্মাণ করা, যা পাঠকের হৃদয়ে স্থায়ী ছাপ ফেলবে। ভালোবাসা কেবল আবেগের বিষয় নয়, বরং জীবনের প্রতিটি অধ্যায়ে এটি ভিন্ন ভিন্নভাবে মানুষকে স্পর্শ করে। আমি চাই, পাঠক এই বই থেকে শুধু বিনোদন নয়, জীবনের নতুন এক উপলব্ধিও খুঁজে পাক।”

প্রকাশকের মন্তব্য

ইচ্ছা শক্তি প্রকাশনীর একজন প্রতিনিধি জানান,
“আমরা বিশ্বাস করি ভালোবাসার অমর অশ্রু বর্তমান প্রজন্মের পাঠকের কাছে বিশেষভাবে গ্রহণযোগ্য হবে। উপন্যাসে আবেগের পাশাপাশি যে বাস্তব অভিজ্ঞতা ও মানবিকতার ছোঁয়া আছে, তা পাঠকদের মুগ্ধ করবে।”

পাঠকের প্রতিক্রিয়া

 উপন্যাসটি হাতে পেয়ে অনেক পাঠক জানিয়েছেন, লেখক আকবর হোসেনের লেখনীতে পাওয়া যায় সহজ ভাষার প্রবাহ, অথচ গভীর আবেগের প্রকাশ। কেউ কেউ বলেছেন, এই বই তাদের মনে পুরোনো ভালোবাসার স্মৃতি জাগিয়ে তুলেছে, আবার কেউ কেউ বইয়ের কাহিনি থেকে জীবনের শিক্ষা খুঁজে পেয়েছেন।

সংগ্রহের সুযোগ

উপন্যাসটি বর্তমানে অনলাইনে Bikroy.com-এ পাওয়া যাচ্ছে। নিজের সংগ্রহে রাখার পাশাপাশি প্রিয়জনকে উপহার দেওয়ার জন্যও এটি হতে পারে একটি অনন্য সংযোজন।

উপসংহার

সমকালীন সাহিত্য ধারায় “ভালোবাসার অমর অশ্রু” নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ সংযোজন। প্রেম, আবেগ ও মানবিকতার সার্থক মেলবন্ধনে উপন্যাসটি পাঠককে এক অনন্য অভিজ্ঞতা দেবে বলেই প্রত্যাশা করা হচ্ছে।

📞 অর্ডার করতে এখনই ইনবক্স করুন-ইচ্ছা শক্তি প্রকাশনী- অথবা কল করুন: 01516379064 





২৬ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে এস.এম শফিউল আযম পরিচালিত  মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘উদীয়মান সূর্য’

২৬ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে এস.এম শফিউল আযম পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘উদীয়মান সূর্য’

বিনোদন ডেস্কঃ  ২৬ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে এস.এম. শফিউল আযম পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক  নতুন চলচ্চিত্র “উদীয়মান সূর্য”

 

বিনোদন ডেস্কঃ  ২৬ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে এস.এম. শফিউল আযম পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক  নতুন চলচ্চিত্র “উদীয়মান সূর্য”

মুক্তিযুদ্ধের ইতিহাস, সংগ্রামী মানুষের স্বপ্ন, ভালোবাসা ও ত্যাগের কাহিনী নিয়ে নির্মিত এই ছবি দর্শকদের সামনে হাজির করবে এক নতুন আঙ্গিকের গল্প।

পরিচালক এস.এম. শফিউল আযম বলেন—

“মুক্তিযুদ্ধ আমাদের আত্মপরিচয়ের প্রতীক। নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করতেই এই চলচ্চিত্র নির্মাণ করেছি। আলো–ছায়া আর স্বপ্নের মিশেলে ‘উদীয়মান সূর্য’ দর্শকদের ভিন্ন অভিজ্ঞতা দেবে।”

প্রচারণার অংশ হিসেবে সম্প্রতি প্রকাশিত হয়েছে ছবির রোমান্টিক তিনটি গান। গানের কথা লিখেছেন এস.এম. কামাল। প্রকাশের পর থেকেই গানগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়িয়েছে এবং শ্রোতাদের হৃদয়ে এনেছে ভিন্ন আবেগ।

মৌলিক গল্প ও গানে সমৃদ্ধ এ সিনেমায় অভিনয় করেছেন—
সাদমান সামীর, কান্তা নুর, শিশির আহমেদ, তামান্না জুলি, ওবিদ রেহান, সাজ্জাদ সাজু, আনোয়ার সিরাজী, গুলশান আরা পপি, এবিএম সোহেল রশীদসহ আরও অনেকে।

 

লিনেট ফিল্মস প্রযোজিত “উদীয়মান সূর্য”-এর কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন এস.এম. শফিউল আযম।

শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

 ঈদ-এ মিলাদুন্নবী উপলক্ষে স্বদেশ মৃত্তিকা স্কুলে দোয়া মাহফিল

ঈদ-এ মিলাদুন্নবী উপলক্ষে স্বদেশ মৃত্তিকা স্কুলে দোয়া মাহফিল

 ঈদ-এ মিলাদুন্নবী উপলক্ষে স্বদেশ মৃত্তিকা স্কুলে দোয়া মাহফিল


ঢাকা: শনিবার  (৬ সেপ্টেম্বর ২০২৫) ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতন শাখায় শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনের উদ্যোগ নেয় হাত বাড়িয়ে দাও ফাউন্ডেশন।

দোয়া মাহফিল পরিচালনা করেন স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা উপদেষ্টা ডা. হাবিবুর রহমান, আল মাইজভান্ডারি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা মো. আকবর হোসেন।হাত বাড়িয়ে দাও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন শিপলু ও আমজাদ হোসেন সুমন, নির্বাহী সদস্য মনির হোসেন সোহেল।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার পরিচালক সিরাজুল ইসলাম ও সাদমান সাব্বির এবং শিক্ষক সোহাগী আক্তার, জাবেদ হোসেন ও নুপুর আক্তার।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) মানবতার মুক্তির দিশারি। তাঁর আদর্শ অনুসরণ করলেই সমাজে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠা সম্ভব। শিক্ষার্থীরা ইসলামের শান্তির বাণী এবং নবীর জীবনাদর্শ থেকে শিক্ষা গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করে। অভিভাবকরা এ আয়োজনের জন্য আয়োজক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।