সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে স্কুল নোটবুক ও একবেলা আহার বিতরণ
নরসিংদী, ২৭ আগস্ট ২০২৫:
আজ স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতন, নরসিংদী শাখার আয়োজনে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে স্কুল নোটবুক ও একবেলা আহার বিতরণ করা হয়েছে। শিক্ষার প্রতি শিশুদের আগ্রহ বৃদ্ধি ও স্বাস্থ্যগত সহায়তা প্রদানের লক্ষ্যে এ কার্যক্রম পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা ও স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো: আকবর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক সিরাজুল ইসলাম সাগর, মিডিয়া অফিসার নুপুর আক্তার এবং একাউন্টস অফিসার সাদমান সাব্বির।
এসময় নরসিংদী শাখার প্রধান কান্তা শেখ, শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,
“সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করা এবং তাদের মৌলিক চাহিদা পূরণে স্বদেশ মৃত্তিকা সর্বদা কাজ করে যাচ্ছে। সমাজের বিত্তবানরা এগিয়ে এলে এই শিশুরা আরও স্বপ্ন দেখতে এবং তা পূরণ করতে সক্ষম হবে।”
আয়োজকরা জানান, স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা নিয়মিতভাবে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য শিক্ষা সামগ্রী ও পুষ্টিকর খাবার বিতরণসহ বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
0 coment rios: