৫২তম বাংলাদেশ লিও ডে উদযাপন
Leo Club of Dhaka Aristocrat এবং Leo Club of Aristocrat Sunshine, স্পন্সরকৃত Lions Club of Dhaka Aristocrat ও Lions Club of Dhaka Banani Model Town-এর উদ্যোগে এবং স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতন-এর সহযোগিতায় আয়োজিত হলো দিনব্যাপী শিক্ষার্থীদের অনুষ্ঠান।
২৩ আগস্ট, ১৯৭৩ সালে বাংলাদেশে প্রথমবারের মতো লিও আন্দোলনের সূচনা হয়েছিল। সেই দিনটিকে স্মরণীয় করে রাখতে এ বছর পালিত হলো ৫২তম বাংলাদেশ লিও ডে।
অনুষ্ঠানে পাঁচটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়—
১. কুরআন তেলাওয়াত
২. গান
৩. নৃত্য
৪. কবিতা আবৃত্তি
৫. চিত্রাঙ্কন
শিক্ষার্থীরা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে এবং নিজেদের প্রতিভা প্রদর্শন করে। বিচারকমণ্ডলীর সামনে প্রতিযোগীরা দুর্দান্ত পরিবেশনা উপস্থাপন করেন। প্রতিটি ক্যাটাগরির সেরা প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়, যাতে তারা অনুপ্রাণিত হয়ে আরও বড় স্বপ্ন দেখতে পারে এবং জীবনে এগিয়ে যেতে পারে।
অনুষ্ঠানে একটি কেক কাটা হয় এবং ১২০ জন অংশগ্রহণকারীর জন্য সুস্বাদু মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
পুরো অনুষ্ঠানটি সম্মানিত অতিথিদের উপস্থিতিতে আরও প্রাণবন্ত হয়ে ওঠে। উপস্থিত ছিলেন—
-
Past District Governor Ln. Halen Akhter Nasrin PMJF
-
Past District Governor Ln. Md. Lutfor Rahman MJF
-
Spouse of First Vice Governor (24-25) Ln. Rozina Shaheen Muna
-
Second Vice Governor (24-25) Ln. Dr. Khandaker Mazharul Anwar MJF
-
Region Chairperson (HQ) (24-25) Ln. Rafiqul Bari Mukta
-
Cabinet Secretary (23-24) Ln. Ashiquzzaman Chowdhury Emon
ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন—
-
Leo Club Advisor Ln. Shireen Akhter Ruby
-
Lions Club President Ln. Roksana Akhter
-
Lions Club Secretary Ln. Asma Akter
এছাড়াও স্বদেশ মৃত্তিকা থেকে উপস্থিত ছিলেন—
-
স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা ও স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ আকবর হোসেন
-
পরিচালক সিরাজুল ইসলাম সাগর
-
মিডিয়া অফিসার নুপুর আক্তার
-
শিক্ষক রাশিদা আক্তার, সোহাগী আক্তার ও জাবেদ হোসেন
দুই ক্লাবের ৩০ জন লিওস সদস্য যৌথভাবে অনুষ্ঠানের প্রতিটি ধাপ সুপরিকল্পিতভাবে সম্পন্ন করেন। উল্লেখযোগ্য বিষয় হলো, এ অনুষ্ঠানের সব খরচ লিও সদস্যরা নিজেরাই বহন করেছেন, যা তাদের লিও আন্দোলনের প্রতি দায়বদ্ধতা ও নিবেদনকে প্রকাশ করে।