“তামাক নয়, খাদ্য ফলান” প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ৩১ মে ২০২৫, বিশ্ব তামাকমুক্ত দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করছে সারা বাংলাদেশ, যার মূল প্রতিপাদ্য ছিল:
“তামাক নয়, খাদ্য ফলান”

এই প্রতিপাদ্য সামনে রেখে, প্রতি বছরের মতো এবারও স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা ও স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতন যৌথভাবে দিবসটি উদযাপনের উদ্যোগ গ্রহণ করে।
দিবসটির তাৎপর্য উপলক্ষ্যে, আজ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ও তৃণমূল মানুষদের নিয়ে একটি সচেতনতামূলক আলোচনা সভা ও ধূমপানের ক্ষতিকর দিক নিয়ে আলোকপাত করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীরা তামাক ও ধূমপানের বিরুদ্ধে মত প্রকাশ করে এবং স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতনতা সৃষ্টি করে।
পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের হাতে তৈরি রঙিন পোস্টার নিয়ে স্লোগান দেয়। এতে যেমন দেখা যায় চিত্র, তেমনি ছিল বার্তা:
“তামাক ছাড়ুন, জীবন বাঁচান”
“সুস্থ ভবিষ্যতের জন্য তামাক নয়, গাছ লাগান”
“ধূমপানে মৃত্যু, খাদ্যে জীবন”

স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার ও স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতন এর চেয়ারম্যান মো: আকবর হোসেন।
স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সাগর।
শিক্ষকবৃন্দ, রাশিদা আক্তার, সোহাগী আক্তার, যাবেদ হোসেন ও সুমনা আক্তার।
অভিভাবক ও স্থানীয় সমাজসেবীরা।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও তারা ধূমপান ও তামাকবিরোধী কার্যক্রম অব্যাহত রাখবে, যাতে একটি সুস্থ, সবুজ ও সচেতন প্রজন্ম গড়ে ওঠে।
0 coment rios: