স্বদেশসময়
মানুষের কল্যানে আসুন কিছু একটা করি
এই আহবান কে সামনে রেখে
গ্রামের ৪ কিলোমিটার পাকা সড়কের খানা খন্দক মেরামত করে এলাকায় তাক লাগিয়ে
দিয়েছে মতলব (উ) উপজেলার চান্দ্রাকান্দি গ্রামের শত তরুন। এসইএল চ্যারিটেবল
ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ১০৫ জন ভলান্টিয়ার
চান্দ্রকান্দি গ্রীনক্লাব, জামালপুর ইয়ুথক্লাব, নিরাপদ ডেভেলপমেন্ট
ফাউন্ডেশন এর সদস্যরা এবং ৪ কিলোমিটার সড়কের পাশে অবস্থারত গ্রামবাসী সবাই
মিলে সড়কের খানা খন্দক ভরাট করে যানবাহন চলাচলের জন্য উপযোগি করে তোলে।
উল্লেখ্য যে
চান্দ্রাকান্দি গ্রীন ক্লাব ২০০৯ সন থেকে গ্রামের উন্নয়নে মানুষের কল্যানে
নানা ধরনের কাজে সম্পৃক্ত রয়েছে। ২২ মার্চ ২০১৬ সকাল ৬.৩০ টা থেকে গ্রীন
ক্লাবের সদস্যরা কলিপুর বাজার সংলগ্ন পাম্প হাউজের পাশ থেকে সড়ক মেরামতের
কাজ শুরু করে সড়ক ইটের সুরকী, মাটি ভরাট, গর্ত ভরাট, পানি নিস্কাশনের জন্য
ব্যবস্থা তৈরীর কাজ গুলো বেলতলী বাজার পর্যন্ত সম্পন্ন করে দুপুর ৩টায়।
বিকাল ৩.৩০ টায় ইটের রাবিশ, বালি দিয়ে ইট সুরকী ফিনিসিং করে বেলতলি থেকে
কালিপুর পর্যন্ত কাজ করে ফিরে আসে রাত ৮টায়। সারা দিন ভলান্টিয়াররা
নিজেদের আয়োজনে খাবার সরবরাহ, পানি সরবরাহ সহ সারা দিনের ব্যবস্থাপনা ছিল
নিজ নিজ অংশগ্রহনে। দিনব্যাপি কর্মসূচীর সকাল থেকেই অংশ নেন নিরাপদ
ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং গ্রীনক্লাব চান্দাকান্দি‘র সিনিয়র
সহসভাপতি ইবনুল সাঈদ রানা, সংগঠনের সাধারণ সম্পাদক কবির হোসেনসহ সংসগঠনের
সকল ছেলে সদস্য, জামালপুর ইয়ুথ ক্লাবের সদস্য বৃন্দ। কালিপুর-বেলতলি ৪
কিলোমিটার সড়কের যাতায়ত বিপদজনক অবস্থা থেকে পরিত্রান পেয়ে ইতিমধ্যেই অত্র
এলাকার জনগনের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। অটো সিএনজি, ইঞ্জিন ভ্যান,
ট্রাক, রিকসা, মটর সাইকেল এবং প্রাউভেট কার সহ সকল পরিবহনের পরিচালক দের
মধ্যে তাদের প্যাসেঞ্জার এবং ইঞ্জিন এর নিরাপত্তা নিশ্চিত হয়েছে বলে
মন্তব্য এখন এলাকার সাধারণ মানুষের মুখে মুখে।
বুধবার, ২৩ মার্চ, ২০১৬
Author: Swadeshsomoy24.com
Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.
0 coment rios: