
শীর্ষক আলোচনা সভায় বক্তারা এই অভিমত ব্যক্ত করেন।
বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি ড: এনামুল হক এর সভাপত্বিতে আলোচনা সভায় বক্তব্য রাখেন- আন্তর্জাতিক সংগঠন দ্যা ইউনিয়নের কারিগরি পরামর্শ সৈয়দ মাহবুবুল আলম, নারীপক্ষের সহ-সমন্বয়কারী সামিয়া আফরীন, ডাব্লিউবিবি ট্রাস্ট’র প্রশাসনিক পরিচালক গাউস পিয়ারী, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ছট্কু আহমেদ, প্রত্যাশা মাদক বিরোধী সংগঠনের সেক্রেটারি জেনারেল হেলাল আহমেদ, তামাক নিয়ন্ত্রণ কর্মকর্তা সাগুফতা সুলতানা প্রমূখ। অনুষ্ঠানে সঞ্চলনা করেন ডাব্লিউবিবি ট্রাস্ট’র প্রোগ্রাম ম্যানেজার সৈয়দা অন্যনা রহমান এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প কর্মকর্তা ফাহমিদা ইসলাম।

ড: এনামুল হক বলেন, জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর তামাকজাত পন্যর প্রসারে বাংলাদেশে কোম্পানীগুলো সামাজিক দায়বদ্ধতা ও পৃষ্ঠপোষকতা আড়ালে নানাধরনের কর্মসূচী চালিয়ে যাচ্ছে এবং প্রশাসনের সহায়তা নিয়ে এগুলো বাস্তবায়ন করার অপপ্রয়াস চালাচ্ছে। এসকল কোম্পানীগুলোকে সহযোগিতা প্রদাণ থেকে বিরত থাকতে হবে। বাংলাদেশে সামাজিক দায়বদ্ধতা কর্মসূচীর ক্ষেত্রে নাম, সাইন, ট্রেডমার্ক, প্রতিক এগুলোর ব্যবহার নিয়ন্ত্রণ করা প্রয়োজন।

চলচ্চিত্র পরিচালক ছট্কু আহমেদ বলেন, বাংলাদেশে নাটক/সিনেমায় ধূমপানের দৃশ্য তামাক নিয়ন্ত্রণ আইন অনুসাওে নিষিদ্ধ। কিন্তু অনেক ক্ষেত্রেই এটি মানা হচ্ছে না। বহুজাতিক তামাক কোম্পানীগুলোর প্রভাবমুক্ত রাখতে এবং এ ধরনের দৃশ্য কমাতে এবং শিল্পী ও কলা-কুশলীদেরকে এগিয়ে আসতে হবে।
সামিয়া আফরিন বলেন, তামাক নিয়ন্ত্রণ আন্তর্জাতিক এই চুক্তিতে স্বাক্ষর ও অনুস¦াক্ষরকারী রাস্ট্র হিসেবে এফসিটিসি আর্টিকেল ৫.৩ ও অন্যান্য আর্টিকেলসমূহ প্রতিপালন করার ক্ষেত্রে বাংলাদেশের দায়িত্ব রয়েছে। এদেশে আন্তার্জাতিক এই চুক্তিটি বাস্তবায়ন করতে হলে তামাক কোম্পানি কর্তৃক আয়োজিত “সামাজিক দায়বদ্ধতা কর্মসূচি” প্রমানের অপকৌশল ও অপচেষ্টাকে প্রতিহত ও নিয়ন্ত্রণ করতে হবে। এক্ষেত্রে জনসচেতনতা ও তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমের সাথে জনসম্পৃক্ততা বাড়ানোর বিকল্প নেই।
তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমকে সুরক্ষা করার জন্য এই নির্দেশনাসমূহ বাস্তবায়ন অতীব জরুরি বলে মনে করেন বিশিষ্টজনরা। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, নাটাব, প্রজ্ঞা, এইড ফাউন্ডেশন, ইসি বাংলাদেশ, ইপসা, একলাব, মানবিক, টিসিআরসি, অরুণোদয়ের তরূণ দল, বউকস, সাতক্ষীরা মানব কল্যাণ সংস্থা, ও সারাদেশে তামাক নিয়ন্ত্রণে কার্যরত বাংলাদেশ তামাক বিরোধী জোটের সদস্য সংগঠনসমূহের প্রতিনিধিগণ।
0 coment rios: