স্বদেশসময়
টোয়েন্টিফোর ডটকম:
বুধবার মামলার চার্জশিট আমলে নিয়ে এ পরোয়ানা জারি করেন মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালত।
খালেদা জিয়াসহ এ মামলার চার্জশিটভুক্ত আসামি ৩৮ জন।
গত বছরের ২৩ জানুয়ারি রাতে যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা ছোড়া হলে ২৯ যাত্রী দগ্ধ হন। তাদের মধ্যে মারা যান একজন। ঘটনার পরদিন খালেদা জিয়াকে হুকুমের আসামি করে যাত্রাবাড়ী থানায় দু’টি পৃথক মামলা দায়ের করেন থানার উপ-পরিদর্শক কে এম নুরুজ্জামান।
0 coment rios: