Bio Diversity & Climate Conference 2025 শীর্ষক সেমিনার
২৯ মে ২০২৫
প্রাণ প্রকৃতি প্রতিবেশ পরিবেশ রক্ষা জাতীয় কমিটি, বাংলাদেশ ইনন্টিটিউট অব প্লানারস BIP, CAPS, NDF, ASDF, প্রাণ প্রকৃতি পরিবেশ প্রতিবেশ রক্ষা জাতীয় কমিটি এবং IPD যৌথ আয়োজনে পরিবেশ রক্ষা ও জীব বৈচিত্র্য রক্ষার প্রয়োজনীয়তা শীর্ষক একটি সেমিনার " Biodiversity & climate conference 2025 এর আয়োজন করা হয়।
অনুষ্টানে ৪টি সেশনে উদ্বোধনি অনুষ্ঠানে প্রাণ প্রকৃতি পরিবেশ প্রতিবেশ রক্ষা জাতীয় কমিটির চেয়ারম্যান এড. শফিকুর রহমান এর সভাপতিত্বে মুল প্রবন্ধ উপস্থাপনা করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লানার্স এর সভাপতি প্রফেসর ড. আদিল মোহাম্মদ খান, প্রধান অতিথি ছিলেন সিনিয়র সচিব মোহাম্মদ ওয়াহিদ হোসাইন ndc. বিশেষ অতিথি হিসাবে ছিলেন যুগ্নসচিব মো: হায়দার আলী-জয়েন চিফ, পরিকল্পনা কমিশন। প্রফেসর ডা. এ কে এম আমিনুল হক, আনোয়ার খান মেডিকেল কলেজ। সাবেক পরিচালক পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং মৎস ও পশু সম্পদ বিভাগের পরিচালক হাসান আহাম্মদ চৌধুরী, UNDP র প্রতিনিধি সরদার আছাদুজ্জামান। প্রফেসর হোসাইন এম আজম।
উক্ত সেমিনারে দেশের প্রাণ প্রকৃতি ও জীব বৈচিত্র্য স্ব স্ব বিষয়ে বিশিষ্ট জনেরা নিজ নিজ আঙ্গিকে বক্তব্য প্রবন্ধ উপস্থাপন করেন।
অনুষ্টানে স্বাগত বক্তব্য প্রদান করেন কনফারেন্স কনভেনর জনাব আবু সাঈদ মো. সোহেল। ধন্যবাদ জ্ঞাপন করেন ASDF এর নির্বাহী পরিচালক জনাব মাহবুব হোসেন।
২য় সেশনে ক্যাপস CAPS এর নির্বাহী প্রফেসর কামরুজ্জামান মুজুমদার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে ছিলেন সিনিয়র সচিব বীর মুক্তিযোদ্ধা কেএমএইচ নজরুল ইসলাম, উপদেষ্টা জাতিসংঘ।
বিশেষ অতিথি সাবেক এম্বাসেডর মাজেদা রফিকুন নেসা ndc.
সেশন চেয়ার হিসাবে দায়িত্ব পালন করেন বাংলাদেম ইন্সটিটিউট অব প্লানারস এর সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ মেহেদি আহসান।
বায়োডাইভারসিটি বিশেষজ্ঞ প্রাণ প্রকৃতি পরিবেশ প্রতিবেশ রক্ষা জাতীয় কমিটির নির্বাহী সদস্য ড. আব্দুল ওহাব,
ERDA এর নির্বাহী পরিচালক জনাব মুনির হোসেন চৌধুরী,
সহকারী অধ্যাপক (মেরিন ফিসারিজ) মীর মোহাম্মদ আলী,
UNDP র মো. মাসুদ চৌধরী, প্রফেসর ড.খায়রুল চৌধুরী।
OAB ফাউন্ডেশন এর নির্বাহী আসাদুজ্জামান তুহিন।
ASDF এর যুব প্রতিনিধি আয়শা আক্তার।
সমাপনি সেশনে ধন্যবাদ জ্ঞাপন করেন আয়োজক সংগঠন প্রাণ প্রকৃতি পরিবেশ প্রতিবেশ রক্ষা জাতীয় কমিটির মূখপাত্র এবং NDF এর চেয়ারম্যান জনাব ইবনুল সাঈদ রানা।
উক্ত কনফারেন্সটি চারটি সেশনে পরিচালিত হয়। বিকাল ৩ টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৭.৩০টা পর্যন্ত চলে। উক্ত কনফারেন্স এ বর্ষনমুখর দিনে সারা দেশ থেকে এবং পরিবেশ ও সামাজিক সংগঠনের পরিবেশ সচেতন প্রায় ১২০জন উদ্যোগতা সুশিল নাগরিক, প্রবীণ তারুণ্য বাংলাদেশ এর সদস্যবৃন্দের সমন্বিত সমাবেশ ঘটে এবং নীতি নির্ধারণী আলোচনা হয়।