সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এক হৃদয়স্পর্শী ইফতার আয়োজন সম্পন্ন করেছে স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতন।
আজ ২১ রমজান ঢাকা গ্রীনভিল ক্যাফে এন্ড রেস্টুরেন্ট, কেরানিগঞ্জ ইফতার পাটি অনুষ্ঠিত হয়।
এই মহতী উদ্যোগে সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন, যা অনুষ্ঠানকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শুদ্ধতার অগ্রযাত্রা ফাউন্ডেশন-এর চেয়ারম্যান আক্তারুজ্জামান বাবুল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হাত বাড়িয়ে দাও ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন শিপলু।
উদ্বোধক হিসেবে দায়িত্ব পালন করেন স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা-এর উপদেষ্টা সৈয়দ তারিক উজ জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
শেখ নজরুল ইসলাম, মহাসচিব, বন্ধন ও উপস্থাপক, বাংলাদেশ বেতার।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা ও স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতন-এর চেয়ারম্যান মোঃ আকবর হোসেন।
পরিচালনার দায়িত্বে ছিলেন: গোলাম রহমান, চেয়ারম্যান, স্টুডেন্ট এডুকেশনাল অ্যাসোসিয়েশন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইমরান আহমেদ, মোঃ বাবুল হোসেন, সিরাজুল ইসলাম, জাবেদ হোসেন, রাশিদা আক্তার ও সোহাগি আক্তার।
আয়োজনে: স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা, হাত বাড়িয়ে দেও ফাউন্ডেশন ও শুদ্ধতার অগ্রযাত্রা ফাউন্ডেশন।
এই আয়োজন সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এক আনন্দময় ও হৃদয়গ্রাহী মুহূর্ত তৈরি করে, যা সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা ও সহমর্মিতার এক অনন্য দৃষ্টান্ত।