বুধবার, ৩১ জুলাই, ২০২৪

মোহাম্মদীয়া দরবারসহ বাংলাদেশের সকল আওলিয়া ও আলেমদের পক্ষ থেকে ০৪ (চার দফা) দাবী নামা পূরণ প্রসঙ্গে।

মোহাম্মদীয়া দরবারসহ বাংলাদেশের সকল আওলিয়া ও আলেমদের পক্ষ থেকে ০৪ (চার দফা) দাবী নামা পূরণ প্রসঙ্গে।

                                           

                                                      বিসমিল্লাহির রাহমানির রাহিম

     ইয়া আল্লাহ !!                                        ইয়া রাহমানু !!                                         ইয়া রাহিম !!!


                                            সাবধান! আওলিয়াদের কোন ভয় নাই। 

তাঁরা কোন বিষয চিন্তিত নন ( আল-কোরআন), 

সাবধান। আওলিয়াগন অমর (হাদিস),

 পূর্বজামানায় আল্লাহর খেলাফতের দায়িত্ব

 পালন করতেন নবী রাসুলগন, এই জমানায় 

উহার দায়িত্বপালন করতেছেন জমানার আওলিয়াগন। 

যারা তাঁদের কথা মেনেছে তারা সফল হয়েছে,

 যারা মানেনি ধ্বংস হয়েছে।"

মাননীয়                                            

প্রধানমন্ত্রী

 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 গণ-ভবন, ঢাকা। 

দৃষ্টি আকর্ষনঃ প্রধানমন্ত্রী মহোদয়ের একান্ত সচিব

 বিষয়ঃ মোহাম্মদীয়া দরবারসহ বাংলাদেশের সকল আওলিয়া ও আলেমদের পক্ষ থেকে ০৪ (চার দফা) দাবী নামা পূরণ প্রসঙ্গে। 

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহে ও বারকাতুহু। সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। অগনিত দূরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (সঃ) ও ওনার আল-আওলাদ এবং আহালে বাইতের উপর। পর সংবাদ বাংলাদেশ সংবিধানের ৬নং পৃষ্টায় ২নং অনুচ্ছেদের আলোকে মুসলিম আইনের আওতায় যেমন: মুসলিম ভূমি বন্টন, বিবাহ রেজিস্ট্রার ইত্যাদির অনুসরনে মোহাম্মদীয়া দরবারসহ সকল আওলিয়া ও আলেন্দ্রের পক্ষ থেকে সরকারের প্রতি নিম্নোক্ত ০৪ (চার) দফা দাবীনামা পূরণের জন্য পেশ করা হলো:- 

          দফা ১। মুসলিম বালেগ নরনারীদের নামাজ কায়েমের জন্য সরকার কর্তৃক (মুসলিম জাতিকে) অনুরোধের বানী প্রদানের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য বিনীত ভাবে দাবী জানাচ্ছি।

          দফা ২। মুসলিম বালেগ নারীগন ঘর থেকে বাহিরে যাওয়ার সময় যেন বোরকা পরিধান/শালিনতার সাথে বাহির হয়। সে জন্য তাদের অনুকুলে সরকার কর্তৃক অনুরোধের বানী প্রদানের কার্যক্রম ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বিনীত ভাবে অনুরোধ করা হলো। 

       দফা ৩। রাষ্ট্রের ভবিষ্যৎ প্রজন্য উত্তম নৈতিক চরিত্র গঠনের জন্য ধর্মের বিকল্প নেই। তাই বাল্যকাল হতে সন্তানদের ফরজিয়াত এলেম শিক্ষার নিমিত্তে প্রত্যেক গ্রাম/মহল্লায় এক বা একাধিক সরকারি প্রাথমিক শরিয়া মাদ্রাসা স্থাপনের জন্য জোড় দাবী জানাচ্ছি। 

          দফা ৪। জামে মসজিদের ইমামদের বেতন-ভাতা রাষ্ট্রীয় কোষাগার হতে প্রদানের জন্য আবেদন করছি। 

 

                                                                                                              আরজ গুজার

                                                                     মোহাম্মদীয়া দরবারসহ সকল আওলিয়া ও আলেমদের পক্ষে

                                                               সৈয়দ আঃ রব সুলতান (আল-মুজাদ্দেদী) জামানার মোজাদ্দেদ, 

                                                                                         মোহাম্মদীয়া দরবার শরীফ

                                                                                     প্রচার দপ্তর ২১৮/৫, পশ্চিম আগারগাঁও,

                                                                                                শেরে বাংলা নগর, ঢাকা

                                                                                          মোবাইল নং-০১৭২০০০৭৮৯৩

                                                                                        তারিখঃ ০১/০৮/২০২৪ ইং সাবধান।