রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতনের সুবিধাবঞ্চিত  শতাধিক  শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতনের সুবিধাবঞ্চিত শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ


 শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে RCTECH মানুষের পাশে দাঁড়ালেন ।

শনিবার (৯ ডিসেম্বর) সকাল ১১ টায়, ঢাকা পশ্চিম আগারগাঁও স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতনে  শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়

RCTECH সহায়তায় স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা আয়োজনে, স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতনে এসব বিতরণ করা হয়

এসময় উপস্থিত ছিলেন তৌসিন মোঃ সাদমান, (এম ডি)আমিন (Sales Manazar), আল-রিফাত (Supervisor), মোঃ আশফাক-উস-সালেহীন (আই টি), পাভেল মিয়া (স্টাফ)

স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার চেয়ারম্যান মোঃ আকবর হোসেন, মহাসচিব তানিয়া শেখ, সিনিয়র শিক্ষক রাশিদা আক্তার, সোহাগী আক্তার প্রমুখ

 এসময় RCTECH এর  বক্তারা বলেন,  এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেনতা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসাশ্রদ্ধাবোধসম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছিপরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে। আমাদের উপহার আপনাদের কাছে পৌঁছে দিতে আমরা সক্ষম হয়েছি তাই আল্লাহর কাছে শুকরিয়া জানাই, আগামীতেও থাকার ইচ্ছে আছে। 

 স্বদেশ মৃত্তিকার চেয়ারম্যান মোঃ আকবর হোসেন বলেন, মানবতার কল্যাণে এই সংগঠনের পথচলা। ২০০৪ থেকে সকলকে নিয়ে এই সংগঠন পথচলছে। অসহায়, দুস্ত মানুষদের পাশে দাঁড়াচ্ছে। দেশের ক্লান্তি কালে বন্যার্তদের মাঝে সাহায্য পৌছে দিয়েছে। প্রতি বছর অসহায় শীতার্ত মানুষের জন্য গরম কাপড় বা কম্বল বিতরণ করে আসছি। আল্লাহ্ যেন আমাদের আরো বড় পরিসরে মানুষের সেবা করার তৌফিক দান করেন। সমাজের সকলের কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনার একটু সহযোগীতায় একজন মানুষের একটু হলেও কষ্ট লাগব হতে পারে। তাই যতোটুকু সম্ভব অসহায় মানুষের পাশে দাঁড়ান, শীতার্ত মানুষের পাশেন দাঁড়ান

এই শীতে স্বদেশ মৃত্তিকার সঙ্গে দরিদ্র শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে চাইলে যোগাযোগ করুন:  ফোন: ০১৭০৭১৬৬২১৯০ বা ই-মেইল: swadeshmrittika@gmail.com