সোমবার, ৫ জুন, ২০২৩

 স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার আয়োজনে বিভিন্ন এলাকায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৩ পালিত

স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার আয়োজনে বিভিন্ন এলাকায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৩ পালিত

  স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার আয়োজনে বিভিন্ন এলাকায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৩ পালিত

 আজ ৫ জুন ২০২৩ সোমবার বিশ্ব পরিবেশ দিবস। এবারের  পরিবেশ দিবসের প্রতিপাদ্য ‘প্লাস্টিক দূষণ সমাধানে শামিল হই সকলে’, আর স্লোগান ‘সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ’।

 স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার আয়োজনে স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতনের অংশ গ্রহনে ঢাকা আগারগাঁও ও কামরাংগীর চর এবং নরসিংদী শাখার ছাত্র-ছাত্রীদের নিয়ে  দিনটি নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয় ।

আয়োজনের মধ্যে ছিলো : ছবি আকা, বৃক্ষ রোপণ, পরিস্কার পরিছন্নতা, হাত ধোয়া, বৃক্ষ বিতরন, সচেতনতামূলক আলোচনা ও পরিবেশ বিষয়ক সংগীত পরিবেশনা।
 
পরিবেশ আমাদের সমাজের নতুন প্রজন্মের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা শিশুদের মাঝে তুলে ধরা হয়।গাছই একমাত্র পরিবেশকে রক্ষা করতে পারে তাই গাছ রোপনে উৎসাহিত করতে শিক্ষার্থীদের মাঝে গাছ বিতরন করা হয় পাশাপাশি প্লাস্টিকের পন্য, পলিথিন,চিপসের খোসা ব্যবহার করা রোধ করতে হবে এবং যেখানে সেখানে ফেলা যাবে না। এতে পরিবেশ দুষিত হয়। 
 
এই সময়  ঢাকা আগারগাওঁ উপস্থিত  ছিলেন স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার মহাসচিব ও স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তানিয়া শেখ, সিনিয়র শিক্ষক রাশিদা আক্তার, সোহাগী আক্তার ও মাওলানা আসাদুল্লাহ।

ঢাকা কাঃচর শাখায়  উপস্থিত ছিলেন শাখা কমিটির সভাপতি উম্মে সালমা, সাধারণ সম্পাদক শামীমা আক্তার এবং স্বদেশ মৃত্তিকার আদর্শ বিদ্যানিকেতন কাঃচর শাখা স্কুলের শিক্ষক শাহানাজ পারভীন।
 
 নরসিংদী শাখায়  উপস্থিত ছিলেন শাখা কমিটির সভাপতি কান্তা শেখ, স্বদেশ মৃত্তিকার আদর্শ বিদ্যানিকেতন নরসিংদী শাখা স্কুলের শিক্ষক শান্তা শেখ সহ অন্যন্যা শিক্ষক বৃন্দ।