বুধবার, ৩১ মে, ২০২৩

আজ থেকে মেট্রোরেল চলবে রাত ৮টা পর্যন্ত

আজ থেকে মেট্রোরেল চলবে রাত ৮টা পর্যন্ত

 স্বদেশসময়২৪.কম:

৩১ মে বুধবার থেকে রাত ৮টা পর্যন্ত চলবে মেট্রোরেল। পূর্ব ঘোষণা অনুযায়ী উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ১২ ঘণ্টা চলাচল করবে দেশের ইতিহাসে প্রথম চালু হওয়া বিদ্যুৎচালিত ট্রেন। এছাড়া এখন থেকে মঙ্গলবারের পরিবর্তে শুক্রবার মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।

রাজধানীর ক্রমবর্ধমান যানবাহন সমস্যা ও পথের যানজট কমিয়ে আনার লক্ষ্যে দেশের ইতিহাসে প্রথম বিদ্যুৎচালিত ট্রেন চালু করা হয়েছে। এতদিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মাত্র চার ঘণ্টা চালু থাকলেও এবার বাড়ানো হয়েছে মেট্রোরেল চলাচলের সময়সূচি।

৩১ মে থেকে উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলবে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ১২ ঘণ্টা। এছাড়া এখন থেকে মঙ্গলবারের পরিবর্তে শুক্রবার মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।