স্টাফ রিপোর্টার ।। স্বদেশসময়২৪.কম-
সবার জন্য ঈদ উপহার এই স্লোগানকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় নিরাপদ চিকিৎসা চাই কেন্দ্রীয় কমিটির আয়োজনে কামরাঙ্গীরচরের সিরাজনগরে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী তুলে দেয়া হয়।
২০শে এপ্রিল ২০২৩ইং বৃহস্পতিবার বেলা ১২টায় নিরাপদ চিকিৎসা চাই কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আয়োজন করা হয়। ঈদ উপহার বিতরন প্রোগ্রাম কামরাঙ্গীরচরের সিরাজনগরে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী তুলে দেয়া হয়।.
এসময় কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি ২ জন এম.এ.এইচ. শিপলু, ও জমসেদ আলী খান কিরন এবং মহাসচিব উম্মে সালমা সহ রাজা উদ্দিন রাজা, হায়াত সহ বিশেষ অতিথি হিসেবে মোঃ মনির হোসেন সোহেল ও অর্থ মন্রনালয়ের কর্মকর্তা ও বিশিষ্ট সামাজিক মানুষ আমজাদ সুমন উপস্হিত ছিলেন। তারা আনন্দের সাথে এই আয়োজন উপভোগ করেন, আর আগামীতে পাশে থাকার চেষ্টা করবেন।