সোমবার, ১০ এপ্রিল, ২০২৩

 বঙ্গবন্ধু পেশাজীবী লীগের ৪র্থ বর্ধিত সভা ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে পেশাজীবীদের করনীয় শীর্ষক সেমিনার ও দোয়া অনুষ্ঠিত

বঙ্গবন্ধু পেশাজীবী লীগের ৪র্থ বর্ধিত সভা ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে পেশাজীবীদের করনীয় শীর্ষক সেমিনার ও দোয়া অনুষ্ঠিত

৮ এপ্রিল (শনিবার) দুপুর ৩ টায় ১৪ পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড ভবনে বঙ্গবন্ধু পেশাজীবী লীগের ৪র্থ বর্ধিত সভা এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে পেশাজীবীদের করনীয় শীর্ষক সেমিনার ও দোয়া অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পেশাজীবী লীগের কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ ও বাংলাদেশ কৃষক লীগের সাবেক কেন্দ্রীয় নেতা বিশিষ্ট লেখক পেশাজীবীদের অহংকার সরকার মো. আবুল কালাম আজাদ। সভা পরিচালনা করেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষাবিদ শেখ জামাল আহমেদ। প্রধান অতিথি সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জননেতা শাজাহান খাঁন এমপি, সভাপতি মন্ডলীর সদস্য- বাংলাদেশ আওয়ামী লীগ। তিনি মহান জাতীয় সংসদ অধিবেশনে বিশেষ ব্যস্ত থাকায় অনুষ্ঠানে উপস্থিত হতে না পারায় দুঃখ প্রকাশ করেন। অনুষ্ঠানের উদ্বোধক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ডেপুটি এর্টনী জেনারেল এডভোকেট এস এম নজরুল ইসলাম। বিশেষ অতিথি শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য খবিরুজ্জামান বাচ্চু, গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য জান্নাতুল ফেরদৌস শাপলা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর ড. আব্দুল আওয়াল বিশ্বাস, অবিভক্ত ঢাকা মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক (১৯৭৭-১৯৭৯) ও মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সাধারণ সম্পাদক হাসান-উজ-জামান, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা যথাক্রমে মো. মামুন মল্লিক, মো. আব্দুল কাদের, এড. এম ইসলাম জুয়েল, মো. আরাফাতুর রহমান পিন্নু, ঢাকা বিভাগ শ্রমিক লীগের সভাপতি মো. নুরুল ইসলাম, যুব মহিলা লীগের কেন্দ্রীয় নেতা সুলতানা রাজিয়া শিলা, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও রুপনগর থানা আওয়ামী লীগ নেতা এডভোকেট মুতাসিম বিল্লাহ। আলোচনায় অংশগ্রহণ করেন অধ্যক্ষ মো. মুজিবুল হায়দার, ডেপুটি ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস মো. আমির হোসেন, ডাক ও টেলিযোগাযোগ মন্তণালয়ের ডেপুটি চিফ একাউন্টস অফিসার শামসুল করিম, সিজিএ অফিসার এসোসিয়েশনের সংগ্রামী সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন খান, মানবাধিকার কর্মী ও কবি প্রসপারিনা সরকার, বঙ্গবন্ধু পেশাজীবী লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি সাংবাদিক গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক হাজ্বী তারিকুল ইসলাম তরু, দপ্তর সম্পাদক প্রকৌশলী মো. মাসুম জাহিদ মাসুদ, কেন্দ্রীয় নেতা মোস্তফা হায়দার, মো. আবু হানিফ, ঢাকা বিভাগ বঙ্গবন্ধু পেশাজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মো. নুর ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইলিয়াস হাওলাদার আসিফ, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মীর আলাউদ্দিন বাপ্পি, ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি শেখ জামাল উদ্দিন, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক ডাঃ শাহ কামাল শ্যামল, শ্রমিক নেতা কায়সারুন্নবী রুবেল সহ বিভিন্ন জেলা বঙ্গবন্ধু পেশাজীবী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। দোয়া পরিচালনা করেন বাংলাদেশ বেতার ও বিটিভি'র ধারা ভাষ্যকার মাওলানা মুফতি মূর্তুজা ইবনে মোস্তফা।