পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে গতকাল শুক্রবার "নিরাপদ খাদ্য অধিকার মঞ্চ" পরিবারের পক্ষ থেকে ইফতার ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। রাজধানীর আগারগাঁও স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার সভা কক্ষে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে সভাপ্তিত্ব করেন ভয়েস ফর সেফ ফুড ও "নিরাপদ খাদ্য অধিকার মঞ্চ"এর চেয়ারম্যান ইবনুল সাঈদ রানা, অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ভয়েস ফর সেফ ফুড ও "নিরাপদ খাদ্য অধিকার মঞ্চ"এর মহাসচিব মোঃ আকবর হোসেন।
ইফতারের আগে আলোচনা ও মিলাদ অনুষ্ঠিত হয়। এরপর মোনাজাত করেন এই সংগঠনের ভাইস চেয়ারম্যান ডাঃ এস এম হাবিবুর রহমান। মোনাজাতে আল্লাহর রহমত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
ইফতারে বিভিন্ন ধরনের ফল ও জিলাপি, শরবত ও দই-চিড়া রাখা হয়।
এসময় উপস্থিত ছিলেন "নিরাপদ খাদ্য অধিকার মঞ্চ"ভাইস চেয়ারম্যান, জমশেদ আলী খান কিরন, "নিরাপদ খাদ্য অধিকার মঞ্চ"ভাইস চেয়ারম্যান, মোর্শেদ আলম খান,"নিরাপদ খাদ্য অধিকার মঞ্চ"ভাইস চেয়ারম্যান,এইচ এম শিব্লু, "নিরাপদ খাদ্য অধিকার মঞ্চ"ভাইস চেয়ারম্যান, রোনাল্ড এ্যান্দ্রোস, "নিরাপদ খাদ্য অধিকার মঞ্ এর অর্থ সম্পাদক তানিয়া শেখ, "নিরাপদ খাদ্য অধিকার মঞ্চ"দপ্তর সম্পাদক রাশেদুল ইসলাম, "নিরাপদ খাদ্য অধিকার মঞ্চ"এর নারী বিষয়ক সম্পাদক লাবনী আহমেদ,"নিরাপদ খাদ্য অধিকার মঞ্চ"এর ক্রীড়া বিষয়ক সম্পাদক সাহবাল আহমেদ জনি, "নিরাপদ খাদ্য অধিকার মঞ্চ"প্রচার সম্পাদক নাহিদ হাসান "নিরাপদ খাদ্য অধিকার মঞ্চ" যুগ্ম প্রচার সম্পাদক সাদমান সাব্বির, "নিরাপদ খাদ্য অধিকার মঞ্চ"সদস্য স্মৃতি শেখ ও "নিরাপদ খাদ্য অধিকার মঞ্চ"সদস্য ইমরান আহমেদ।
আরো উপস্থিত ছিলেন বি ও এফ আর এ এর সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম তুষার ও সাধারন সম্পাদক মিজানুর রহমান তুষার।