মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩

বঙ্গবাজারে আগুন : ফায়ার সার্ভিসের তিন সদস্যসহ আহত ৭

বঙ্গবাজারে আগুন : ফায়ার সার্ভিসের তিন সদস্যসহ আহত ৭

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুনের ঘটনায় আহত ও ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন ফায়ার সার্ভিসের তিন সদস্যসহ সাতজন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে তাদের হাসপাতালে নিয়ে আসা হয়। বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ফায়ারম্যান মেহেদী হাসান (২৩)। আর ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ফায়ারম্যান আতিকুর রহমান রাজন (২৫) ও রবিউল ইসলাম অন্তর (২৫)। এ ছাড়া চিকিৎসাধীন দোকান কর্মচারী শাহিন (৪৫), নিলয় (২৩), রিপন (৪০) ও রুবেল (৩২)।