মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩

আগুনে পুড়ছে বঙ্গবাজার

আগুনে পুড়ছে বঙ্গবাজার

ভয়াবহ আগুনে পুড়ছে রাজধানীর বঙ্গবাজার। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়েছে অনেক দূর পর্যন্ত। পুরো এলাকা ধোঁয়ায় ছেয়ে গেছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর জানা যায়নি। আজ মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪৭টি ইউনিট কাজ করেছে। এ ছাড়া ঢাকার সব ফায়ার ইউনিটকে ঘটনাস্থলে ডাকা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে বিমানবাহিনী ও সেনাবাহিনীর ফায়ার ইউনিট। এ ছাড়া স্থানীয় ব্যবসায়ীরাও আগুন নিয়ন্ত্রণে সহায়তা করে যাচ্ছেন।