সোমবার, ৩ এপ্রিল, ২০২৩

 মনিরা মিঠুর বাসায় ভয়াবহ চুরি

মনিরা মিঠুর বাসায় ভয়াবহ চুরি

অভিনেত্রী মনিরা মিঠুর উত্তরার বাসায় ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। রবিবার সকাল সাড়ে ১১টার দিকে তার বাসার কাজের বুয়া নগদ এক লাখ চল্লিশ হাজার টাকা ও প্রায় ৭ ভরি স্বর্ণালংকার চুরি করে পালিয়েছে বলে জানান এ অভিনেত্রী। এ ঘটনা রবিবার সন্ধ্যায় মনিরা মিঠু উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করতে গিয়েছিলেন। তিনি বলেন, অভিযোগ দায়ের করেছি। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। মনিরা মিঠু বলেন, শনিবার বাসার ইফতারে পিয়াজুর সঙ্গে বিষাক্ত কিছু মিশিয়ে দেওয়া হয়। সেগুলো খেয়ে বাসার দুজন সদস্য অসুস্থ হয়ে পড়ে।আমি ও অভিনেত্রী শিরিন আলম সামান্য ইফতার মুখে দিয়ে নামাজ পড়ে আবার শুটিংয়ে যাই। এজন্য শারীরিকভাবে সামান্য অসুস্থ হই। কিন্তু আমার ছোট ছেলে ও বড় ছেলের বউ ইফতার সম্পন্ন করার পর থেকে মারাত্মকভাবে অসুস্থ হয়। তাদের শারীরিক অবস্থা বেশি খারাপ দেখে রাত ১টার দিকে তাদের হাসপাতালে ভর্তি করাই। মনিরা মিঠু বলেন, দিনে আমি শুটিংয়ে যাই। বাসা ফাঁকা পেয়ে সুযোগ বুঝে নতুন বুয়া পরিকল্পিতভাবে বাসায় চুরি করে। আলমারি ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালায়। মনিরা মিঠু জানান, তার বাসায় আসল কাজের বুয়াকে তিনি নিজের সন্তানের মতো দেখেন। সে অন্তঃসত্ত্বা হওয়ায় ভারি কাজের জন্য নতুন বুয়া রেখেছিলেন। নতুন বুয়া পরিকল্পিতভাবে খাবারে কিছু মিশিয়ে আমাদের হাসপাতালে পাঠায়।