রিয়েলমি ও সোয়াপের চুক্তি স্বাক্ষর, স্মার্টফোনপ্রেমীদের জন্য আসবে আকর্ষণীয় অফার
[ঢাকা, ২২ মার্চ, ২০২৩] তরুণদের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি এর ব্যবহারকারী ও ফ্যানদের জন্য সবসময়
ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করে। এই প্রতিশ্রুতির অংশ হিসেবে, ব্যবহারকারীদের স্মার্টফোন অভিজ্ঞতা
সমৃদ্ধ করতে বিভিন্ন সময় আকর্ষণীয় অফার নিয়ে আসতে সচেষ্ট থাকে রিয়েলমি।
এরই ধারাবাহিকতায়, বাংলাদেশের একমাত্র রি-কমার্স মডেলের অ্যাপ সোয়াপের সাথে সম্প্রতি একটি চুক্তি
স্বাক্ষর করেছে রিয়েলমি। সম্প্রতি রাজধানীর বনানীতে অবস্থিত সোয়াপের অফিসে চুক্তিস্বাক্ষর
অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সোয়াপের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. পারভেজ হোসাইন,
চিফ বিজনেস অফিসার (সিবিও) মোহাম্মদ মনিরুজ্জামান ও ক্যাটাগরি হেড অব ইলেকট্রনিকস মো. ইয়াসিন
রকি। অন্যদিকে, রিয়েলমি’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন এর ব্র্যান্ডিং ম্যানেজার ড্যারেন ঝাং, মিডিয়া বাই
অ্যান্ড ই-কম প্রোমোশন ম্যানেজার মো. ফারুক রহমান এবং সেলস ম্যানেজার মো. কাউসার আহমেদ মামুন।
এই চুক্তির আওতায় স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য আকর্ষণীয় অনেক অফার নিয়ে আসা হবে, যা তাদের
অভিজ্ঞতায় বাড়তি মাত্রা যোগ করবে। এই চুক্তির মাধ্যমে সামনের দিনগুলোতে রিয়েলমি ব্যবহারকারীদের
নানান রকম ক্যাশব্যাক অফার দেয়া হবে। রিয়েলমি’র অথোরাইজড শপ ও সোয়াপ অ্যাপ দুই জায়গা থেকেই এই
অফার গ্রহণ করা যাবে। রিয়েলমি’র নতুন ডিভাইস উন্মোচনের সময় এই অফারগুলো পাওয়া যাবে বলে আশা
করা হচ্ছে। এই পদক্ষেপ নেয়ার মধ্য দিয়ে রিয়েলমি ক্রেতাদের পছন্দকে অগ্রাধিকার দেয়ার ক্ষেত্রে এবং
এই ব্রান্ডের সাথে ব্যবহারকারীদের পথচলা আরও বেশি উপভোগ্য করে তুলতে একধাপ এগিয়ে গেলো।


