বাংলাদেশ বেতার থেকে শ্রেষ্ঠ শ্রোতা সংগঠক হিসেবে সম্মাননা অর্জন করায় নরসিংদীর বানিয়াছল বেতার বন্ধু সংসদের সভাপতি মোঃ হোসাইন মুসাকে নরসিংদী জেলা বেতার শ্রোতা পরিষদ হতে সংবর্ধনা দেয়া হয়ছে। শুক্রবার (৩মার্চ) বিকেলে নরসিংদীর একটি রেস্টুরেন্টে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নরসিংদী জেলা বেতার শ্রোতা পরিষদের পক্ষ থেকে মোঃ হোসাইনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বেতার শ্রোতা পরিষদের বেতার শ্রোতা আবুল কালাম, খোকন মিয়া, আরিফুল ইসলাম, হাশমত উল্লাহ, দিগেন চন্দ্র পাল, এখলাছ উদ্দিন, আশরাফুল মাসুদ, মিতু ফারিয়া, মোসলিমা আক্তার, এমদাদুর রহমান, লিটন মাস্টার, শীতল চন্দ্র বর্মন, রোমান মোল্লা প্রমুখ।
উল্লেখ্য, বিগত সোমবার (১৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ বেতার সদর দপ্তর রাজধানীর আগারগাঁও এ অনুষ্ঠিত বিশ্ব বেতার দিবস ২০২৩ উপলক্ষে আয়োজিত শ্রোতা সম্মেলনে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশ বেতারের শ্রোতা বৃদ্ধিতে বিশেষ অবদানের জন্য ‘শ্রেষ্ঠ শ্রোতা সংগঠক’ হিসাবে বাংলাদেশ বেতারের মহাপরিচালক জনাব নাসরুল্লাহ মোঃ ইরফান মোঃ হোসাইন মুসাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।,