বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২

পারিবারিক নির্যাতনের বিরুদ্ধে আওয়াজ তুলুন, সোচ্চার হোন" বিষয়ক সেমিনার।

পারিবারিক নির্যাতনের বিরুদ্ধে আওয়াজ তুলুন, সোচ্চার হোন" বিষয়ক সেমিনার।

১৪ ফেব্রুয়রী ২০২২ বুধবার ঝলক ফাউন্ডেশন আয়োজনে, রাওয়া ক্লাব, মিলনায়তন-পারিবারিক নির্যাতনের বিরুদ্ধে আওয়াজ তুলুন, সোচ্চার হোন" বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি মো: আবু তারিক উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন : জনাব মনসুর আহমেদ চৌধুরী প্রতিষ্ঠাতা ট্রাস্টি ইমপ্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ। সভাপতিত্ত করেন: লায়ন ড. জাহিদ আহমেদ চৌধুরী বিপুল। প্রতিষ্ঠাতা ট্রাস্টি ও সভাপতি ঝলক ফাউন্ডেশন। অনুষ্ঠানের প্রধান আলোচক : লায়ন গোলাম সারোয়ার মানিক,চেয়ারম্যান, প্রযুক্তি ও প্রজন্ম ফাউন্ডেশন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: মোঃ আকবর হোসেন ,চেয়ারম্যান, স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা ও সভাপতি, সাংবাদিক এসোসিয়েশন অফ বাংলাদেশ,নিরাপদ ডেভেলপম্যন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ইবনুল সাইদ রানা, স্নিগ্ধ আলোয় মুগ্ধ হাসি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কানিজ ফাতিমা ও উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব হুমায়ুন কবীর এবং অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিতিত ছিলেন, আজকের অনুষ্ঠানে আলোচ‍্য বিষয় ছিল পারিবারিক সহিংসতা রোধে আমাদের করনীয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের প্রচলিত আইন একজন মানুষের সামাজিক পারিবারিক এবং রাষ্ট্রিয় নিরাপত্তা দেয়ার জন‍্য যথেষ্ট নয়। আইনের সংস্কার প্রয়োজন যাতে একটা মানুষ শান্তি শৃঙ্খলা নিয়ে বাঁচতে পারে। ভুটানের মতো অনগ্রসর দেশ তাদের জিডিপি পরিমাপ করে ঐ দেশের নাগরিকদের সুখ শান্তি বিবেচনা করে আর আমাদের দেশের জিডিপি গ্রোথ অর্থনৈতিক মাপকাঠিতে যতই হোক আমরা পারিবারিক সামাজিকভাবে অশান্তি এবং দেউলিয়াত্বের চরম সীমায় উপনীত হচ্ছি। পিতা কর্তৃক কন‍্যা ধর্ষন মায়ের পরকিয়ার বলি হচ্ছে অনেক সন্তান। স্বামী দ্বারা স্ত্রী স্ত্রী দ্বারা স্বামী নির্যাতন এইসব ঘটনা এখন অহরহ শোনা যাচ্ছে। একটা মানুষ বেঁচে থাকতে বিচারের জন‍্য দ্বারে দ্বারে ঘুরে হতাশ হয়ে আত্মহত্যা করলে তখন প্রশাসনের টনক নড়ে। এই জন‍্য এখন আত্মহত্যার সংখ‍্যা এতো বেশী।বিশেষ করে পারিবারিক নির্যাতনের ক্ষেত্রে এমন কোন প্লাটফর্ম নাই যেখানে গিয়ে মানুষ সুবিচার পেতে পারে। আবার মর্যাদা সন্মান ক্ষুণ্ন হবে এই ভয়ে কেউ মুখ খুলতে চান না। তাই আসুন সব হারানোর পূর্বেই আমরা চিৎকার করি আওয়াজ তুলি সমন্বিতভাবে। পারিবারিক নির্যাতন আর না।