শনিবার, ২৮ জানুয়ারী, ২০১৭

ব্রম্মপুত্র নদের দখল-দূষণ বন্ধে প্রচারাভিযান

ব্রম্মপুত্র নদের দখল-দূষণ বন্ধে প্রচারাভিযান



স্বদেশসময় টোয়েন্টিফোর ডটকম

জামালপুর শহরের পাশেই জেলা প্রসাশকের অফিসের সামনে শহরের বর্জ্য ফেলা হচ্ছে ব্রম্মপুত্র নদে। এতে মারাক্তক দূষণের কবলে পড়ে নদ এলাকার পরিবেশ হুমকির মুখে। শনিবার এ বিষয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ভযেজ অব ব্রম্মপুত্র রিভার, ব্লু প্লানেট ইনিশিয়েটিব, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডশন জামালপুরে আলোচনা সভা ও প্রচারাভিযান কর্মসূচি পালন করে। ব্রম্মপুত্র নদ দূষণ প্রতিরোধে স্থানীয়দের মাঝে সচেতনতামূলক প্রচারাভিযান পরিচালনা করা হয়। 'ব্রম্মপুত্র নদী রক্ষা করি সুস্থ সুন্দর জীবন গড়ি' শিরোনামে পাথালিয়া এলাকার নদী তীরবর্তী মানুষের মাঝে প্রচারণার সময় উপস্থিত ছিলেন ব্রুপ্লানেট ইনিশিয়েটিভ এর আব্দুল করিম কিম, জামালপুর এর উনন্নয়ন কর্মী এনামুল হক, ভয়েস অব ব্রম্মপুত্র নদের কিপার ইবনুল সাঈদ রানা, হাতেম রানা, সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্রের নির্বাহী পরিচালক এনামুল হক রতন, বাপা সিলেট শাখার সদস্য শরিফ উদ্দিন বুলবুল।
তারা বিভিন্নস্থানে পায়ে হেটে ও নৌকাযোগে প্রচারপত্র বিলে করেন। এতে স্থানীয় মানুষের মাঝে ব্যাপক সচেতনতা তৈরি হয়।