শুক্রবার, ৬ জানুয়ারী, ২০১৭

দরিদ্র-প্রতিবন্ধীদের মাঝে স্বাস্থ্য সেবা, ওষুধ ও কম্বল বিতরণ

দরিদ্র-প্রতিবন্ধীদের মাঝে স্বাস্থ্য সেবা, ওষুধ ও কম্বল বিতরণ



স্বদেশ সময় টোয়েন্টিফোর ডটকম


রাজধানীর অদূরে কামরাঙ্গীর চরে  হতদরিদ্র মানুষ প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য সেবা, ওষুধ কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে দেশের প্রথিতযশা আবাসন ব্যবসায়ী প্রতিষ্ঠান স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের (এসইএল) দাতব্য প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত এসইএল চ্যারিটেবল ফাউন্ডেশনের অর্থায়ন নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য সেবা, ওষুধ কম্বল বিতরণ করা হয়।
এতে স্বাস্থ্যসেবা প্রদান করেন ডা. রফিকুল ইসলাম ফরিদ। সময় আরও উপস্থিত ছিলেন Disabled Support Program (DSP) এর কর্মকর্তা উম্মে সালমা এসইএল চ্যারিটেবল ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার আয়শা ইকরা