বৃহস্পতিবার, ২ জুন, ২০১৬

থা বলার খরচ বাড়ছে

থা বলার খরচ বাড়ছে

স্বদেশসময় টোয়েন্টিফোর ডটকম:

 
মোবাইল ফোনের দাম এর চিত্র ফলাফল মোবাইল ফোনে কথা বলা ও অন্যান্য সেবার উপর সম্পূরক শুল্ক ৩ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করা হয়েছে।

বৃহস্পতিবার ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ প্রস্তাব করেন।

অর্থমন্ত্রী প্রস্তাবে বলেন, ‘গত অর্থবছরের বাজেটে আমরা মোবাইল ফোনের সিম কর ব্যাপক হারে কমিয়েছি। এ কারণে সিম বা রিম কার্ডের মাধ্যমে প্রদত্ত সেবার ওপর বিদ্যমান তিন শতাংশ সম্পূরক শুল্ক বৃদ্ধি করে পাঁচ শতাংশ নির্ধারণের প্রস্তাব করছি।’
এ সিদ্ধান্তের ফলে বর্তমান মুঠোফোন সিম সেবার ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক), এক শতাংশ সারচার্জের সঙ্গে নতুন পাঁচ শতাংশ সম্পূরক শুল্ক যোগ হবে। তবে মুঠোফোনের সিমকার্ডের কর গত অর্থবছরের মতোই ১০০ টাকা রাখা হয়েছে।

এদিকে প্রস্তাবিত বাজেটে সিম কার্ড, স্ক্র্যাচ কার্ড, ক্রেডিট কার্ড ও সমজাতীয় অন্যান্য স্মার্ট কার্ড উৎপাদনে শুল্ক কমানোর প্রস্তাব করা হয়েছে।

উল্লিখিত খাতে বর্তমানে ২৫ শতাংশ ভ্যাট রয়েছে। প্রস্তাবিত বাজেটে সেটি ১০ শতাংশ কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে।